|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
[১]
ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণা
বাষ্প হয়ে উড়ে,
সুক্ষ্ণ ধুলি কণার আশ্রয়ে
 মেঘ সৃষ্টি করে।।
[২]
যা যারে প্রজাপতি
অনেক দূরে উড়ে
দিনের শেষে আপন দেশে
আসিস আবার ফিরে।।
[৩]
গঙ্গা ফড়িং গঙ্গা ফড়িং 
নেচে নেচে  চলে,
নেচে নেচে ঘাস লতাকে
মনের কথা বলে।।
[৪]
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ
বৃষ্টি ভাঙে মাটি
গাছের ডালে ভিজছে বসে
ছোট্ট দু'টি পাখি।।
[৫]
ঘাস ফুল ঘাস ফুল
দোলাও কেন মাথা?
মনের আনন্দে রৌদ্রে ভিজে
বিকষিত কর পাতা?
 ১৪ টি
    	১৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৪ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:০৭
১৪ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:০৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
২|  ১৪ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:২৫
১৪ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
অণু কবিতাগুলো এক কথায় দারুণ হয়েছে।
+++++++++++++++++++++++
  ১৪ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:০৭
১৪ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:০৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৩|  ১৪ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:২৮
১৪ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:২৮
হাবিব বলেছেন: অনেক অনেক অনেক +++
  ১৪ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:০৬
১৪ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:০৬
ইসিয়াক বলেছেন: হাবিব ভাই এর দিন গুলি ভালো কাটুক
৪|  ১৪ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৫০
১৪ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৫০
তারেক_মাহমুদ বলেছেন: বাহ সুন্দর অনুকাব্য. লাইক দিলাম।
  ১৫ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:১৩
১৫ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:১৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
৫|  ১৪ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৩১
১৪ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছোটবেলার ছবি ও ছড়া এর কথা মনে পরে গেলো !! অনেক সুন্দর 
  ১৫ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:১৩
১৫ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:১৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
৬|  ১৪ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৪৫
১৪ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: আমার কাছে কবিতা নয় ছড়া মনে হলো।
  ১৫ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:১৩
১৫ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:১৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৭|  ১৪ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:০১
১৪ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:০১
নজসু বলেছেন: 
দারুণ লাগলো প্রিয় ভাই।
  ১৫ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:১৪
১৫ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:১৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:২৪
১৪ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:২৪
私 বলেছেন: দারুন হইছে কাব্য।