নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। বিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

খোকার ইচ্ছে

২১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৮


পাঠ্যবই খুলে দেখি
অক্ষর গুলো ভারি ভারি
পাতায় পাতায় জমে আছে
ছবি রকমারি।।

পড়া লেখা এত ঝামেলা
কে জানে কার সৃষ্টি?
পাঠে আমার মন বসে না
অনত্র যায় দৃষ্টি।।

বাতাস কেন দিচ্ছে হাওয়া
শনশন আওয়াজে ?
আকাশ কেন ভারী হয়
মেঘ গুড়গুড় বাজে?

সাঝ আকাশে চাঁদ ওঠে
সূ্‌র্য কোথায় হারায়?
জোনাক পোকা আঁধারেতে
কোথায় আলো পায়?

হতো ভালো ইচ্ছে মতো
খেলতাম আর ঘুরতাম
মা বলে,"কেন বুঝিস না
লেখা পড়ার দাম"?

ধনসম্পদ টাকা পয়সা
গয়না বাড়ি গাড়ি
হারিয়ে যাবে এক নিমেষে
প্রমান ভুরি ভুরি।।

লেখা পড়া বিদ্যা বুদ্ধি
অমূল্য সম্পদ
সব হারালেও বিদ্যা তোমার
জন্য নিরাপদ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার লেখা ভালো লাগে।

২১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:২৭

ইসিয়াক বলেছেন: : অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

২| ২১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:০১

জগতারন বলেছেন:
কবি ইসিয়াক-এর এই খোকার ইচ্ছে কবিতাটি দ্বিতীয় শ্রেনী বাংলা বইতে সংযোজন করার আবেদন করিতেছি।

২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

ইসিয়াক বলেছেন: প্রিয় আকিম ভাই,
আমি সত্যি অবাক । আপনি কী আমাকে মনে করতে পারছেন?
একটা কৃতজ্ঞতা জানাবার ছিলো ।আপনার মাধ্যমেই আমি কিন্তু সামু ব্লগের সন্ধান পাই।বিরক্ত হবেন ভেবে আমি আপনাকে মেইল দেইনি। আসলে আমি জানতাম না আমার লেখা গুলো কোথায় পাঠাবো বা লিখবো এর আগে আমার লেখা অনেক কবিতা গল্প
প্রকাশিত হবার আগেই নষ্ট হয়ে বা হারিয়ে গেছে।যা হোক আপনাকে শত শত সালাম ও কৃতজ্ঞতা জানাই।আপনার জন্যই আমার লেখা গুলোর অনেকে পড়ছে।আশা করি আমার লেখা গুলো পড়বেন।আমার ব্লগে আপনাকে স্বাগতম। হিসাবে এটা তো আপনার ই ব্লগ।ধন্যবাদ।
মো রফিকুল ইসলাম

৩| ২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩৬

জগতারন বলেছেন: আ-রে !
এ দেখি কবি ইসিয়াক ভাই সাহেব!!
বিশ্বাস করুন আমি ঠাহরই করিতে পারি নাই যে সেই কবি ইসিয়াক।
আপনার সাথে আমি ডাল্লাসে থাকা কালীন জী-মেইলে যোগাযোগ হইয়াছিল।
আমি এক্ষন ঢাকায় (ঢাকা উদ্দান-এ) অবস্থান করিতেছি।
শীগ্রই আমি আবার চলে যাবো।

জী-মেইলে যোগাযোগ করিবেন, ফোন নম্বর দিবো।
ডল্লাস যাওয়ার আগে একবার সাক্ষাত করিবার ইচ্ছা রহিল।

২২ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০৬

ইসিয়াক বলেছেন: প্রিয় আকিম ভাই,
আমি সত্যি অভিভূত।এখন কিছু লিখতে পারছি না ।আপনাকে খুব শিঘ্রী মেইল করবো ।আসলে স্কুলে দুই এক দিনে মধ্যে মাসিক পরীক্ষা শুরু হবে।তার উপর আমি graphic design এ কোর্স করছি। পড়াশোনার খুব চাপ। দেখা নিশ্চয়ই হবে।


ধন্যবাদ
মো রফিকুল ইসলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.