নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার গল্প -- মো রফিকুল ইসলাম

০৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৫


[১]
টুপটাপ বৃষ্টি তে ভিজছে একটি কাক শাবক।মুখটা হাঁ করে রাখা আকাশের দিকে।
মাঝে মাঝে ঢোক গিলছে। কাকেরা কি ঢোক গেলে, হয়তোবা ।
সেভাবে জানিনা।গুগলে সার্চ দিলে হয় । ইচ্ছে করছেনা ।
টেবিলের উপর রাখা ফোনটা বাজছে...বাজুক...আজ মনটা ভালো নেই।কিছুক্ষণ আগে বউ সাথে হয়ে গেল এক চোট ঝগড়া।
মহা ঝগড়া।কয়েকটা কাচের প্লেট ক্ষতি গ্রস্ত হয়ে এখনো ছিটিয়ে আছে।বউ কাদছে..।
ক্ষিদে পেয়েছে ...রান্না বান্না শেষ .।ইলিশ খিচুড়ি।দারুণ গন্ধ ছেড়েছে।ক্ষিদেয় যেমন করছে পেট চনমন, তেমনি জিভে আসছে জল।
আমিও কাক শাবকের মতো ঢোক গিললাম।
বঊ এর দিকে তাকালাম।হাসি পাচ্ছে..।কেন তা জানি না। মিচকি হাসি..।বউ এর ভাষায় ফাজিলের হাসি।হা হা হা।
বেহায়া বেশরম লাজ লজ্জা কিছু আছে? তীব্র বাক্যবান ।
কি হলো উত্তর দিচ্ছ না যে..
কি বলবো এনার্জি নেই ঝগড়া করার ।খিদে পেয়েছে।
আর কি পারো খাওয়া আর শোয়া ছাড়া।
একটু বেশি আদি রসাত্মক হয়ে গেল না ।লোকে শুনবে।
শুনুক বেশি করে শুনুক তোমার ভালো মানুষি মুখোশ খুলে পড়ুক।
প্লিজ একটু চুপ করবে ।
না, না, না ।অসুবিধা?
একটু দীর্ঘশ্বাস ছাড়লাম।
নাহহহ.।
মেয়েটা কে ?
আমার অফিসের।
কতদিন চলছে এসব লটর পটর।
ছি কী ভাষা.।
তুমি করলে সমস্যা নেই আর আমি বললেই দোষ।
দেখো আবারো বলছি কোনো রকম বাজে ইঙ্গিত করবে না।জলি আমার হাঁটুর বয়সী।তোমার রুচি এত নিচে নেমে গেছে।
.......................................
জামা পড়ে পায়ে চটি গলিয়ে বেরিয়ে এলাম.।বউ আজ মহা ক্ষেপেছে।সহজে থামবেনা।আর জলিটাও মাথা মোটা।
কেন যে বলতে গেল স্যার এই বরষায় আপনাকে খুব মিস করছি।মেয়েদের কান খুব খাড়া থাকে বিশেষ করে স্বামী যখন
ফোনে কথা বলে।
হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো।
আমি হাটতে লাগলাম অসহায় ভাবে।
........।চলবে



















মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩৯

ভুয়া মফিজ বলেছেন: বউয়ের সাথে দুষ্টু-মিষ্টি ঝগড়া দাম্পত্য সম্পর্কের জন্য ভালো, তবে পরকিয়ায় জড়ালে এই সম্পর্ক এমনটা বেশীদিন থাকবে না। :)

গল্পের শুরুটা ভালো হয়েছে, আগ্রহ পাচ্ছি। চলুক.....দেখি কোথাকার পানি কোথায় গড়ায়!

০৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৪৩

ইসিয়াক বলেছেন: শুভসন্ধ্যা।ধন্যবাদ

২| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫০

মুক্তা নীল বলেছেন:
গল্প নয় যেন বাস্তবের প্রতিচ্ছবি দেখতে পেলাম +++

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৫

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ। সঙ্গে থাকার জন্য।

৩| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১০:৩৭

জুন বলেছেন: সাথে আছি । আরেকটু বড় করে লিখলে পারতেন ।
সাবলীল লেখায় +

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ। সঙ্গে থাকার জন্য।

৪| ০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাবলীলতায় টেনে নিল পাঠে :)

চলুক.....

০৯ ই জুলাই, ২০১৯ রাত ৮:১৫

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: বাস্তবে জীবনে প্রবেশ করার পর প্রেম ভালোবাসার গল্প গুলো বরিং লাগে।

০৯ ই জুলাই, ২০১৯ রাত ৮:১৫

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ০৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

মেঘ প্রিয় বালক বলেছেন: বেশ জমেছিলো ঝগড়া,আরেকটু দীর্ঘ আলাপ চাই।

০৯ ই জুলাই, ২০১৯ রাত ৮:১৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৭| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৪

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর।

০৯ ই জুলাই, ২০১৯ রাত ৮:১৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৮| ১২ ই জুলাই, ২০১৯ রাত ২:২৫

নীল আকাশ বলেছেন: ১ম পর্ব পড়ে গেলাম। কিছু ভুল আছে সেগুলি নিয়ে ইতিমধ্যেই আপনাকে লিখে দিয়েছি!
ধন্যবাদ এবং শুভ রাত্রী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.