নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার গল্প

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৮

[২]



বেল বাজছে ।একবার দুইবার তিনবার আমি বাইরে থেকে শুনতে পাচ্ছি? ওরা কেউ শুনছে না কেন?
কি করছে সবাই?
ঝুম বৃষ্টিতে কী সবাই ঘুমাচ্ছে?
হঠাৎ লক খোলার শব্দ ।
মিতা তার স্বভাব সুলভ হাসি দিলো।
-আরে দুলাভাই যে, কী খবর?এই ভর দুপুরে ?তাও বৃষ্টি মাথায়।আসুন একেবারে কাক ভেজা হয়ে গেছেন দেখছি।
-মুবিন নাই।
-মুবিন কে কী দরকার? আমাকে পছন্দ হচ্ছেনা ?হিহিহি। ভেতরে আসুন।মুবিন দিবা নিদ্রা দিচ্ছে।
-সরি ডিসটার্ব করলাম মনে হয়।
-আরে না আপনার মতো নাকি? আমরা ভর দুপুরে ওসব করি না।
-মানে?.।যা হোক ,খেতে দাও তো, খুব খিদে পেয়েছে।বিনা দাওয়াতে তোমার বাডিতে আজ খাব।
-বউ খেতে দেয়নি?
-তুমি খেতে দেবে কিনা বল?আজ তোমার হাতের রান্না খাব ।অসুবিধা?
-না না,কি অসুবিধা। আপনি এলে তো ভালোই লাগে ।ঝটপট ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসুন ।বাবুও খেতে বসেছে।খেতে খেতে কথা বলি আমিও খাব ,আসুন।
মিতা প্রতিটা কাজ চটপট ঝড়ের গতিতে করতে পারে।তার হাতের রান্নাটা ও বেশ আমি খেতে বসলাম।
মিতার ছেলেটা বেশ শান্ত ।সাধারণত এই বয়সের বাচ্চারা খুব দুষ্টু হয়।ও বেশ গোছানো স্বভাবের।চুপচাপ খেয়ে দেয়ে ও ঘরে চলে গেল।
আজ মিতা কথায় কথায় হাসছে।
-কি ব্যাপার আজ খুব মুডে আছো মনে হচ্ছে?
-তাই নাকি?তো দুলাভাই কী খবর ?কেমন চলছে?
-কোন খবর নেই।
-এটা কিন্তু ঠিক বলেলেন না।চেপে যাচ্ছেন?
-কী?
-আপনি নাকি সেক্স সিম্বল হয়ে গেছেন।প্রেম ট্রেম করে বেড়াচ্ছেন।যাকে বলে বিশ্বপ্রেমিক ।
-কে বলেছে তোমার আপা?
-যেই বলুক সেটা কথানা ঘটনা কী সত্য?
আমি দীর্ঘশ্বাস ছাড়লাম।
এই ব্যাপারে কথা বলতে ইচ্ছা করছে না।
কেন?ও আপনি পিরীত করে বেড়াবেন লুচ্চামি করবেন আর আমরা বল্লেই দোষ?
এসব কী ভাষা?প্লীজ একটু থামবে।
-জলি মেয়েটা কেমন?খুব সুন্দরী?কত দিন ধরে চলছে এসব ফস্টিনস্টি?
-এসব কে বলেছে?
-কে বলেছে ইমপটেন্ট না ঘটনা সত্য কিনা বলেন। ঘটনা সত্য হলে তো পরিস্থিতি ভয়াবহ।আপনি কী বূঝতে পারছেন?নাকি ,না বোঝার ভান করছেন?
-আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না।
আমি চুপচাপ খেতে চেষ্টা করলাম খেতে ইচ্ছা করছে না।..বমি আসছে..গা গুলাচ্ছে।আজকের দিনটা খুব বিচ্ছিরি।আমার মাথা ধরে গেছে।কী আশ্চর্য ! আমি কড়া প্রতিবাদ করতে পারছিনা কেন?আমি কাউকে বোঝাতে পারছি না কেন?
.......চলবে













মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪২

নজসু বলেছেন:



এগিয়ে চলুক...

১২ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০২

ইসিয়াক বলেছেন: আপনি কেমন আছেন? ভালো তে্!

২| ০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: পড়লাম। চলিক---
সাথে আছি।

১২ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


ভালো লাগেনি

১২ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

নীল আকাশ বলেছেন: আপনি কোন দিকে যাচ্ছেন আপনিই ভাল যানেন। পরকীয়া কিন্ত ভালোবাসার বিকৃত রূপ। লেখায় আপনাকে কয়েকটা জায়গায় কাজ করতে হবেঃ-
১। পারলে প্রতিটা কথপোকথন আলাদা আলাদ লাইনে সামনে - হাইফেন দিয়ে লেখার চেস্টা করবেন। এতে প্রেজেন্টেশন ভাল হয়। আপনার লেখার ফরম্যাট ভাল হয় নি। আর দুইজনের কথপোকথনের সময় আলাদা করা ব্যক্তির নাম দেবার দরকার নেই । পাঠক নিজেই বুঝে নেবে কে কোন জন। প্যারা করে লেখার চেস্টা করুন।
২। বানান ভুল গুলি শুধরানোর জন্য পোস্ট দেয়ার আগে প্রিভিউতে একবার মনোযোগ দিতে পড়ে নিবেন।
৩। এটা কি ২য় পর্ব? প্রথমেই [২] কিজন্য?

ধন্যবাদ।

৫| ০৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: দেখি সামনে কি হয়?

১২ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৫

ইসিয়াক বলেছেন: আশা করি অপেক্ষার পালা শেষ হয়েছে।

৬| ১২ ই জুলাই, ২০১৯ রাত ২:৩২

নীল আকাশ বলেছেন: সিরিয়াল ধরে ২টাও পড়ে গেলাম। ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.