|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
ফুল পেলো বলো কোথা থেকে 
এমন বাহারি রং?
প্রজাপ্রতির বা আসে কোথা থেকে
অমন বাহারি ঢং ?
পাখী গায় কি করে 
এমন মধুর সুর?
যার সংগীতে মুগ্ধ হৃদয়
মুগ্ধ মনের অচিনপুর ।।
রক্ত কমল কি করে ফোটে 
অমন কুৎসিত পঙ্কে?
নানা ব্যাঞ্জণে সমষ্টি কত
হিসাব মেলে না অঙ্কে।।
এমন রং বাহার এমন সুর
এমন হাওয়া বয়
চোখে দেখে দেখে হৃদয় জুড়ায়
মন যে মাতাল হয়।।
খেজুর কাষ্ঠ হতে যে রস নিঃসৃত
ফোটা ফোটা যায় ঝরে
সেই রস এত মিষ্টি ,অমৃত
হলো বল কি করে।?
গুন গুন গুন মৌমাছিদের
ফোটা ফোটা সপ্নে
কি করে বানায় অমন রসপূর্ণ মৌচাক,
মোমের জাল বুনে?
 ১৬ টি
    	১৬ টি    	 +১/-০
    	+১/-০  ১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:৩৪
১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:৩৪
ইসিয়াক বলেছেন: কি বলবো আর হাবিব ভাই বলার ভাষা নাই
অব্যক্ত ভাষায় শুভেচ্ছা টুকু প্রকাশ করতে চাই
২|  ১১ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:১১
১১ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:১১
মাহমুদুর রহমান বলেছেন: প্রকৃতি মহান স্রষ্টার এক অপরূপ সৃষ্টি।
মন চায় বাতাস হয়ে ধানের চারায় চড়ে বেড়াই।
  ১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:৩০
১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:৩০
ইসিয়াক বলেছেন: অনেক শুভকামনা ও ধন্যবাদ
৩|  ১১ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:২১
১১ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:২১
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
  ১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:২৮
১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:২৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো
৪|  ১১ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৩৩
১১ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
  ১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:২৯
১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:২৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা
৫|  ১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৩
১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৩
লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর প্রকৃতির কবিতা।
কাব্য পাঠে মুগ্ধ ও বিমোহিত হলাম।
প্রিয়কবিকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
  ১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:০০
১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:০০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা
৬|  ১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:১৮
১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন: 
প্রকৃতিতে টিকে থাকার সংগ্রাম চলে আসছে, এটাই প্রকৃতির নিয়ম
  ১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:২২
১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:২২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।
৭|  ১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:০৩
১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:০৩
ল বলেছেন: সবি তো বিধাতার চরম নিদর্শন।
ভাবের কবিতায় ভালোলাগা।
  ১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:০৭
১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:০৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ,অনেক শুভকামনা এবং শুভসন্ধ্যা।
৮|  ১২ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৫৬
১২ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৫৬
এফ.কে আশিক বলেছেন: ভালো লাগলো
  ১২ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৩
১২ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৩
ইসিয়াক বলেছেন: শুভকামনা এবং শুভসকাল
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৪২
১১ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৪২
হাবিব বলেছেন:
ফুলের রঙে পাখির গানে যার মহিমা ফুঁটে
সে যে আমার প্রিয় প্রভু আল্লাহ বলো ঠোটে!
প্রজাপতির পাখনা দু'টি রঙের কত বাহার
ভালো করে চেয়ে দেখ মহিমা যে তার!!
রক্তকমল শত ব্যঞ্জন মন হারানো সুরে
আল্লাহ তা'লার রহম আছে সারা সৃষ্টি জুরে!!!
খেজুর বৃক্ষে মধুর রসে মৌমাছিদের মৌ
আল্লাহ পাকের দারুন সৃষ্টি যেন সদ্য বৌ!!!
কবিতায় লাইক.....++