|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

মন মোর চায় ,প্রতি সন্ধ্যাবেলায়
পুঁথি নিয়ে বসি পিড়িতে
চুপি চুপি পায়,লাল আলতায়
মাখামাখি তুমি মাটির সিড়িতে ।।
এখন কি হবে? বুঝিনি তো আগে
তুমি কাঁপো ভয়ে থরোথরো
আমি বলি কানে মুখে,ভেবোনা তুমি, ওকে 
তবু তুমি ভয়ে লাজে মরোমরো ।।
কেরোসিনের আলো, তোমার রূপ বাড়ালো
লাল পেড়ে শাড়িতে তোমায় মানিয়েছে বেশ
তুমি দেখো আমি দেখি , হাসি লাজে মাখামাখি
হাত খানি ছুঁতেই হঠাৎ কড়া নির্দেশ ।।
কি হচ্ছে কি এখন , করেছি না বারন ?
মেলামেশা যাবে না , ওর আর তোমার
তোমার চোখ ছলো ছলো, কি জানি কি হলো
দিলে ছুট সেই, ফিরলে না  আজও আর ।।
পরস্ত্রী তুমি সেকথা জানি, মানে না মোর ছোট প্রাণখাণি
ভাল থেকো তুমি ,ভালো রইবো আমি ,দিলাম কথা প্রাণমণি।।
 ১৮ টি
    	১৮ টি    	 +৫/-০
    	+৫/-০  ২৬ শে জুলাই, ২০১৯  দুপুর ১২:০২
২৬ শে জুলাই, ২০১৯  দুপুর ১২:০২
ইসিয়াক বলেছেন: আজ পোষ্ট দিতে চাইনি । ভুল শোধরাবার আগে পোষ্ট হয়ে গেল। আপনার সহযোগিতা আমি সত্যি  ভুলবোনা ।
ভালো থাকবেন ।
অনেক ধন্যবাদ ।
২|  ২৬ শে জুলাই, ২০১৯  দুপুর ১২:৩৬
২৬ শে জুলাই, ২০১৯  দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
  ২৬ শে জুলাই, ২০১৯  দুপুর ১২:৫৫
২৬ শে জুলাই, ২০১৯  দুপুর ১২:৫৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
৩|  ২৬ শে জুলাই, ২০১৯  দুপুর ১:৫৬
২৬ শে জুলাই, ২০১৯  দুপুর ১:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন: ছবিতে মাটির ঘরটা খুব মনে ধরেছে।
  ২৬ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:৪৬
২৬ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:৪৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৪|  ২৬ শে জুলাই, ২০১৯  বিকাল ৩:৩৪
২৬ শে জুলাই, ২০১৯  বিকাল ৩:৩৪
মিথী_মারজান বলেছেন: প্রথম তিন স্তবকে তো তুমিতে আর আমিতে'র প্রেম কাহিনী দারুণ লাগছিল।
শেষ দুটি স্তবক পড়ে তো মন্তব্য করা দায়!
  ২৬ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:৪৬
২৬ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:৪৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৫|  ২৬ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:২১
২৬ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:২১
পদাতিক চৌধুরি বলেছেন: 
হাহাহা বেশ লাগলো। ++ 
পোস্টে দ্বিতীয় লাইক।
 শুভকামনা জানবেন।
  ২৬ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:৪৫
২৬ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:৪৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৬|  ২৭ শে জুলাই, ২০১৯  ভোর ৬:৪২
২৭ শে জুলাই, ২০১৯  ভোর ৬:৪২
জগতারন বলেছেন: 
কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম।
কবির প্রতি অভিন্দন জানাই।
- কবি ভাই, আমি এখন ডাল্লাসে।
  ২৭ শে জুলাই, ২০১৯  সকাল ৭:৩৮
২৭ শে জুলাই, ২০১৯  সকাল ৭:৩৮
ইসিয়াক বলেছেন: অনেক শুভেচ্ছা আপনাকে ।মনটা খুশিতে ভরে গেল।মেইল চেক করুন।
ভালো থাকবেন ।শুভকামনা।
৭|  ২৭ শে জুলাই, ২০১৯  সকাল ৯:৩৯
২৭ শে জুলাই, ২০১৯  সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকুন।
  ২৭ শে জুলাই, ২০১৯  সকাল ৯:৪৫
২৭ শে জুলাই, ২০১৯  সকাল ৯:৪৫
ইসিয়াক বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ। আপনি আমার প্রতিটি লেখা পড়েন কমেন্ট করেন এবং পাশে থাকেন ।এজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই।
সব সময় আল্লাহ আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন।
ভালো থাকবেন।
আর হ্যাঁ আমার লেখায় সত্যি সত্যি আপনার কমেন্টের অপেক্ষায় থাকি। 
ধন্যবাদ
৮|  ২৭ শে জুলাই, ২০১৯  সকাল ৯:৫৯
২৭ শে জুলাই, ২০১৯  সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ। আপনি আমার প্রতিটি লেখা পড়েন কমেন্ট করেন এবং পাশে থাকেন ।এজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই।
সব সময় আল্লাহ আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন।
ভালো থাকবেন।
আর হ্যাঁ আমার লেখায় সত্যি সত্যি আপনার কমেন্টের অপেক্ষায় থাকি। 
ধন্যবাদ 
আমি অবশ্যই মন্তব্য করবো।  এটা আমার দায়িত্ব।
  ২৭ শে জুলাই, ২০১৯  সকাল ১০:০১
২৭ শে জুলাই, ২০১৯  সকাল ১০:০১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৯|  ২৭ শে জুলাই, ২০১৯  সকাল ১০:১১
২৭ শে জুলাই, ২০১৯  সকাল ১০:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো। ++
আবছা আলো ছায়ায় সেই প্রিয় মুখ , সত্যিই কি অচেনা ?
  ২৭ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:৫৯
২৭ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:৫৯
ইসিয়াক বলেছেন: কে জানে ? হয়তো চেনা নয়তো নয়।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৯  সকাল ১১:৫০
২৬ শে জুলাই, ২০১৯  সকাল ১১:৫০
নীল আকাশ বলেছেন: পুঁথি, কাঁপো, কি হচ্ছে এখানে, মেলামেশা, জানি না কি হলো - ঠিক করুন।
দিলে সেই ছুট, ফিরলে না আজও আর! - কেমন হতো!
শুভ সকাল!