|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
মেঘের উপর মেঘ জমেছে
আকাশ ঘন কালো ।
রিমঝিমঝিম বৃষ্টি ঝরছে 
মনটা নেইকো ভালো ।।
খোলা জানালায় দাড়িয়ে একা
বাড়িয়ে দিয়েছি হাত ।
বৃষ্টির ফোঁটার স্পর্শে শিহরণ ,
মধ্য গভীর রাত । 
ঘুম হারিয়েছে সেই সে কবে
যেদিন গিয়েছো চলে ।
এত সহজে স্বপ্নের দিনগুলি
কিভাবে গেলে ভুলে । 
ভাবিনি অনেকদিন তোমার কথা 
ভাবতে চাইনা আর।
তবু তুমি ফিরে আসো মনে 
লক্ষ হাজার বার ।।
কি দেইনি তোমায় প্রিয় 
ছোট্ট এই জীবনে।
শপথ করেছিলে তুমি
ছাড়বে না হাত  মরণে ।।
সব মিথ্যে ,মিথ্যে সব ই
জীবন মানেই কি ভূল ?
সূযোগ নিয়ে উপড়ে ফেললে
সব বিশ্বাসের মূল । 
এখন আমি বিশ্বাস করি
তুমি ছলনাময়ী ।
নিজের স্বার্থে যে কোনো প্রকারে
তুমি হতে চাও জয়ী ।।
ভালো রয়েছো হয়তো তুমি
ভালো নেইকো আমি ,
একা একা কাটে প্রতি ক্ষন
প্রত্যেক দিবসযামী ।।     
* https://razmultimedia.blogspot.com/
 ১৮ টি
    	১৮ টি    	 +২/-০
    	+২/-০  ০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৪১
০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৪১
ইসিয়াক বলেছেন: বিশেষ একজনের জন্য ।সবার জন্য নয়!!!!!
আর এসব কবি মনের কল্পনা।হা হা হা don't be serious
নারী অবশ্যই মা ।নারী অবশ্যই বোন । সবাই অবশ্যই এক নয়।
২|  ০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৩৯
০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৩৯
চাঁদগাজী বলেছেন: 
কবিতার কিছু লাইনে  আছে, আবার কোথায়ও  নেই
  ০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৪৬
০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৪৬
ইসিয়াক বলেছেন: মনের আবেগে এক নিঃশ্বাসে লিখেছি ।
আবেগ বেশী কাজ করেছে ।
ধন্যবাদ
৩|  ০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৪৯
০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৪৯
জগতারন বলেছেন: 
সংসারে নারীঃ 
 মা মাথার মুকুট.... 
মায়াময় স্বরণীয়৷ স্ত্রী হৃদয়ের রানী... বসন্ত বরণীয়৷ 
কন্যা কলিজার টুকরা.... চির আদুরী৷ 
আর বোন চির-শুভাকাংখী... মমত্ব আর মায়ার মাধুরী৷ 
পুরুষের উচিত প্রত্যেক সম্পর্কের প্রতি শক্ত হাতে সঠিক দায়িত্ব পালন করা৷
  ০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৫১
০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৫১
ইসিয়াক বলেছেন: কেমন আছেন ?
৪|  ০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৫৪
০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৫৪
জগতারন বলেছেন: 
এক প্রকার।
বেশী ভালো না।
  ০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৫৭
০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৫৭
ইসিয়াক বলেছেন: ভালো থাকবেন ।মেইল পাননি মনে হয় ?
৫|  ০৫ ই আগস্ট, ২০১৯  রাত ১০:১৮
০৫ ই আগস্ট, ২০১৯  রাত ১০:১৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো।
  ০৫ ই আগস্ট, ২০১৯  রাত ১০:২১
০৫ ই আগস্ট, ২০১৯  রাত ১০:২১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ । আশা করি ভালো আছেন।
৬|  ০৫ ই আগস্ট, ২০১৯  রাত ১০:৩৩
০৫ ই আগস্ট, ২০১৯  রাত ১০:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বাগতম। আলহামদুলিল্লাহ ভালো আছি।
  ০৬ ই আগস্ট, ২০১৯  সকাল ৭:১৯
০৬ ই আগস্ট, ২০১৯  সকাল ৭:১৯
ইসিয়াক বলেছেন: শুকরিয়া । 
শুভসকাল ।
৭|  ০৬ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:০০
০৬ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:০০
নীল আকাশ বলেছেন: কনট্রভারশিয়াল টপিক।
কবিতায় আবেগ আছে। ভাল লাগল! 
ভুল, এই জীবনে সবই ভুল!
আমার নিঃস্বার্থ ভালবাসা আর তোমার বহুমুখী প্রেম,
সব নদী মোহনায় সাগরের সাথে মিললেও,
তোমার চাওয়া আর আমার পূজার ফুল এক নয়!
@ নীল আকাশ
  ০৬ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:৫১
০৬ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:৫১
ইসিয়াক বলেছেন: শুভ সকাল
৮|  ০৬ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:০১
০৬ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:০১
নীল আকাশ বলেছেন: কভু শব্দটা বড্ড সেকেলে হয়ে গেছে। পারলে এটাকে এড়িয়ে চলুন। 
বিরাম চিহ্নগুলি ঠিক করে দিন।
  ০৬ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:৫২
০৬ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:৫২
ইসিয়াক বলেছেন: আবারো ধন্যবাদ
৯|  ০৬ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৩
০৬ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৩
রাজীব নুর বলেছেন: আপনার আবেগ পরিস্কার ফুটে উঠেছে লেখায়।
  ০৬ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৯
০৬ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৯
ইসিয়াক বলেছেন: কোথায়  ছিলেন ?
শুভ সকাল ।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:২৪
০৫ ই আগস্ট, ২০১৯  রাত ৯:২৪
মুক্তা নীল বলেছেন:
নারী ছলনাময়ী আবার মমতাময়ীও ,,,
দুঃখ ভারাক্রান্ত কবিতাটায় দুঃখ প্রকাশ করছি।
বিশ্বাসঘাতক ও প্রতারক এই উপাধিগুলো কাদের ?
অনেক শুভকামনা জানবেন ।