নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

১৬ কোটি মানুষের সবাই কি ঘুমাচ্ছে ????????

১২ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫৪


অদ্ভুত এক সময়ের মধ্য দিয়ে চলেছি আমরা
চারদিকে শুধু আধার আর আধার ।।
এ আধারের শেষ বুঝি নেই ---
নেই কোন পরিত্রাণ।
কত দুর আলোর সে পথ?
আমি সম্মান নিয়ে বাচতে চাই !
আমরা সম্মান নিয়ে বাচতে চাই!!
আমি ধর্ষিতাদের কাতারে দাড়াতে চাই না।
চারিদিকে এত লোলুপ দৃষি্ট......এত হায়েনা চিল শকুন কোথায় ছিল?
আজ এই শত বরর্ষের দ্বারপ্রান্তে এসে আমি....
ওতো ..ওরাতোআমার ই্ সন্তানের সন্তান ।
কি করে পারলো.............................
আমি অতশীপর একশো বছরের বৃদ্ধ
আর কিছুদিন পর মৃত্যুর হিমশতিল স্পর্শ আমায় টেনে নেবে...
আমার দিকে কিভাবে ওরা এভাবে লোলুপ দৃষ্টি দিলো..
কোথায় আজ মানবতা,কোথায় আজ মনুষত্ব্য
মুক্ত স্বাধীন এ দেশে একাত্তররে হায়েনাদের প্রেতাত্মা কি করে ঘুরে বেড়ায়?
কেউ কি দেখার নেই...
হায় সেলুকাস ! কি বিচিত্র দেশ..
১৬ কোটি মানুষের সবাই কি ঘুমাচ্ছে ????????

=====দুঃখিত ভুলের কারণে ব্লগটি মুছে গিয়েছিল । আবার পোষ্ট করা হলো।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৯ রাত ১০:০৬

মাহমুদুর রহমান বলেছেন: সব জেগে আছে কেবল চোখে আর বিবেকে ধূলা জমেছে।

১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৭:৪১

ইসিয়াক বলেছেন: শুভসকাল । ধন্যবাদ

২| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৭:৪৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
ঘুমাচ্ছেতো বটেই।
অন্ধত্ব আর দলীয় বৃত্তাবদ্ধে যখন চেতনার আফিম স্বার্তবাদীতায় ব্যহুত হয়
যখন সত্য আর গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হয়
যখন ভিন্নমতে বিরোধী মতে গুম খুন দুমন পীড়ন জেল হয়
স্বৈরাচারিতা যখন জেকে বসে
রাতের আঁধারে ফায়সালা হয় জনমতের
তখন মানুষ মানবতা সব ভয়ের কোমায় চলে যায়!

এখন যা ঘটছে নিউটনের তৃতীয় সূত্রের প্রতিক্রিয়া মাত্র্
সেঞ্চুরিয়ান মানিষ যখন ধর্ষনে সেঞ্চুরি করে পুরষ্কার পায় সরকারী চাকুরী
তখন বাকীরা কি সিগন্যাল পায়!
যখন বিশ্বজিতের হত্যাকারীরা পায় খালাস
যখন সাগর রুনির চার্জমীটই দাখীল হয়না ১২ বছরে

তখন আমজনতার দিকে আঙুল তোলা অপরাধ বৈকি!



১৩ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৬

ইসিয়াক বলেছেন: হায় সেলুকাস কি বিচিত্র এই দেশ !!!

৪| ১৩ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১১

অর্থনীতিবিদ বলেছেন: যাদের হাতে আছে কিছু করার ক্ষমতা তারা ঘুমাচ্ছে আর যাদের কিছু করার নেই তারা জেগে আছে। সমস্যা হচ্ছে এই দ্বিতীয় দলের লোকসংখ্যাই বেশি যার ফলে বড় বড় অন্যায়গুলো প্রতিনিয়ত পার পেয়ে যাচ্ছে।

১৩ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩১

ইসিয়াক বলেছেন:
শুভসন্ধ্যা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.