নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

তোমার আমার বসন্তদিনে

২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৪৬


বসন্তদিনে এসেছিলে তুমি
অনেকটা ভালবাসা নিয়ে
সাহস করিনি মূল্য দেইনি
ভুল করেছি ফিরায়ে দিয়ে।।

জীবন ছিলো আঁধার কালো
তুমি ছড়াতে চেয়েছিলে আলো,
বন্ধু তুমি কেমন আছো ?
নিশ্চয় অনেক ভালো।।

পথ চলার এই জীবনের বাঁকে
শত শত ভুলের পংতিমালা
সময়ের প্রয়োজনে গড়িয়েছে
হাজার বেদনা অশ্রু জ্বালা ।।

ভুলে গেছি মুখ ,তবু লাগে সুখ
এখনো রেখেছি মনে তারে,
জীবন বদলায়, সময় বদলায়
স্মৃতি কভূ ভোলেনারে।।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৫০

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
আপনার কবিতা পড়ে দিন শুরু করলাম।
সুন্দর কবিতা।
সহজ সরল সুন্দর।

২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৫

ইসিয়াক বলেছেন: শুভ সকাল ।
বৃষ্টির দিন দী্র্ঘ হোক

২| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

২৮ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

ইসিয়াক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৫

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২৮ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ।আশা করি সাথে থাকবেন

৪| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১০:১২

জগতারন বলেছেন:
কবি ভাই;
কবিতা ভালো পাইলাম।
আপনার প্রতিটি কবিতা আমাকে মুগ্ধ করে।
আমি কবি নই তাই কবিতার সমালোচনা করতেও জানি না।
আমি পড়াশুনা করেছি এ্যাভিয়েশন ইঞ্জিয়ারিং টেকনোলজি নিয়ে।
উড়োজাহাজ হেলিকপ্টার প্রস্তুত প্রনালীতে চাকুরী করেছি ২৭ বছর।
ব্লাকহাওয়াক ও বর্তমান সমর ক্ষেত্রের সন্ত্রাস এ্যাপাচি হেলিকপ্টার
সমন্ধে আমার পর্যাপ্ত অভিজ্ঞতা হয়েছে।
ভসবছি ইউটিউব চ্যানেল-এ উড়োজাহাজ উড়া বিদ্যা নিয়ে একটি
সিরিজ চালু করবো। দু:খের বিষয় এখনও কর্মক্ষেত্র থেকে পুরো অবসর নিতে পারি নি। চেষ্টা করছি।
আই-ফোন দিয়ে লগইন করলাম, বেশী কিছু লিখতে পারছি না।
আই-ফোন দিয়ে ব্লগং করার অভ্যাস নেই।

২৮ শে জুলাই, ২০১৯ রাত ১০:২২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ। সাথে থাকুন ।
শুভ কামনা

৫| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১০:১২

জগতারন বলেছেন:
কবি ভাই;
কবিতা ভালো পাইলাম।
আপনার প্রতিটি কবিতা আমাকে মুগ্ধ করে।
আমি কবি নই তাই কবিতার সমালোচনা করতেও জানি না।
আমি পড়াশুনা করেছি এ্যাভিয়েশন ইঞ্জিয়ারিং টেকনোলজি নিয়ে।
উড়োজাহাজ হেলিকপ্টার প্রস্তুত প্রনালীতে চাকুরী করেছি ২৭ বছর।
ব্লাকহাওয়াক ও বর্তমান সমর ক্ষেত্রের সন্ত্রাস এ্যাপাচি হেলিকপ্টার
সমন্ধে আমার পর্যাপ্ত অভিজ্ঞতা হয়েছে।
ভসবছি ইউটিউব চ্যানেল-এ উড়োজাহাজ উড়া বিদ্যা নিয়ে একটি
সিরিজ চালু করবো। দু:খের বিষয় এখনও কর্মক্ষেত্র থেকে পুরো অবসর নিতে পারি নি। চেষ্টা করছি।
আই-ফোন দিয়ে লগইন করলাম, বেশী কিছু লিখতে পারছি না।
আই-ফোন দিয়ে ব্লগং করার অভ্যাস নেই।

২৮ শে জুলাই, ২০১৯ রাত ১০:২৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ। সাথে থাকুন ।
শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.