নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং জগতে প্রথম ঢুকলাম...

জীবনের পথে চলা নবীন এক পথিক...

রাফীদ চৌধুরী

জীবনকে সাজাতে চাই সুন্দর বাগিচায়... তাই করি যা মনে চায়... live it love it ENJOY it!!

রাফীদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রবাস ডায়েরি: অগোছালো ভাবনার প্রতিলিপি

২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৪




২৭/১১/২০২২
সময়: ০৪:৫৯ মিনিট

প্রায় ভোর রাত। আর কিছুক্ষণের মাঝেই সকাল হয়ে যাবার কথা। যদিও শীতের সময় দিন দেখা পাওয়াই ভাগ্যের বিষয়। এই নভেম্বর মাসে দিনের শুরুই হয় ৯ টার পরে। দিন শেষ হয়ে যায় ৩ টার আগেই। ভাগ্য ভালো কাল রবিবার। বন্ধের দিন। আজকাল দুইটা উইকএন্ড এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়! দেখতে দেখতেই সোমবার শুরু! সকাল বেলা অফিস মিটিং দিয়ে দিন শুরু হবে। আবার উইকএন্ড এর জন্যে অপেক্ষা!

জানালা খুলতেই নভেম্বর মাসের কনকনে ঠান্ডা হাওয়া ঢুকে পরল ঘরে। এখন শূন্যের চেয়ে ৩ ডিগ্রি নিচে তাপমাত্রা। ফিলস লাইক তাপমাত্রা অবশ্য আরও কম। -৭ ডিগ্রি তামাত্রায় বরফে আবৃত রাস্তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। নিরব রাস্তায় একটা মানুষও নেই। স্ট্রিট লাইটের আলো ট্রাফিক সিগনাল এর লাইট এসবই জ্বলজ্বল করছে অন্ধকারে। লাল একটা ট্রাম ডিপোর দিকে ধীরগতিতে চলছে। সবকিছুর মাঝে এক অদ্ভুত নিরবতা। নিঃশব্দ নিরব সিস্টেমেটিক উন্নত শহর। কিন্তু মন পড়ে থাকে অনেক অনেক দূরের এক স্থানে, যেখানের হইচই হট্টগোলে আজ ভীষণ করে মিশে যেতে ইচ্ছে করে।

তিন কি চার বছর হবে? নিজের দেশ থেকে ছুটে আসা উচ্চশিক্ষার জন্যে? পড়াশোনা, নিজেকে সামলানোর সব কাজ শেষে আর একান্তে ভাবার সময় পাই না। প্রবাস জীবনে নাকি কারো সময় নেই! সবাই ছুটে যাচ্ছে সাকসেস নামের কোন মরীচিকা ধরার জন্যে!

আচ্ছা আমি কী সক্সেফুল? কাগজে কলমে হয়তো বা! মানুষের চোখে তাই হয়তো বা জীবনের এই সময়ে ধরা পড়বে! খটমটে একটা বিষয়ে উচ্চ শিক্ষা সম্পন্ন করা, কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তার মত জটিল বিষয় বুঝা, উচ্চ শিক্ষা শেষ করা, কিংবা মেশিন ভিশন বা মেশিনের চোখে বুদ্ধিমত্তার প্রয়োগের মত বিষয়ে স্পেশালিস্ট হিসেবে কোথাও জব করা, এসব কি সাকসেস এর ডেফিনিশন এর মাঝে পরে? কিন্তু কোথাও কিছু একটা কি মিসিং আছে না?

এখানের শীতকাল কি আগের শীতকালের মত? টঙের ধূমায়িত চায়ের কাপ কি এখানে পাওয়া যাবে? বন্ধুদের আড্ডায় মাঝে জোকস শুনে দম ফাটিয়ে হাসা যাবে? যে মানুষটি হিসেবে এতকাল যোজন দূরে পার করে এসেছি তার সাথে নিজেকে আর মিলাতে পারি না। কোথাও যেন কানেকশন টা কেটে গেছে। সেই পরিচিত পরিবেশটাও যেন পর হয়ে গেল। এখন সেখানেও নিজেকে মানতে পারি না। এটাকেই বলে হয়তো প্রবাস জীবন। সিএনজি করে ঘুরে বেড়ানো এই জ্যামের শহরেও যেন একটি বিশেষ মুহুর্ত আমার জন্যে। হয়তো একদিন আবারও সারা বেলা সিএনজি করে ঢাকা শহরটা ঘুরবো! কোন কাজ রাখবো না একটি দিনের জন্যে! ওই দিন শুধু আমার আর এই শহরটার। যে শহরে আমি বেড়ে উঠেছি তাকে তো এটুকু ফিরিয়ে দিতে পারি। আমাকে মনে রেখো প্রিয় ঢাকা! একদিন আবার দেখা হবে! এই যানজট দূষণের শহরে।

জানি এমনটা হয় না, দেশে থাকার সময়টা খুব কম! দম ফেলতে ফেলতে আবার বিদায়ের পালা। সেই বিষন্ন এয়ারপর্ট, আবার ফিরে যাওয়া, তাকিয়ে থাকা বিমানের জানালা দিয়ে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে আমার দেশটা! কোনদিন! হয়তো কোনদিন! নিজেকে বুঝাই তখন, পরেরবার অবশ্যই সময় নিয়ে আসবো! সেবার নিজের মত করে ঘুরে দেখবো, নিজের এতকাল কাটানো মুহূর্তগুলো আবার নতুন করে রোমন্থন করবো! পরের বার অবশ্যই! এখনো সেই দিনের আশাতেই বুক বেঁধে আছি, এই পরিষ্কার হিমশীতল বাতাসে নিশ্বাস নিতে চাই না, একটি বার ঘিঞ্জি গলির যানজটের মাঝে বুক ভরে শ্বাস নিতে চাই!

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ঢাকা একটা মায়ার শহর। শত অসুবিধা থাকলেও কী একটা অদৃশ্য টান অনুভব হয়।

২৮ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:৪১

রাফীদ চৌধুরী বলেছেন: হ্যা, অনেক ঝামেলার শহর কিন্তু এই শহরকে খুঁজে পাওয়ার একটা তাড়না ঠিকই থাকে মনের মাঝে

২| ২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৯

অপু তানভীর বলেছেন: যে সময় চলে যায় তা কি ফেরৎ পাওয়া যায় । তবে মানুষ মানিয়ে নিতে শিখে সব থেকে দ্রুত । তবে অতীত আমাদের কখনও পিছু ছাড়ে না ।

২৮ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:৪৩

রাফীদ চৌধুরী বলেছেন: সহমত! একসময় নিজে নিজের কাজগুলোই করতে পারতাম না, এখন একা কতদিকে সামাল দিয়ে বেড়াই! মানুষ তার অবস্থা পরিবর্তন করতে পারে

৩| ২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:০৩

শাওন আহমাদ বলেছেন: একটা মানুষের পুরো জীবন স্মৃতি পুষতে পুষতেই পাড় হয়ে যায়। আমি নিজেও ভীষণ স্মৃতি কাতুরে। স্মৃতিরা সবসময় আমাকে লতার মতো পেঁচিয়ে থাকে। আপনার লেখা পড়ে স্মৃতি কাতুর হয়ে যাচ্ছিলাম। এক জীবনে সবকিছু একসাথে পাওয়া যায় না। একটির জন্য অন্যটি বিসর্জন দিতে হয়।

২৮ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:৩৮

রাফীদ চৌধুরী বলেছেন: সতিই ভাই। কিছু পাওয়ার জন্যে অন্য কিছু হারাতে হয়। এক জীবনে সবকিছু পাওয়া যায় না

৪| ২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় লেখা।

২৮ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:৪৩

রাফীদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৫

জুল ভার্ন বলেছেন: অসাধারন আবেগী উপস্থাপন! +

২৮ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:৪৩

রাফীদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ

৬| ২৭ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৫

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

২৮ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:৪৩

রাফীদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ

৭| ২৭ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৬

ঢাবিয়ান বলেছেন: সব সময় মিস করি প্রিয় ঢাকা শহর ---

২৮ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:৪৪

রাফীদ চৌধুরী বলেছেন: আমিও মিস করি এই ঢাকাকে অনেক।

৮| ২৭ শে নভেম্বর, ২০২২ রাত ৯:১৯

নেওয়াজ আলি বলেছেন: পরিবার-পরিজনহীন প্রবাস জীবন সময় ও নিয়মের মধ্যে চলতে হয়। কিছুটা কষ্ট হলেও সহ্য করলে ভালোই লাগবে।

২৮ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:৪০

রাফীদ চৌধুরী বলেছেন: ভালোই লাগে বেশিরভাগ সময়ে। বাট কখনো সব থমকে দাড়ায়, হুট করে মনে হয় কি কি হারালাম। এই আর কি!

৯| ২৮ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:৫১

ইসিয়াক বলেছেন: মন বড় অদ্ভুত! কি যে চায় আর কি চায় না সে নিজেই জানে না।
শৈশব কৈশোর জড়ানো স্মৃতি জড়ানো স্থান কখনও ভুলবার নয়। তাকে বুকে আগলে রাখতে মন চায় সর্বক্ষণ আর তাই হয়তো রোমন্থন! তার বুকে চেনা ছকে ফিরে আসার আকুলতা।

আপনার লেখাটা ভালো লাগলো।
শুভকামনা।

৩০ শে নভেম্বর, ২০২২ ভোর ৫:৪৪

রাফীদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভালো লেগেছে বলে!

১০| ২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৩৯

শেরজা তপন বলেছেন: সারাদিনভর গালিগালাজ করার পরেও ঢাকা অন্যরকম এক মায়ার শহর!
থাকতে গিয়েও হাঁপিয়ে উঠি ফের দূরে যেতেও মন চায়না। চমৎকার লিখেছেন।

অ।ট। কোন দেশে আছেন আপনি জানা হোল না?

৩০ শে নভেম্বর, ২০২২ ভোর ৫:৪৫

রাফীদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভালো লাগলো দেখে। আমি এখন ফিনল্যান্ড এ থাকি

১১| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

৩০ শে নভেম্বর, ২০২২ ভোর ৫:৪৭

রাফীদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ, ভাবছি মাঝে মাঝে বিদেশ জীবন নিয়ে কিছু কথা লিখবো। আগের সামু কে অনেক মিস করি। ভার্সিটি জীবনে সামু তে অনেক সুন্দর সময় কাটত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.