|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

আমার ভিতরকার মানুষটা 
আজকাল বড্ড ছেলেমানুষ হয়ে উঠেছে।
আমি বুঝেও যেন কিছু বুঝতে চাইছি না
প্রহর গুনে চলেছি তোমায় ভেবে
আমার মনে তখন রাতের জােছনা খােলা প্রান্তর
আর . . . . আর রাতের আকাশে তখন ভােরের আলো।
গোটা রাত ধরেই তোমায় ভাবা
ভেবেভেবে নির্ঘুম রাত কাটানো. . . .
ভোরের শিউলি ফােটা সকালে  তোমার প্রতীক্ষার প্রহর গোনা
তুমি এলেনা. . . কত প্রেম পত্র. . .কত উপহার. . . .সব বিফলে গেল।
কি যে হলো তোমার মুখটা দিনে  দিনে হয়ে উঠলো যেন
চিত্রশিল্পীর বিমূর্ত কোন ক্যানভাস. . আমি কিছুই বুঝিনা. . .
তুমি এলেনা. . .পাত্তাই দিলেনা
এত বেশি মাত্রায় ব্যকুল হয়ে পড়লাম যে. . 
এত সর্তক ,সাবধানী, গম্ভীর আমি অনেক পাগলামি  করে ফেললাম।
অতুগ্র আকাঙ্খায়  আমি ক্রমশ হয়ে উঠলাম হাস্পোস্পদ 
তবু তুমি এলে না. . . 
হঠাৎ সেদিন রাতে, বাবার যেদিন বুকে খুব ব্যাথা উঠল
সেদিন রাতে তুমি খবর পাঠালে কাল তোমার বিয়ে . . !!!
আমি  কিছু  করতে পারবো কিনা. . . .সেই রাতেই বাবা মারা গেল. . . 
পরের দিন. . .শেষকৃত্য শেষে. . .
আমি বিষন্ন মন নিয়ে ঠা ঠা দুপুর রোদে হাটতে হাটতে দেখলাম
তোমার বিয়ের গাড়িটা ছুটে চলেছে বড় রাস্তা ধরে . . . . . .
ধ্যাত তারি কি!!!! 
আমি একটা বড় ঢিল ছুড়ে মারলাম সেদিকে . . .বুকের ভিতরটা কেমন হু হু হু করে উঠলো
দ্বিমুখী যন্তনায় পৃথিবীটাকে মনে হলো---রক্তচক্ষুওয়ালা কােন দুষ্টু দৈত্য
শালা ভাগ্যটাই এত খারাপ।।।
 ১৬ টি
    	১৬ টি    	 +০/-০
    	+০/-০  ০৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:০২
০৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:০২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমার অন্য লেখা গুলো পড়বেন আশা রাখি।শুভসন্ধ্যা
২|  ০৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:৫১
০৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
  ০৯ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৫
০৯ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৩|  ০৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:৫৬
০৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:৫৬
তারেক ফাহিম বলেছেন: পুরো কবিতায় নাটকিয়াতার ভাব   
  
গল্প থেকে নাটক কবিতা থেকে হলে কেমন হয়  
  ০৯ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৫
০৯ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৪|  ০৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:২৫
০৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:২৫
মাহমুদুর রহমান বলেছেন: আহ!
  ০৯ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৫
০৯ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৫|  ০৯ ই জানুয়ারি, ২০১৯  রাত ১২:১৮
০৯ ই জানুয়ারি, ২০১৯  রাত ১২:১৮
হাবিব বলেছেন: পড়ে মন্তব্য করবো
  ০৯ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৭
০৯ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৭
ইসিয়াক বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের অপেক্ষায় রইলাম।
৬|  ০৯ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:০৬
০৯ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:০৬
হাবিব বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে.....
  ১০ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৪১
১০ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৪১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
৭|  ০৯ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:১৬
০৯ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:১৬
নজসু বলেছেন: 
হতাশায়ভরা পংক্তিমালা ।
হতাশাকে জয় করতে হবে।
  ১০ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:০৮
১০ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:০৮
ইসিয়াক বলেছেন: কবিতার কথা গুলো ঠিক আমার কথা নয়।মনের ক্ষনিক আবেগ।আর নজসু ভাইয়া আমি মোটেও হতাশাগ্রস্থ নই।লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই।হা হা হা।ধন্যবাদ।ও আর একটা কথা আপনাকে কেন জানি আমার অনেক চেনা চেনা মনে হয় কেন কে জানে.।
৮|  ১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ১:০৩
১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ১:০৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ বাহ বাহ।
  ১১ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১২
১১ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১২
ইসিয়াক বলেছেন: শুভসকাল।ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৭
০৮ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৭
শাহিন-৯৯ বলেছেন:
বেশ ভাল লাগল আপনার কবিতাটি।