![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x
বরষার দিনে বরষা নাই
দারুন খরা চারিপাশ
চাতকের মত চাহিয়া আকাশ পানে
বরষার অভিলাষ ।
ভেবেছিনু কত কবিতা রচিব
তব ঝরঝর বাদলও দিনে,
কবিতা সব ছিকায় উঠিয়াছে
তীব্র তাপ দাহ গরমে।।
হা হা হা হা প্রকৃতির নেই দোষ
আমরা মানব জাতি
বড় বেশী স্বার্থবাজ
ভাবি বেশী নিজ লাভ ক্ষতি।
প্রকৃতির কাজ প্রকৃতি করিয়াছে
যেমন চালাইবে সে চলিবে সেইতো তার কাজ,
তবে কেন মোরা এমন আফসোস করি
এত বক্তৃতা দেই আজ ।।
১৯ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৪৫
ইসিয়াক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছ।
২| ১৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:২০
জুন বলেছেন: সত্যি কথাই কবিতার মাঝে তুলে ধরেছেন ইসিয়াক ।
+
১৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:২৪
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছ। ধন্যবাদ
৩| ১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: বক্তৃতা / বকৃতা ..বক্তৃতা হবে। সুন্দর কবিতা ।
১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৪| ১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
নীল আকাশ বলেছেন: "বাদল ও দিনে" হবে না বাদলও দিনে হবে?
সহজ সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করেছেন।
ধন্যবাদ।
১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
ইসিয়াক বলেছেন: ভুল সংশোধন করা হলো
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।