|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

তুমি এলে তোমার শরীরের গন্ধে আমার কবিতারা দূরে চলে যায় 
তোমার খোলা বক্ষ, নিম্ন দেশ আমায় কেমন অশ্লীল করে তোলে।।
তুমি এমন কেন এলোকেশী
এ কেমন মদিরতা তোমাতে
আমি মাতাল হয়ে যাই, আমি বিহ্বল হয়ে যাই
তোমার ছোড়া তীরে আমি ঘায়েল হয়ে যাই
তুমি এলে অস্হির বাতাসে ভালবাসার তীব্র কটু গন্ধ ছড়িয়ে পড়ে,
আর তুমি আমি তলিয়ে যাই অতল স্বপ্নের ঘোরে।
তুমি এলে ...................
তুমি এলে ফুল ফোটে পাখি গায়
স্বপ্নগুলো জেগে ওঠে
তীব্র দহনে কেঁপে ওঠে ঠোঁট
আসীম তৃষ্ণায় যেন জ্বলে ওঠে বারবার.....
তুমি এলে বুনো আদিমতা, যা কিছু সরলতা..।
সব প্রকাশ পায়..তোমার চুলে,তোমার স্পর্শে তোমার আকুলতায়,
তোমার আলিঙ্গনে.......
কিন্তু আমার কবিতারা যেন কোথায় উধাও হয়ে যায়।।
কোথায় যায় ??
 ১৬ টি
    	১৬ টি    	 +২/-০
    	+২/-০  ০১ লা আগস্ট, ২০১৯  সকাল ১০:৩৩
০১ লা আগস্ট, ২০১৯  সকাল ১০:৩৩
ইসিয়াক বলেছেন: আসছে ..............
২|  ০১ লা আগস্ট, ২০১৯  দুপুর ১২:২২
০১ লা আগস্ট, ২০১৯  দুপুর ১২:২২
জগতারন বলেছেন: 
কবি ভাইঃ 
আপনার কবিতা দেখিয়াই লগইন করিলাম। 
কবিতা নিয়া কি আর মন্তব্য করিবো !
দেশে যে কি মশা !!
বাসার বাহির হইলেই মনে হয়  সামনে সমর ক্ষেত্র !!!
এখন আমার জন্য যুদ্ধ অপরিহার্য ভব্যতা, জীবনের নিরাপত্যার কোনই বালাই নাই।
ভালো থাকেন কামনা করি।
  ০১ লা আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩১
০১ লা আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩১
ইসিয়াক বলেছেন: আপনি ঠিক ই বলেছেন । মশার সমস্যা মারাত্মক আকার ধারন করেছে । এরোসল ,কয়েল এসবে আমার এলার্জি। দুঃসহ অবস্থা।
বাচ্চাদের যেখানেই পড়াতে যাই কিম্বা স্কুলে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। কি আর করা ভালো থাকবেন ।
৩|  ০১ লা আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩৩
০১ লা আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: বেশ তো।
  ০১ লা আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩৫
০১ লা আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৪|  ০১ লা আগস্ট, ২০১৯  দুপুর ১:৩২
০১ লা আগস্ট, ২০১৯  দুপুর ১:৩২
জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার ক্ষেত্রে ত বিপরীত ঘটনা ঘটে ভাই,
সে এলে আমার কবিতারা ফুরফুর করে মগজে এসে ঘুরঘুর করতে থাকে। 
আমি কবি হয়ে ওঠি।   
  
ভালো লেগেছে।
  ০১ লা আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:২০
০১ লা আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:২০
ইসিয়াক বলেছেন: তাই
৫|  ০১ লা আগস্ট, ২০১৯  বিকাল ৩:৪৭
০১ লা আগস্ট, ২০১৯  বিকাল ৩:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম দুই লাইন অশ্লীল ঠেকলো
  ০১ লা আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:২১
০১ লা আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:২১
ইসিয়াক বলেছেন: সরি ।ঠিক ওভাবে নয়। আসলে .....
আবারো বলছি সরি ।
৬|  ০১ লা আগস্ট, ২০১৯  বিকাল ৩:৫৬
০১ লা আগস্ট, ২০১৯  বিকাল ৩:৫৬
জাহিদ  হাসান বলেছেন: প্রেমের কবিতা খুব ভালো লাগে। আমি নিজেও লিখি। 
জাহিদ হাসান শিশির  
 
  ০১ লা আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:২২
০১ লা আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:২২
ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর
৭|  ০১ লা আগস্ট, ২০১৯  বিকাল ৫:৩৪
০১ লা আগস্ট, ২০১৯  বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আসছে .............. 
অপেক্ষায়  থাকলাম।
  ০১ লা আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:২৪
০১ লা আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:২৪
ইসিয়াক বলেছেন: বলতে হয় তাই বলে দিলাম।এখন দেখি বিপদ।হা হা হা ..।চেষ্টা চলছে ...দেখি কথা রাখবো।
আপনার পরিবারের সবাই এখন কেমন আছে।
৮|  ০১ লা আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৭
০১ লা আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৭
অন্তরা রহমান বলেছেন: প্রেমিকা এলে কবিতা পালালে সমস্যা। তার মানে একটা ছাড়তে হবে। চয়েজ আপনার!
  ০১ লা আগস্ট, ২০১৯  রাত ৯:৪৫
০১ লা আগস্ট, ২০১৯  রাত ৯:৪৫
ইসিয়াক বলেছেন: কবিত ই চলুক
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৯  সকাল ১০:৩১
০১ লা আগস্ট, ২০১৯  সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: জ্বালাময়ী কবিতা লিখুন। যেন বুকে এসে ধাক্কা লাগে।