নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আকুতি
শূন্য আকাশে চাতক পাখি
উড়িতে উড়িতে কয়
মেঘ তুমি একত্রিত হয়ে
ভেজাও বরষায়।।
অভিব্যক্তি
তীব্র দহনে পোড়ে প্রকৃতি
মানুষ ও গাছপালা
আশার ছলনে ভোলায় কেবলি
দুষ্টু মেঘমালা।।
প্রশ্ন
মেঘ তুমি দখিনা বাতাসে
ভেসে এলে বটে
বৃষ্টি কেন নিয়ে এলে না
এই ধরনী তটে?
কারণ
বন উজাড়,বৃক্ষ সাবাড়
কত না অনিয়ম অনাচার।
প্রকৃতি আজ রুদ্র কেবলি
এতো তারই উল্লাস উপহার।
অভিমান
মেঘ আসে মেঘ চলে যায়
বৃষ্টির নাই দেখা
মেঘ মালা কি করে ঝরিবে ?
কার আকর্ষণে ঝরিবে?
কোথায় ,কোথায় তার সখা?
উপলব্ধি
সারা পৃথিবীতে আজ নির্বিচারে
সমানে বৃক্ষ নিধন
প্রকৃতি তাই রুষ্ট যে হায়
খরা যে তার প্রতিফলন।
ফলাফল
প্রযুক্তি হয়তো বিকল্প ভাবনায়
সাময়িক সুখ দেয়
কালে কালে এর প্রতিফলন
মহা বিপর্যয়ে রূপ নেয়।
জলহীন পৃথিবী ,আসিতেছে সময়
কঠিন বাস্তবতা
জল চাই জল, পানীয় জল
সবিনয় আকুলতা
১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা
২| ১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। ছন্দে ছন্দে শিরোণামে দারুন উপস্থাপনা ।
১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ।শুভকামনা রইলো।
৪| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ।শুভসন্ধ্যা
৫| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৮
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
চমৎকার একটি কবিতা লিখেছেন প্রাকৃতিক বিপর্যয় নিয়ে ।
স্তবকগুলো শিরোনামের সাথে একেবারেই মানান সই।
জনে রাখুন, প্রকৃতির গায়ে হাত পড়লে প্রকৃতি কাউকে ছেড়ে কথা কয়না, নিরবে প্রতিশোধ নিয়ে থাকে, আজ অথবা কাল!
১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:৫০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ। শুভসন্ধ্যা
৬| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩০
ল বলেছেন: চমৎকার
২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৬
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
৭| ২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।শুভসন্ধ্যা
মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫৬
ইসিয়াক বলেছেন: আবার ও ধন্যবাদ
৮| ২০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি ভাই,
এখনো পর্যন্ত যত গুলি আপনার কবিতা পড়েছি তার মধ্যে এটাকেই সর্বোৎকৃষ্ট মনে হয়েছে। কবিতার মধ্যে সুন্দর একটি বার্তা আছে।
আমাদের মধ্যে সচেতনতার প্রসার ঘটুক। আমরা আরো বেশি প্রকৃতির প্রতি যত্নশীল হয়ে উঠি।
শুভকামনা জানবেন।
২১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১৮
ইসিয়াক বলেছেন: কি লিখবো? আমার প্রত্যেক লেখাতে খুব বেশী তাড়াহুড়ো করি।লেখা হয়ে গেলে সেটার প্রতি আর কখনোই আগ্রহ থাকে ।এজন্য লেখাগুলো ......।অদ্ভুত টাইপের বলতে পারেন। হাহাহা। শুভসকাল ।
৯| ২০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।শুভসন্ধ্যা
শুভ সন্ধ্যা বললেন যে??
আপনি কি বিদেশে থাকেন??
২১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১২
ইসিয়াক বলেছেন: না না না।আমি দেশেই থাকি। যশোর শহরে...আর সব কাজেই ভুল করতে ওস্তাদ তো ।সরি এবং শুভ সকাল।৯:০৩
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
মানুষ পানিকে দুষিত করছে, ঢাকার মানুষ বুড়িগংগায় পায়খানা করেন; এসব পানি থেকে বৃষ্টি হলে, সমস্যা হবে।