নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অভিজ্ঞতা

০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৯


ঘুলঘুলি থেকে ছিটকে গেলাম
আমি চড়ুইছানা ।
চারিদিকেতে এত শত্রু,
ছিলো নাতো জানা ।।


ডানা মেলে উড়তে চাই
শরীর ভীষণ ভারী ।
পাকস্থলী বড্ডমোটা
খাদ্য রকমারী ।।

পিঁপড়েগুলো খুবই খারাপ
কাটুসকুটুস কাটে,
ধরতে গেলে দ্রুত পায়ে
দপদপিয়ে হাঁটে ।।

বড় একখানা টিকটিকি
দেখতে এলো আমায় ।
ভাবছে বসে, আজব প্রাণী
খাদ্য কিনা তাই ।।

ঠিক তখনি ছুটে এলো
দুষ্টু ছেলের দল ।
অকারণে মনের সুখে
করছে কোলাহল ।।

মারবে নাকি ! ভালো হবে নাকো ,
আর এগিয়োনা বলছি ।
দুষ্টুমি আর করবো নাকো ,
এই কান মলছি ।।

মাগো তুমি বাঁচাও আমায়!!
ভীষণ করছে ভয় ।
এবার শুনবো সব কথা ঠিক ,
দুষ্টুমি আর নয় ।।


মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।

০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:১৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২০

ইসিয়াক বলেছেন: আপনার মন্তব্য পাওয়া আমার জন্য অনেক অনেক আর্শীবাদ ।
ধন্যবাদ

২| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা :)

০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।আপনি আমার কবিতাগুলো নিয়মিত পড়েন । এজন্য আবারো ধন্যবাদ।

৩| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৩

মুক্তা নীল বলেছেন:
ছন্দময় ও সুন্দর কবিতা ।শুভকামনা জানবেন।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৬

ইসিয়াক বলেছেন: অশেষ ধন্যবাদ ।ভালো থাকবেন

৪| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৫

ওমেরা বলেছেন: কবিতা ভালো হয়েছে।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৮

ইসিয়াক বলেছেন: আপনি আমার লেখা পড়ছেন এতেই আমি ধন্য

৫| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:০২

জগতারন বলেছেন: কবিতা ভালো লাগিলো।

আমার সুভেচ্ছা ও অভিন্দন জানিবেন কবি।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৩

ইসিয়াক বলেছেন:



বন্ধু,
তোমার প্রেরণায় আমার
কিছু কবিতা লেখা
দেরীতে হলেও তবু ,
পেলাম তোমার দেখা।
অনেক ভালো লাগিলো
তোমার বার্তা পেয়ে ,
ফিরতি বার্তা জানাই তোমায়
ফুলের শুভেচ্ছা দিয়ে ।।

৬| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১০

জগতারন বলেছেন: কবিতা ভালো লাগিলো।

আমার সুভেচ্ছা ও অভিন্দন জানিবেন কবি।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৪

ইসিয়াক বলেছেন:

৭| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০২

নূর আলম হিরণ বলেছেন: ছড়াটি ভালো লেগেছে।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:১৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৮| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।

০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৯| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর কাব্যছবি এঁকেছেন। শিশুরা পড়লে বেশ মজা পাবে। +

০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনি মজা পাননি ?

১০| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৯

সায়ন্তন রফিক বলেছেন: ছড়াটি বেশ ভালো হয়েছে।

০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

১১| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:১১

অজ্ঞ বালক বলেছেন: ছড়া সুন্দর হইসে। ছন্দ কয়েক জায়গায় নইড়া গেসে। ব্যাপার না। আমি তো আর নোবেল কমিটির সদস্য না!

০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।সুন্দর মতামতের জন্য

১২| ০৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনি মজা পাননি ?- আমি মজা পেয়েছি, + ও দিয়েছি।
শিশুরা পড়লে একটু বেশি মজা পাবে।

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৬

ইসিয়াক বলেছেন: আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।

১৩| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ২:৪৫

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার একটি ছড়া কবিতা। +++

০৯ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:০২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.