নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার গল্প

০৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪


[৪]
যেতে যেতে আমি জলিকে কি বলবো বুঝতে পারছিনা। মানা্ও করতে পারছি না। কি করে বোঝাবো কী কঠিন অবস্থার মধ্যে আছি।
আর কাউকে কি বলা যায় এখন আমার বাসায় যাওয়া যাবে না ।আমার বউ বকবে বা এধরনরে কিছু....দ্রুত ভাবতে হবে ...আমার সিচুয়েসন ম্যানেজ করার অসম্ভব দক্ষতা আছে, কিন্তু আজ কোন কিছুতে কিছু কাজ হচ্ছেনা । পরিস্থিতি আমার হাতের বাইরে।অসহ্য ব্যাপার...
-কি রে কি ভাবছিস ?
-না তেমন কিছু না ...আসলে একটা কথা বলার ছিল ।
-বল ,এমন দ্বিধা করছিস মনে হচ্ছে প্রেম নিবেদন করবি।
-আসলে বউ এর সাথে আমার খুব ঝামেলা চলছে।
-কি নিয়ে ?কবে থেকে?
-না না মানে আজ .....
-মিটিয়ে নে।বউ থাকলে তো ঝামেলা হবেই...বউ মানেই ঝামেলা......
-আমার বউ সে রকম না ঝামেলা টামেলা করে না কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে ।
-কি প্রবলেম ?সিরিয়াস কিছু ?
-অফিসের আমার একজন কলিগ আছে নাম জলি ।
-জলি ?ইন্টারেসটিং আমার নামে নাম ।তারপর।
-মেয়েটা একটু পেছন পাকা টাইপের ,ফাজিল টাইপের বলতে পারিস।কথায় কথায় লেগ পুলিং করে । বেফাস কথা র্বা্তা বলে । আমি অবশ্য প্রশ্রয়ও দেইনি আবার মানাও করিনি । বরং মজাই লাগতো। কিন্ত এসব কথা বউ কানে চলে গেছে..
- ও আর তু ই বউ এর ভয়ে পালিয়ে বেড়াচ্ছিস হা হা হা ।
-আরে না ধ্যাৎ ।
-তাহলে ভয় পাচ্ছিস কেন?
-কে অশান্তি চায় বল? আর আমার বউ খুব ভালো মানুষ টাইপের ।সহজে রাগে না .একেবারে মাটির মানুষ । তবে রেগে গেলে আমি সামলাতে পারি না ।
-ভালো তো।
আর বউকে আমি খুব ভালো বাসি....খারাপ লাগছে খুব ,কি যে করবো কিছু বুঝতে পারছিনা।
-কুচ পরোয়া নেই চল দেখি কি করা যায়।
গাড়ি এগিয়ে চলছে দুরন্ত গতিতে ।সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ।আমরা অনেক জায়গা ঘুরলাম। অনেক দিনের জমানো অনেক কথা শেয়ার করলাম । আর মাঝে মাঝে উল্লেখ করতে লাগলো তুই আমাকে চিনতে পারিসনি আমি কিন্তু তোকে ঠিকই চিনেছি ।অবশেষে অনেক পথ ঘুরে বাসার সামনে গাড়ি থেকে নামলাম । বড্ড বেশি চুপচাপ চারপাশ। গাড়ি থেকে নেমে জলি আমার দিকে তাকালো ..
-তোদের পাড়াটা বেশ চুপচাপ তো। এই বাড়িটা ? কয় তালায় ?
-তিন তালায়।
আমরা সিড়ি ভাঙতে লাগলাম । দোতালার সিড়িতে পা দিতে জলি আমার হাত টা ধরলো । আমি একটু অবাক হলাম ।
-কি রে?
-এই গুলো ধর ।
আমি জলির হাতের উপহার এবং ফুলগুলি ধরলাম । এগুলো সে পথের মাঝে গাড়ি থামিয়ে কিনেছে ।হঠাৎ সে বলল
-আমি এখন আসি।
-কেন কি হয়েছে?
-কিছুনা ।এগুলো বউ এর জন্য নিয়ে যা, সরি বল।ছোট ছোট ভুল গুলো শুধরে নে, দেখবি সব ঠিক হয়ে যাবে।আজ আমি যাব না রে।আজকের দিনটা তোদের একান্ত নিজের হোক। মান অভিমান কাটুক ।তারপর একদিন আসা যাবে। আসলে এখনকার এই অস্থির সময়ে সম্পর্কটা টিকিয়ে রাখাটা খুব জরুরি।
জলি আস্তে আস্তে সিড়ি ভেঙে নিচে নামতে লাগলো ।এক সময় ও আমার খুব ভালো বন্ধু ছিলো ।আজও ও আমার খুব ভালো বন্ধু।জলির প্রতি কৃতজ্ঞতায় আমার চোখ ভিজে গেল। আমি চোখ মুছে ডোর বেল বাজালাম। এখন মনটা হালকা লাগছে।.......[সমাপ্ত]
https://www.somewhereinblog.net/blog/Rafiqvai/30277512
https://www.somewhereinblog.net/blog/Rafiqvai/30277519
https://www.somewhereinblog.net/blog/Rafiqvai/30277537

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: জলিকে বুঝানোর দরকার নাই।
ভালোবাসা থাকলে এমনিতেই সব কিছু বুঝে যাওয়ার কথা।

০৮ ই জুলাই, ২০১৯ রাত ৮:১০

ইসিয়াক বলেছেন: শুভ সন্ধ্যা রাজিব ভাই । আমার এই অগোছালো লেখা গুলো কষ্ট করে পড়ার জন্য । অনেক ধন্যবাদ

২| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ৮:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: লিখতে থাকুন। ভালোই লেগেছে। আপনার আরো গল্প পড়ার সুযোগ করে দিন।

০৮ ই জুলাই, ২০১৯ রাত ৮:২৭

ইসিয়াক বলেছেন: শুভ সন্ধ্যা ।

৩| ০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুভ সন্ধ্যা রাজিব ভাই । আমার এই অগোছালো লেখা গুলো কষ্ট করে পড়ার জন্য । অনেক ধন্যবাদ

ভালো থাকুন। সুস্থ থাকুন।

০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

ইসিয়াক বলেছেন:

৪| ১০ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০৫

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।

১০ ই জুলাই, ২০১৯ রাত ৯:০২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ । শুভ সন্ধ্যা ।

৫| ১২ ই জুলাই, ২০১৯ রাত ২:৫০

নীল আকাশ বলেছেন: যাক একটা গল্প তো শেষ করতে পেরেছেন!
পুরো গল্প নিয়ে একসাথে কিছু কথা-
১। কী না কি হবে। অনেক জায়গায় একই ভুল করেছেন।
২। শেষ ফিনিসে আরেকটু ট্যুইস্ট থাকলে ভাল হতো।
৩। ছবি গুলি আরও অর্থবহ দেবার চেস্টা করবেন।
৪। গল্পের নামকরনের পরে আপনার পুরো নাম দেবার দরকার আছে কি? ব্লগে সবাই আপনার ব্লগার নাম ধরেই চিনবে। আরেকটা নাম দেখলে মনে করবে অন্য কারও লেখা কপি পেস্ট!
৫। লিংকগুলি ঠিকমতো হয় নি। কিভাবে লিংক দিতে হয় সেটা ব্লগের সাহায্যে লেখা আছে। উদাহরন হিসেবে আমি একটা দিলাম। দেখুন - আপনার জন্য উদাহরণ -

আরও লিখুন। যত লিখবেন ততই হাত খুলে যাবে। ছোটখাট সমস্যা ঘনঘন লিখতে থাকলেই ঠিক হয়ে যাবে।
আর অবশ্যই ব্লগে বেশি বেশি পড়ুন। যেই ধরনের লেখা লিখতে চান ঠিক সে ধরনের লেখা বকগ এবং ইন্টারনেটে পড়ুন।
কি আর কতটুকু লিখতে হবে আন্দাজ পেয়ে যাবেন।

ধন্যবাদ এবং শুভ রাত্রী।

১২ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৭

ইসিয়াক বলেছেন: আমার লেখা সময় নিয়ে পড়েছেন । অনেক মনোযোগ দিয়ে পড়েছেন ।অনেক পরামর্শ দিয়েছেন । সব গুলো খুবই দরকারি। আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি কোন লেখাতে সময় দিতে পারিনা । ইচ্ছা হলেও পারিনা । তবে আপনার পরামর্শ বা উপদেশ আমাকে খুব আবেগ আপ্লুত করেছে । ধন্যবাদ দিয়ে আর ছোট করব না ।আপনার পরামর্শ আমি মেনে চলার চেষ্ঠা করব। সদা সুস্থ থাকুন এবং ভালো থাকুন । শুভকামনা রইল।

৬| ১২ ই জুলাই, ২০১৯ রাত ৯:১০

পদাতিক চৌধুরি বলেছেন: দুই বন্ধু তুইতোকারি করে কথা বলছে তার মাঝখানে 'ফাজিল বলতে পারো' অর্থাৎ তুমি বলে সম্বোধনটা বেমানান লাগলো।
এমনিতে প্রচেষ্টা ভালো লিখতে থাকুন।

নীল আকাশ ভাইয়ের সাজেশনগুলি ফলো করলে আশা করি খুব দ্রুত রেজাল্ট পাবেন।

শুভকামনা জানবেন।

১২ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩৩

ইসিয়াক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । শুভসন্ধ্যা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.