নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শহর ও আমাদের প্রকৃত--মো রফিকুল ইসলাম ।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪


বাতাস ভেঙ্গে বয়ে যায়
নীড়ে ফেরা পাখি
শেষ বিকেলের আলোয় আমি
অপলক চেয়ে দেখি ।।
বড় মনোরম এই প্রকৃতি
গাছ ফুল ও লতা পাতা
একে অন্যের মিলন বিরহে
কইছে কথকতা ।।
ফুলের সুবাস বয়ে চলে
আজি দিনের ক্লান্তি করে দূর
পথিক জন চলতে চলতে
নেয় সে সুবাস সুমধুর ।।
বন্য শহর উগ্র মূর্তিতে
গ্রাস করছে স্বাভাবিকতা
হারিয়ে যাচ্ছে ইট পাথরের ভীড়ে
গাছ ফুল লতা ও পাতা ।।
সোনালী ফসল ধানের ফুলের,
নৃৃত্যের তালে তালে
মৌমাছি ভ্রমর প্রজাপতি সব,
গুঞ্জনে রব তােলে ।।
আয়রে আকাশ আয়রে বাতাস
খোলা প্রান্তরের মিষ্টি রােদ
মনের মধ্যে ভালোবাসার মদিরা
তোলে শত বুদবুদ ।।
গাইছি আমি গাইবে তুমি
যদি থাকে প্রকৃতি
শহর গড়ো, কিন্তু গাছ মেরো না
গড়ো না, মরিচিকার আকৃতি ।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


১ম পাতায় একাধিক পোষ্ট দেবেন না।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: প্রথম পাতায় একটা পোষ্ট থাকা অবস্থায় আরেকটা পোষ্ট দিবেন না।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

হাবিব বলেছেন: ১ম পাতায় একাধিক পোষ্ট দেবেন না। ..........
সম্ভব হলে এটা ড্রাফ্টে নিন।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.