নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অভিপ্রায়====-মো রফিকুল ইসলাম

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২২


তুমি আমি দুজন মানুষ
দুটি রকম বেশ
মতের অমিল থাকতেই পারে
তাতেই কি সব শেষ।।
তোমার রুচি খোলা আকাশ
আমার বদ্ধ ঘর
যার যার বৈশিষ্ট্য
তার নিজের অহংকার।।
তাই বলে কি প্রেম হবেনা
রইবে না কো সাথে?
দুজন বসে জোছনা দেখবো
ভরা পূর্ণিমার রাতে।।
মাঝ রাতে খুনসুটি আর
ভালোবাসার খেলা
হাজার রকম খুঁটিনাটি
প্রেম পরশের মেলা।।
তোমার ইচ্ছা বকের ঝাঁক
আকাশে ডানা মেলা
আমি কেবল বই পড়ি
কবি কবিতার খেলা।।
কবি লিখবে কবিতা আর
পাখি গাইবে গান
তবেই তো তাতে বসবে সুর
তাল লয় তান।।
সব বুঝেও অবুঝ তুমি
আমার লক্ষীসোনা
আচ্ছা এরপর ও বলবে কি তুমি
নাগো...প্রেম হবে না?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

হাবিব বলেছেন: এমন কবিতা শুনলে প্রেম হবে আশা করি

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩

ইসিয়াক বলেছেন: মতামতের জন্য শুভকামনা ধন্যবাদ

২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬

নজসু বলেছেন:


বাহ!!
দারুণ!!!

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

ইসিয়াক বলেছেন: অনেক শুভকামনা প্রিয় নজসু ভাই
আপনার ভালবাসার মূল্য কি দিয়ে মেটাই?

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০

নজসু বলেছেন:




প্রিয় ইসিয়াক ভাই।
আমরা ভালোবাসার দাম শুধু ভালোবাসা দিয়েই মেটাবো।
ব্লগে মিলেমিশে থাকবো সবাই।

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩

ইসিয়াক বলেছেন: খুব প্রিত হলাম আমি আপনার কথা শুনে
আরও ভালো লাগলো তব বক্তব্য জেনে।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

২৬ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

ইসিয়াক বলেছেন: দেরী হয়ে গেল ।আগে খেয়াল করিনি।
অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.