|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমার নাম রূপসী !!!!!
কুমারী রূপসী রানী দাস।
হা ভগবান ভাগ্যের কী পরিহাস।
এত বড় ঠাট্টা তুমি করতে পারলে আমার সাথে? 
আমিতো এখন আর রূপসী নই । আমি এখন রাক্ষসী।
আমায় দেখলে লোকে এখন মুখ ফিরিয়ে নেয়।
হাসে। মুখে কাপড় চাপা দেয়।
বাচ্চারা ভয়ে চিৎকার দিয়ে ওঠে!!!
আমি কি পারবো আর কোন শিশুকে কোলে তুলে নিতে,কোনদিন ?
আমার কি একটা সংসার হবে ? স্বামী সন্তান নিজের সংসার। নিজের একটা সন্তান !!
ফুটফুটে..কোল জুড়ে রইবে..।আমায় দেখে কি সে চিৎকার দিয়ে কেঁদে উঠবে?
আমি কখনো ভাবতেই পারিনি এমন একটা দিন আসবে আমার জীবনে।
আমি ভুলেও কল্পনা করিনি
আমি চেয়ে ছিলাম ,আমি চেয়ে ছিলাম, অনেক অনেক লেখা পড়া শিখব,বড় হব আর.....।
এরকম হাজারটা স্বপ্ন ছিলো।
আমিও খোলা মাঠে দৌড়াতে ভালোবাসতাম।
আমি নদীতে সাঁতার কাটতে ভালোবাসতাম। আর ভালোবাসতাম ফুল.....
ওরা আমায় রোজ জ্বালাতো রোজ ,বিশ্বাস করুণ আমি সব মুখ বুজে সইতাম....
আমি জানি প্রেম ভালোবাসা পাপ নয়, কিন্তু ওকে,কাজল নাম তার, তাকে আমি কখন ই সেরকম ভাবিনি ।
আমার নিজের পছন্দ অপছন্দ আছে। আমি তাকে ভালবাসি,ভালোবাসতাম ।
যখন সে জানলো সে আমাকে পাবে না, তখন সে ক্ষিপ্ত হয়ে গেল ।
হায়েনার মতো আচরণ শুরু করলো...
দিনে দিনে তার অত্যাচার বেড়েই চলল..।চেয়ারম্যানের ছেলে বলে কথা।
আমি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করলাম.....
একদিন রাতে শুয়ে আছি..। জানালা খুলে , বড্ড গরম পড়েছিলো সেদিন.........।
তীব্র জ্বালায় ঘুম ভেঙ্গে গেল আমার..।সে কি জ্বালা..আর চীৎকার!!! 
শত সহস্র প্রদীপের আগুনে যেন আমার মুখ ঝলসে গেল!!!!!
আমি নিমেষে আমার জীবনের সব হারালাম ।
আমি অজ্ঞান হয়ে গেলাম ।
আমি এসিড সন্ত্রাসের শিকার হলাম ।
ছবি গুগোল থেকে
 ২৬ টি
    	২৬ টি    	 +৮/-০
    	+৮/-০  ২৮ শে জুলাই, ২০১৯  রাত ১০:২৬
২৮ শে জুলাই, ২০১৯  রাত ১০:২৬
ইসিয়াক বলেছেন: অনেক শুভকামনা।
২|  ২৮ শে জুলাই, ২০১৯  রাত ১০:৪১
২৮ শে জুলাই, ২০১৯  রাত ১০:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: হৃদয় বিদারক!
  ২৯ শে জুলাই, ২০১৯  সকাল ৭:৩৫
২৯ শে জুলাই, ২০১৯  সকাল ৭:৩৫
ইসিয়াক বলেছেন: অসংখ্য ধন্যবাদ
শুভসকাল
৩|  ২৮ শে জুলাই, ২০১৯  রাত ১০:৪৭
২৮ শে জুলাই, ২০১৯  রাত ১০:৪৭
দৃষ্টিসীমানা বলেছেন: এসিড সন্ত্রাসীদেরকে শাসন করার ক্ষমতা কি কারো নেই ? এ- তো- মৃত্যুর চেয়েও কঠিন ।
  ২৯ শে জুলাই, ২০১৯  সকাল ৭:৩৬
২৯ শে জুলাই, ২০১৯  সকাল ৭:৩৬
ইসিয়াক বলেছেন: শুভসকাল
৪|  ২৮ শে জুলাই, ২০১৯  রাত ১০:৫৮
২৮ শে জুলাই, ২০১৯  রাত ১০:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: এভাবে আর কত কাল রুপসীরা অনলে পুড়িয়া মরিবে? 
+++++
  ২৯ শে জুলাই, ২০১৯  সকাল ৭:৩৬
২৯ শে জুলাই, ২০১৯  সকাল ৭:৩৬
ইসিয়াক বলেছেন: শুভসকাল
৫|  ২৮ শে জুলাই, ২০১৯  রাত ১১:৪৫
২৮ শে জুলাই, ২০১৯  রাত ১১:৪৫
আখেনাটেন বলেছেন: পাষণ্ডের শাস্তি হয়েছে কি না।
  ২৯ শে জুলাই, ২০১৯  সকাল ৭:৩৭
২৯ শে জুলাই, ২০১৯  সকাল ৭:৩৭
ইসিয়াক বলেছেন: শুভসকাল
৬|  ২৮ শে জুলাই, ২০১৯  রাত ১১:৫৩
২৮ শে জুলাই, ২০১৯  রাত ১১:৫৩
জগতারন বলেছেন: 
কবিতা পড়ে গেলাম।
কবিতায় লাইক দিলাম।
আশা করি এই কবিতাটি পড়ে কোন সন্ত্রাসী তার তাণ্ডব থেকে নিবৃত হবে।
  ২৯ শে জুলাই, ২০১৯  সকাল ৭:৩৭
২৯ শে জুলাই, ২০১৯  সকাল ৭:৩৭
ইসিয়াক বলেছেন: শুভসকাল
৭|  ২৯ শে জুলাই, ২০১৯  সকাল ৯:০৮
২৯ শে জুলাই, ২০১৯  সকাল ৯:০৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষা খুব সুন্দর লিখেছেন।
  ২৯ শে জুলাই, ২০১৯  সকাল ৯:১১
২৯ শে জুলাই, ২০১৯  সকাল ৯:১১
ইসিয়াক বলেছেন: প্রিয় রাজীব ভাই,
অনেক ধন্যবাদ ।
৮|  ২৯ শে জুলাই, ২০১৯  সকাল ১০:৫৪
২৯ শে জুলাই, ২০১৯  সকাল ১০:৫৪
নজসু বলেছেন: 
এসিড সন্ত্রাস শুধু মুখের সৌন্দর্য নষ্ট করে না।
মনের সত্ত্বাকেও মেরে ফেলে। 
হৃদয়বিদারক রচনা!!!
  ২৯ শে জুলাই, ২০১৯  দুপুর ১২:৪৯
২৯ শে জুলাই, ২০১৯  দুপুর ১২:৪৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ। অনেকদিন পর আপনার মন্তব্য পেলাম।
কেমন আছেন ?
৯|  ২৯ শে জুলাই, ২০১৯  সকাল ১১:৪৮
২৯ শে জুলাই, ২০১৯  সকাল ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: +++
  ২৯ শে জুলাই, ২০১৯  দুপুর ১২:৫১
২৯ শে জুলাই, ২০১৯  দুপুর ১২:৫১
ইসিয়াক বলেছেন: সেলিম ভাই, আসসালামু আলাইকুম।
প্লাসের জন্য অনেক ধন্যবাদ
১০|  ২৯ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:০৯
২৯ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:০৯
নীল আকাশ বলেছেন: দেশের মানুষ দিন দিন জানোয়ারের চেয়েও অধম হয়ে যাচ্ছে। 
খুব ভাল একটা বিষয় নিয়ে লিখেছেন। এই সব  বিষয় নিয়ে আরও লিখুন।
ধন্যবাদ।
  ২৯ শে জুলাই, ২০১৯  রাত ৮:০৮
২৯ শে জুলাই, ২০১৯  রাত ৮:০৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
১১|  ২৯ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:১৬
২৯ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এভাবেই একজন নারীর সব কিছু শেষ করে দেয়া হয়।
++++++
  ২৯ শে জুলাই, ২০১৯  রাত ৮:০৮
২৯ শে জুলাই, ২০১৯  রাত ৮:০৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
১২|  ২৯ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:৩০
২৯ শে জুলাই, ২০১৯  বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
  ২৯ শে জুলাই, ২০১৯  রাত ৮:০৮
২৯ শে জুলাই, ২০১৯  রাত ৮:০৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
১৩|  ২৯ শে জুলাই, ২০১৯  বিকাল ৫:৫৮
২৯ শে জুলাই, ২০১৯  বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রিয় রাজীব ভাই,
অনেক ধন্যবাদ । 
ভালোবাসা নিরন্তর।
  ২৯ শে জুলাই, ২০১৯  রাত ৮:০৯
২৯ শে জুলাই, ২০১৯  রাত ৮:০৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ 
ভালোবাসা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৯  রাত ১০:২৫
২৮ শে জুলাই, ২০১৯  রাত ১০:২৫
বিজন রয় বলেছেন: +++++