|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
কবি তার কবিতার মদির সৌরভে
ষোড়শীর মন জয় লাভের আশায়
একটুকরো প্রেম ছড়ালো রূপালি ক্যানভাসে।
বৃষ্টির তীব্র ঝটকায় ষোড়শীর আলুথালু বেশ
অনন্ত গভীর অন্ধকারের হাতছানি যেন,
কবি দেখে আর হাসে।।
হে কবি তােমার তীব্র চাহনী
তোমার অনন্ত কাম তৃষ্ণায় কাতরতা বিহ্বলতা
ষোড়শীকে অবগাহনের ব্যকুলতায়।
কবি তােমার এই কাতরতা,এই আকুলতা
তোমার এ দিকহারা পথিকের  ব্যকুলতা তুমি প্রয়োগ করো ,
জাগিয়ে তােলো, তোমার সৃষ্টিশীলতায় সপ্রতিভ দক্ষতায়।
 ১৮ টি
    	১৮ টি    	 +১/-০
    	+১/-০  ০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৪৬
০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৪৬
ইসিয়াক বলেছেন: ভুল সংশোধন করা হলো।ধন্যবাদ
২|  ০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৪২
০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৪২
অপু দ্যা গ্রেট বলেছেন: 
কবিতা সুন্দর হয়েছে
  ০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৪৬
০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৪৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৩|  ০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৪৭
০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো কবি। ভালো থাকবেন।
  ০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৫১
০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৫১
ইসিয়াক বলেছেন: শুভ কামনা রইলো। ধন্যবাদ
৪|  ০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৫৪
০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৫৪
আরোহী আশা বলেছেন: সুন্দর......
  ০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:০৬
০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:০৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৫|  ০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:০৯
০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:০৯
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লেগেছে.....
  ০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:১০
০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:১০
ইসিয়াক বলেছেন: শুভ কামনা রইলো
৬|  ০৭ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:১০
০৭ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:১০
হাবিব বলেছেন: ভালো কবিতা
  ০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:০৮
০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:০৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৭|  ০৭ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৪৪
০৭ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
কবিতা ভালই হয়েছে। কিন্তু ছবিটাতো কবিতার সাথে যায়না।
  ০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:০৯
০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:০৯
ইসিয়াক বলেছেন: কথাটা ঠিক। ধন্যবাদ
৮|  ০৭ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৩
০৭ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৩
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
  ০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:৫২
০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:৫২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৯|  ০৭ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:১২
০৭ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:১২
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো লাগলো।
  ০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:০৮
০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:০৮
ইসিয়াক বলেছেন: হলাম না হয় এবার একটু অগোছালো।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৩৮
০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৩৮
রোকন_হারুন বলেছেন: # ষোড়শী হবে মনে হয়। ভাল লিখেছেন কবি।