নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনৈক রুয়েটিয়ানের ব্লগ

ধুৎৎৎ !

জনৈক রুয়েটিয়ানের ব্লগ

একজন মন্তব্যলেখক। ◕◕◕◕◕◕◕◕◕

জনৈক রুয়েটিয়ানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

উদ্ভট সব তথ্য... না জানলে এখনি জেনে নিতে পারেন!

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১

♦ আলেকজান্ডার দ্যা গ্রেট ছিলেন একজন মৃগীরোগী।



♦ ২য় বিশ্বযুদ্ধের প্রথম বোমাটি বার্লিনে নিক্ষিপ্ত হয় আর তাতে শুধুমাত্র বার্লিন চিড়িয়াখানার একটি হাতি মারা যায়।



♦ সংস্কৃত ভাষায় যুদ্ধ শব্দের অর্থ - "আরও গরু লাভের আকাঙ্ক্ষা"। :D



♦ উটপাখির চোখ তার মস্তিষ্কের চেয়েও বড়।



অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যাবহার করা হয়।



♦ দেশলাই আবিষ্কারের পূর্বেই লাইটার আবিষ্কৃত হয়।



♦ হাতি ছাড়া পৃথিবীর সকল স্তন্যপায়ী প্রাণীই লাফ দিতে পারে।



♦ নিউজিল্যান্ড হিলের একটি জায়গার নাম,

Taumatawhakatangihangakoauauotamateaturipukakapikimaungahoronukupokaiwenuakitanatahu







♦ এক চোখ বন্ধ করে হাসি দেয়া অসম্ভব। B-)



♦ নাসা যদি মহাকাশে পাখি পাঠায় তাহলে তারা শীঘ্রই মারা যাবে। কারণ খাবার হজম, ঢোক গেলার জন্যও পাখিদের অভিকর্ষজ ত্বরণের প্রয়োজন পরে। তাই স্পেসে কুকুর, বিড়াল পাঠানো হলেও পাখি পাঠানো হয়নি।



♦ একগুচ্ছ পেঁচার বৈঠককে "পার্লামেন্ট" বা "জনসভা" বলা হয়।





♦ বিড়ালের প্রত্যেক কানে ৩২টি করে পেশি আছে।



♦ ইংরেজি ভাষায় month, orange, silver, ও purple এই চারটি শব্দের সাথে ছন্দ মিলে এমন আর কোন শব্দ নাই।



♦ পূর্ণবয়স্ক মানুষ দিনে ১৫ বার করে হাসে।



♦ আইনস্টাইন কখনো মৌজা পরতেন না।



♦ গবেষণা বলে, মশা সেই মানুষের রক্তের প্রতি বেশি আকৃষ্ট হয়, যে মাত্র কলা খেয়ে এসেছে।



♦ ১৫০০ শতাব্দীতে প্রথম কনডম আবিষ্কৃত হয় আর তা ছিল লিনেন বা পাটজাত। :P





♦ বুদ্ধিমান লোকদের চুলে তুলনামুলকভাবে বেশি কপার আর জিঙ্ক থাকে।



♦ পৃথিবীতে মুরগী আর মানুষের জনসংখ্যা খুব কাছাকাছি !



♦ মশাদের দাঁত আছে।



♦ বিশ্বে সবচেয়ে কমন নাম হল - মোহাম্মদ।



♦ লিওনার্দো দ্যা ভিঞ্চিই সর্বপ্রথম কাঁচি আবিষ্কার করেন।



♦ হাঁসের ক্যাঁক ক্যাঁক যে শব্দ, এটার কখনো প্রতিধ্বনি হয়না।











জনৈক রুয়েটিয়ানের ব্লগ

৭ পৌষ, ১৪২০ বঙ্গাব্দ।

মন্তব্য ৬৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: তাই বলে রুয়েট কমনরুমে পোষ্টের প্রচার। হাসতে হাসতেই মারা যাচ্ছি ভাই । =p~ =p~ =p~

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩১

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: প্রচারেই প্রসার। :-&

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

গ্রাম্যবালক বলেছেন: ♦ ১৫০০ শতাব্দীতে প্রথম কনডম আবিষ্কৃত হয় আর তা ছিল লিনেন বা পাটজাত। :P

এটা লেডি ব্লগার দের উতসর্গ করতে পারতেন।। হা হা হা।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আমি তো ব্যাপক চুশীল।
এই কাজ আমি কিভাবে করিব। B-))

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরিব্বাস!!!!!!!!!!!!!!!!!


কি বলিলেন জনাব!!!!!

পুরাই টাস্কিত হইয়া আছি ;) =p~ =p~ =p~ =p~ =p~ =p~

এই জন্যই বোধ করি পন্ডিত বলেছেন-
জানার কোন শেষ নাই
জানার চেষ্টা বৃথা তাই :P :P

=p~ =p~ =p~

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: বিদ্রোহীর আগমন,
শুভেচ্ছায় স্বাগতম।
:) :) :)

কিন্তু বাঁচতে হইলে জাইনতেই হবে। ;)
কি বলেন, মশায়! B-))

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯

অথর্ব বোহেমিয়ান বলেছেন: ভালো লাগলো। ;) ;)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: বুইঝতে পারছি, কোনটা ভাল্লাগছে। B-)) B-)) B-))

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

এম আর ইকবাল বলেছেন:
ভালো লাগলো ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: খুবই থ্যাঙ্ক ইউ। :)

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

মুদ্‌দাকির বলেছেন: ভালোলাগসে কিন্তু কোকাকোলার আসল রং সবুজ হইল কেমনে ????????

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: অধিকাংশ আমেরিকানরা এইটা দাবি করে। :P

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

সাইবার অভিযত্রী বলেছেন:
Taumatawhakatangihangakoauauotamateaturipukakapikimaungahoronukupok

বাংলা উচ্চারণ বলেন, ইংরেজী পড়তে পারি না।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: দাঁত ভাঙতে মোটেও রাজি না। B-))

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১০

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: পর্বতশৃঙ্গ, যেখানে Tamatea নামের বড় হাঁটুওয়ালা ও মাটিখেকো পর্বতারোহী তার ভালোবাসার মানুষের জন্য নাক দিয়ে বাঁশি বাজাতো।

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

শয়তান শাহীন বলেছেন: বেয়াফুক বিনুদুন.....ভাল্লাগসে....... :) :D =p~ :-B ;)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: জনৈক রুয়েটিয়ানের ব্লগে স্বাগতম।
ভাল্লাগছে শুইন্যা গর্বে ছাতি আমার ৭ ইঞ্চি ফুইলা গেছে।
B-) B-)

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

তাসজিদ বলেছেন: আসলেই উদ্ভত,তবে মজার।

+++++++++++++++++

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: এত্তগুলা প্লাসের জন্য ধন্যবাদ। :#)

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ভালই লাগল তবে


১৫০০ শতাব্দীতে প্রথম কনডম আবিষ্কৃত হয় আর তা ছিল লিনেন বা পাটজাত।


এইটা বেশী জোস। :P :P

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৭

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আপনি ভাই, বড্ড লুল আছেন। ;) :#) B-))

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

খেয়া ঘাট বলেছেন: পোস্টটি চমৎকার লাগলো।
একগুচ্ছ লাইকস।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৯

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আপনাকেও ভাই, একগুচ্ছ ধন্যবাদ। :) :)

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হাঁসের ক্যাঁক ক্যাঁক যে শব্দ, এটার কখনো প্রতিধ্বনি হয়না।
কেমনে হপে শুনি , আওয়াজ টা থাকেই অল্পকিছু জায়গায় !
পোষ্ট তো অস্থির ঘারানার !

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: নেক্সট টাইম, নানুবাড়ি গেলে একটা হাঁস কিনা এক্সপেরিমেন্ট একটা কইরাই ফেলামু, ভাবছি। :D
বিশেষণের জন্য ধন্যবাদ। :-B

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যাবহার করা হয়।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: কি আর বলব, ঘোর কলিযুগ। :-&

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২

একজন ঘূণপোকা বলেছেন: মজার

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: তাই নাকি। :) ব্লগে স্বাগতম।

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২

মশিকুর বলেছেন:
মজার সব তথ্য+++++++++

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৬

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ধন্যবাদ, মশিকুর ভাই। :)
জনৈক রুয়েটিয়ানের ব্লগে আপনাকে স্বাগতম। :-B

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৩

ঢাকাবাসী বলেছেন: মজার সব তথ্য, জানলুম, ভাল লাগল।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৪

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ, ঢাকাবাসী। :)

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৬

খেয়া ঘাট বলেছেন: লেখক বলেছেন: নেক্সট টাইম, নানুবাড়ি গেলে একটা হাঁস কিনা এক্সপেরিমেন্ট একটা কইরাই ফেলামু, ভাবছি।
বিশেষণের জন্য ধন্যবাদ।
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: এবং এই এক্সপেরিমেন্ট আমি করবই।

8-| :) :D B-) :-B B-))

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

উদাসী স্বপ্ন বলেছেন: রুয়েটের কুন ব্যা্চ, কুন ডিপার্টম্যান্ট?

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: যন্ত্রকৌশল। ব্যাচ কমুনা। ;)
ভাই কি রুয়েট নাকি? :-B

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯

একলা ফড়িং বলেছেন: নিউজিল্যান্ডের ওই জায়গাটার নামখান একটু বাংলায় কন দেখি!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: নামটা আরও বড়।
Taumatawhakatangihangakoauauotamateapokaiwhenuakitanatahu
সংক্ষেপে Taumata নামে পরিচিত।


পর্বতশৃঙ্গ, যেখানে Tamatea নামের বড় হাঁটুওয়ালা ও মাটিখেকো পর্বতারোহী তার ভালোবাসার মানুষের জন্য নাক দিয়ে বাঁশি বাজাতো।

উদ্ভট!

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪৫

উদাসী স্বপ্ন বলেছেন: আমি টিরপল ই, চুয়েটিয়ান। তয় বিআইটির সময়ে ভর্তি হওনে কুয়েট চুয়েট রুয়েট সব আপন মনে হয়। ব্যাচ হিসাবে আপনাগো অনেক সিনিয়র, ৯৮!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৪

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ৯৮!

আমি আপনার একযুগ জুনিয়র ছোটভাই।
চুয়েটে এক্সাম দিসিলাম। অস্থির ক্যাম্পাস। অস্থির একটা লেক।

তয় শুনছি, চুয়েটে নাকি অজগর সাপ পাওয়া যায়।
হাছা নাকি?

২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৮

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: রুয়েটের দিকে আসছিলেন নাকি কখনো?

২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২০

উদাসী স্বপ্ন বলেছেন: চুয়েটে অজগর না, আমগো লগে আজগর পড়তো। ওরে অজগর কইতাম। হালায় পাশ কইরা কই গেছে খেয়াল নাই।

রুয়েটের দিকে গেছিলাম তয় ভিতরে ঢুকি নাই। গেছিলাম এক বন্ধুর বিয়া খাইতে রাজশাহী ভার্সিটিতে। তয় খাওন দাওন শেষে ফুনের এক মাইয়ার লগে আগে পরিচয় আছিলো তার লগে ডেটিং যাওয়া মূল উদ্দেশ্য আছিলো। যাই হোউক, রথ দেইখা কলা বেইচা কলা গাছ নিয়া ডুগডুগী বাজায় আইছিলাম বইলা রুয়েটে ঢুকনের টাইম পাই নাই!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৯

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: রথ দেইখা কলা বেইচা কলা গাছ নিয়া ডুগডুগী বাজায় আইছিলাম। :-&

আপনি ভাই বড্ড লুল আছেন।
রাজশাহীতে থাইকাও এইখানে কোন নারীর সাথে ডুগডুগি তো দূরে থাক, কোয়ার্টার-ডুগডুগিও বাজাইতে পারি নাই। উত্তরবঙ্গের নারীরা বড়ই বেরসিক।

ভাইয়ের বাড়ি চিটাগাং না কুমিল্লা?

আর আপনের ফেবু লিঙ্ক দেন। ফ্রেন্ড হইমু।

২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪২

উদাসী স্বপ্ন বলেছেন: আমার জন্ম ঠাকুরগা, দাদার বাড়ি বিক্রমপুর, জন্মের পর এসএসসি ফরিদপুর, ইন্টার ঢাকা, ইন্জ্ঞি চিটাগাং, চাকুরী ঢাকা থিকা পুরা দেশ, অখন আছি চুইডেন।

লিংক খান আমার ব্লগে ঢুইকা ডানের চিপাতেই আছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৭

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: খাইসে, ঠাকুরগাঁও।
ভাই তো হিমালয় প্রদেশের লোক। B-)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫০

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আমারে চুইডেনের একটা ভিসা ইনবক্স করেন, প্লিজ। ;)

বিদেশ বিভূঁইয়ে মধুসূদন হইতে মুঞ্চায়। B-))
চুইডেনের রাস্তায় বসিয়া খুব কইরা চনেট লিখিব।

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮

এহসান সাবির বলেছেন: আরে... মজার সব তথ্য...........

ভালো লেগেছে।

শুভেচ্ছা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আহ্লাদে আটখানা হয়া গেলাম। B-)

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

সূর্য হাসান বলেছেন: খালি ভাবতে আছি ওই কনডম খানার ব্যবহার কেমনে কি?!!! :-P :-P :-P =p~ =p~ =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: কেমনে ব্যাবহার, তার চিন্তা ছাড়েন।
কিসের ভিতরে ব্যাবহার, উহার চিন্তায় মশগুল থাকেন।

B-)) B-)) B-)) B-))

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

আদম_ বলেছেন: পাটের তৈরি হায় হায় ........কেমনে কি করলো........ইয়ে মানে খসখসা থাকার কথা তো।
এক চোখ বন্ধ করেও তো হাসা যায়।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: এক চোখ বন্ধ করেও তো হাসা যায়। ;) B-))

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

সংগ্রামী মন বলেছেন: াযিব,ভাি মেনটাল া সিট খালি কোরুম?? !:#P

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: কি দরকার! :|

২৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

সংগ্রামী মন বলেছেন: na mentala pagoler sonkha komca to tai r ki =p~

২৮| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫

ক্লান্ত তীর্থ বলেছেন: জেনে মজা পেলাম!

৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: :#)

২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

মাঘের নীল আকাশ বলেছেন: নির্মল বিনুদুন পাইলাম...++++

০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: সার্থক।

৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অনেক কিছু জানলাম, ধইন্যাপাতা ছুড ভাই... :)

আমি কইলাম রুয়েট সিএসই '৯৮ !! :D

৩১| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৩:২১

বৃত্তে বন্দী বলেছেন: ♦ ১৫০০ শতাব্দীতে প্রথম কনডম আবিষ্কৃত হয় আর তা ছিল লিনেন বা পাটজাত। :P

খিকযযযযযযয :D :D :D

৩২| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৩:৩৮

নিয়েল হিমু বলেছেন: দারুন

৩৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৯

ভাইরাস ব্যাকটেরিয়া বলেছেন: এক চোখ বন্ধ করে হাসি দেওয়া অসম্ভব। -_-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.