নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আমার মাকে বদলাবো না ........

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২১


আমিতো চাইলেই আমার মাকে বদলাতে পারবো না
তাহলে তো আমার জন্মটাই মিথ্যে হয়ে যাবে ।।
আমি তো চাইলেই আমার পতাকা ,আমার জাতীয় সংগীত বদলাতে পারবো না
তাহলে তো আমার বাংলাদেশই মিথ্যা হয়ে যাবে ।।
এ দেশ যে আমার মা
এ মাটি যে আমার মা
এ আলো বাতাস এ খোলা প্রান্তর যে আমার মা
মা মাগো আমি তোমাকে কখনো বদলাবো না ।।
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
অনেক আন্দোলন ,অনেক ত্যাগ , সংগ্রামের বিনিময়ে
আমাদের প্রিয় স্বাধীনতা
অনেক মায়ের সম্ভ্রম ,ভাইয়ের রক্তের বিনিময়ে
পাওয়া মুক্তির বার্তা ।।


ভুলে গেছে কি জাতি ? কিভাবে ভোলে ?কোথায় হয়েছে ভূল ?
এত দিন পরে নড়ে গেল কেন , ৭১ এর চেতনার মূল ।
তাহলে কি আমরা বোঝাতে পারিনি স্বাধীনতার মানে
যা কিছু কি জেনেছি সব ফেসবুক আর ইউ টিউবের কল্যানে ।।


পাথর সময় ক্রান্তিকাল একে বলে বুঝি জ্ঞানীগুনী জন
পাকিসেনাদের প্রেতাত্মা আজ সর্বত্র বিরাজমান ।
জেগে ওঠার এইতো সময় জাগো বাঙালি জাগো
তোমার আঁচল খাবলে ধরেছে হিংস্র হায়েনা মাগো

বিষ নিশ্বাসের বিষাক্ত ছোবলে আকাশ গিয়েছে ছেয়ে
না জাগিলে একদিন ঠিক ওরা মাকে যাবে তুলে নিয়ে ।।

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ।

২| ০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন: পিতামাতা পাল্টানোর বিতর্কে তথকথিত ঘরজামাইদের সেই সুযোগ দেওয়া হবে না।

০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:০৯

তারেক ফাহিম বলেছেন: চমৎকার,
সময়পুযোগী কবিতা।

০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো হয়েছে

০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৫| ০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৭

এমজেডএফ বলেছেন: খুবই সুন্দর ও সময়োপযোগী কবিতা!


তরুণ প্রজন্মকে মিথ্যা ইতিহাস ও ভুল তথ্য দিয়ে প্রতারিত করার জন্য হায়েনারে এখনও সক্রিয়। সবাইকে সজাগ থাকতে হবে।
"জেগে ওঠার এইতো সময় জাগো বাঙালি জাগো
তোমার আঁচল খাবলে ধরেছে হিংস্র হায়েনা মাগো
বিষ নিশ্বাসের বিষাক্ত ছোবলে আকাশ গিয়েছে ছেয়ে
না জাগিলে একদিন ঠিক ওরা মাকে যাবে তুলে নিয়ে॥
"
চমৎকার!

মনে হয় কিছু টাইপো হয়েছে!
পারবোনা → পারবো না
বাংলাদেশ ই → বাংলাদেশই
মুক্তিরবার্তা → মুক্তির বার্তা
জ্ঞনীগুনী → জ্ঞানীগুণী
বিশ → বিষ

শুভেচ্ছা রইলো, ভালো থাকুন।

০৬ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০০

ইসিয়াক বলেছেন: অজস্র ধন্যবাদ

৬| ০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতার পক্ষের ঘরেও আজকাল শিবির জন্ম নি্চ্ছে; এরা জাতিকে একদিন যাযাবরে পরিণত করবে।

০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৯

ইসিয়াক বলেছেন: সত্যি কথা ।

৭| ০৬ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: সময়োপযোগী কবিতা।

০৬ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ জুনায়েদ ভাই
শুভসন্ধ্যা

৮| ০৬ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

জগতারন বলেছেন:
আমি তো চাইলেই আমার পতাকা ,আমার জাতীয় সংগীত বদলাতে পারবো না
তাহলে তো আমার বাংলাদেশই মিথ্যা হয়ে যাবে ।।


পৃথিবীর ইতিহাসে কয়েকটি দেশে এমন নজির আছে।
তবে বাংলাদেশের প্রেক্ষাপটে কী ঠিক বা না ঠিক তা বাংলাদেশের মানুষই ঠিক করবে।
এখেনে ব্যাক্তিগত মতামতের কোনই মূল্য নাই।

০৬ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

ইসিয়াক বলেছেন: আপনি কেমন আছেন ?

০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৪

ইসিয়াক বলেছেন: যেদিন আমার প্রিয় জাতীয় সংগীত । আমার প্রিয় পতাকা ।আমার মুক্তিযোদ্ধাদের সম্মান ভূলুন্ঠিত হবে সেদিন ঠিক অন্য কোথাও চলে যাবো ।দিন দিন এদেশের মানুষের দেশের প্রতি ভালোবাসা দেশত্ববোধ সব লোপ পেয়ে যাচ্ছে ।একটা প্রচন্ড রকমের মূর্খের স্বর্গে বাস করার মত লোকজন প্রচন্ড গতিতে বেড়ে চলেছে। চারিদিকে সবাই কেমন যেন হুজুগে আর কান্ডজ্ঞানহীন।দম বন্ধ অবস্থা।

৯| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ আছে। ধার আছে।

০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৪

ইসিয়াক বলেছেন: আসছে ....।মনে আছে ?
আমি তাহলে কিছুটা হলেও আপনার দেওয়া কথা রাখতে পেরেছি মনে হয় ।
কবিতাটি অনুপ্রেরণা দাতা আপনি । আপনার ভালো লেগেছে এজন্য আমি খুব খুশী ।
সারাদিন কোথায় ছিলেন ? কাজের ফাকে ফাকে আপনাকে অনেক খুঁজেছি ।

১০| ০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেশকে ভালবাসতে পারাটাই আসল কথা।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.