নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। বিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আত্ম কথন ----মো রফিকুল ইসলাম

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৪


সত্যের উপলদ্ধি
প্রকৃত আত্ম কথন
দারিদ্রের মধ্যেই আছে
সুখী জীবন যাপন ।।
অনেক পাওয়ার মাঝে
শুধু চাই চাই
অনেক পেলেও তবু
ক্ষুধার শেষ নাই ।।
জ্ঞান চক্ষু খােলেনি যার
সে তো প্রকৃত মানুষ নয়
দু’কলম লেখাপড়া জানা মানুূষ. . .
শিক্ষিত হলেই কি হয়?
নীতি আদর্শ শ্রদ্ধাবোধ
বয়োজ্যৈষ্ঠকে মান্য করা
অন্যের ব্যাথায় ব্যথিত হয়ে
দুস্থের হাত ধরা ।।
এসবই তাে ভালোমানুষের
পথের পাথেও
হাসাহাসি হবে জানি
শুনে যদিও।।
অন্যকে ছােট করা
নিজের ঢাক নিজে বাজানো,
নেই কােন আত্ন তৃপ্তি
ভোগ বিলাসে জীবন সাজানো।।
এজীবন নয় কেবলি
নিজের তরে
পর হিতে সার্থক কর
মানব জীবনরে।।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৫

হাবিব বলেছেন: আরেকটু সময় নিয়ে লেখেন ভাই.......

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭

ইসিয়াক বলেছেন: খুব ব্যস্ততা।সারাদিন ক্লাস কোচিং টিঊশন।সময় একেবারে পাইনা।আবার না লিখলে অস্থির
লাগে।অফ পিরিয়ড চলছে পাঁচ মিনিট পরে ক্লাস্ এই ফাকে এলাম।ধন্যবাদ

২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৩

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
শুভকামনা

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০২

নজসু বলেছেন:



কবিতায় সত্যি কথা তুলে ধরেছেন প্রিয়।
ভালো লাগা।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

ইসিয়াক বলেছেন: শুভ সন্ধ্যা।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

বলেছেন: দারুণ কথামালা।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।শুভকামনা রইলো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

ইসিয়াক বলেছেন: স্মরণ করলাম প্রিয় ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.