নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আর নয় দলাদলি
আর নয় কোন্দল
আর নয় নিজের স্বার্থে
সহিংস আন্দোলন ।।
শেষ হোক এবারের মত
বোমাবাজি যুদ্ধ
কারনে অকারণে
জনগণ অবরুদ্ধ ।।
গনতন্ত্রের মানে হল
সহনশীলতা
গনতন্ত্রের মানে নয়
অপমান অশ্লীলতা।।
এসো সবাই অন্যের
মতকে শ্রদ্ধা করি
সংখ্যা গরিষ্ঠের মতামতের ভিত্তিতে
সুখী বাংলাদেশ গড়ি।।
পাদ টিকাঃ
কবিতাটি লেখা হয়েছিল নির্বাচনের আগে..কম্পিউটারের সমস্যার কারনে দেরিতে প্রকাশিত হলো।সময়ের ফল সময়ে খাওয়া ভালো।কিন্তু..।
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৬
ইসিয়াক বলেছেন: দেরি হয়ে গেল যে
২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬
মাহমুদুর রহমান বলেছেন: বেশ
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: ঈশ্বর এই চোখে এত জল থাকে কেন ?
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
ইসিয়াক বলেছেন: সেটাই।নিষ্ঠুর পৃথিবী।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪
হাবিব বলেছেন:
দলাদলি কোন্দল কবে হবে শেষ?
কবে পাবো সুস্থ সোনার বাংলাদেশ?
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩
ল বলেছেন: এবার কবিতাটা উল্টো লিখুন
এবার হবে দলাদলি,কাঁদা ছুড়ি,
অন্ত দলীয় যত কোন্দল,
স্বভাবসুলভ জোর দেখানোর
দাপুটে আন্দোল।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫
ইসিয়াক বলেছেন: সেটাই।ঠিক বলেছেন।কবেযে এসব থেকে এদেশটা মুক্তি পাবে ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮
মিজানুর-রহমান বলেছেন: কিন্তু কি?