নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আত্মউপলব্ধি

১৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩১


বরষার দিনে বরষা নাই
দারুন খরা চারিপাশ
চাতকের মত চাহিয়া আকাশ পানে
বরষার অভিলাষ ।
ভেবেছিনু কত কবিতা রচিব
তব ঝরঝর বাদলও দিনে,
কবিতা সব ছিকায় উঠিয়াছে
তীব্র তাপ দাহ গরমে।।
হা হা হা হা প্রকৃতির নেই দোষ
আমরা মানব জাতি
বড় বেশী স্বার্থবাজ
ভাবি বেশী নিজ লাভ ক্ষতি।
প্রকৃতির কাজ প্রকৃতি করিয়াছে
যেমন চালাইবে সে চলিবে সেইতো তার কাজ,
তবে কেন মোরা এমন আফসোস করি
এত বক্তৃতা দেই আজ ।।


মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৯ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৪৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছ।

২| ১৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:২০

জুন বলেছেন: সত্যি কথাই কবিতার মাঝে তুলে ধরেছেন ইসিয়াক ।
+

১৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:২৪

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছ। ধন্যবাদ

৩| ১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০০

সেলিম আনোয়ার বলেছেন: বক্তৃতা / বকৃতা ..বক্তৃতা হবে। সুন্দর কবিতা ।

১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৪| ১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

নীল আকাশ বলেছেন: "বাদল ও দিনে" হবে না বাদলও দিনে হবে?
সহজ সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করেছেন।
ধন্যবাদ।

১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

ইসিয়াক বলেছেন: ভুল সংশোধন করা হলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.