|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

ঘুলঘুলি থেকে ছিটকে গেলাম
আমি চড়ুইছানা ।
চারিদিকেতে এত শত্রু, 
ছিলো নাতো জানা ।।
ডানা মেলে উড়তে চাই
শরীর ভীষণ ভারী ।
পাকস্থলী বড্ডমোটা
খাদ্য রকমারী ।।
পিঁপড়েগুলো খুবই খারাপ
কাটুসকুটুস কাটে,
ধরতে গেলে দ্রুত পায়ে 
দপদপিয়ে হাঁটে ।।
বড় একখানা টিকটিকি 
দেখতে এলো আমায় ।
ভাবছে বসে, আজব প্রাণী 
খাদ্য কিনা তাই ।।
ঠিক তখনি ছুটে এলো
দুষ্টু ছেলের দল ।
অকারণে মনের সুখে
করছে কোলাহল ।।
মারবে নাকি ! ভালো হবে নাকো ,
আর এগিয়োনা বলছি ।
দুষ্টুমি আর করবো নাকো ,
এই কান মলছি ।।
মাগো তুমি বাঁচাও আমায়!!
ভীষণ করছে ভয় ।
এবার শুনবো সব কথা ঠিক ,
দুষ্টুমি আর নয়  ।।
 ২৭ টি
    	২৭ টি    	 +২/-০
    	+২/-০  ০৮ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:১৭
০৮ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:১৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
  ০৮ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:২০
০৮ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:২০
ইসিয়াক বলেছেন: আপনার মন্তব্য পাওয়া আমার জন্য অনেক অনেক  আর্শীবাদ ।
ধন্যবাদ
২|  ০৮ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:২৬
০৮ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা 
  ০৮ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:৩৩
০৮ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:৩৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।আপনি আমার কবিতাগুলো নিয়মিত পড়েন । এজন্য আবারো ধন্যবাদ।
৩|  ০৮ ই আগস্ট, ২০১৯  সকাল ১১:৫৩
০৮ ই আগস্ট, ২০১৯  সকাল ১১:৫৩
মুক্তা নীল বলেছেন: 
ছন্দময় ও সুন্দর কবিতা ।শুভকামনা জানবেন।
  ০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:২৬
০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:২৬
ইসিয়াক বলেছেন: অশেষ ধন্যবাদ ।ভালো থাকবেন
৪|  ০৮ ই আগস্ট, ২০১৯  সকাল ১১:৫৫
০৮ ই আগস্ট, ২০১৯  সকাল ১১:৫৫
ওমেরা বলেছেন: কবিতা ভালো হয়েছে।
  ০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:২৮
০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:২৮
ইসিয়াক বলেছেন: আপনি আমার লেখা পড়ছেন এতেই আমি ধন্য
৫|  ০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:০২
০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:০২
জগতারন বলেছেন: কবিতা ভালো লাগিলো। 
আমার সুভেচ্ছা ও অভিন্দন জানিবেন কবি।
  ০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩৩
০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩৩
ইসিয়াক বলেছেন: 
বন্ধু,
তোমার  প্রেরণায় আমার 
কিছু কবিতা লেখা 
দেরীতে হলেও তবু ,
পেলাম তোমার দেখা।
অনেক ভালো লাগিলো
তোমার বার্তা পেয়ে ,
ফিরতি বার্তা জানাই তোমায়
ফুলের শুভেচ্ছা দিয়ে ।। 
৬|  ০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:১০
০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:১০
জগতারন বলেছেন: কবিতা ভালো লাগিলো। 
আমার সুভেচ্ছা ও অভিন্দন জানিবেন কবি।
  ০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩৪
০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩৪
ইসিয়াক বলেছেন: 
৭|  ০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১:০২
০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১:০২
নূর আলম হিরণ বলেছেন: ছড়াটি ভালো লেগেছে।
  ০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১:১৩
০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ১:১৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
৮|  ০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ২:২২
০৮ ই আগস্ট, ২০১৯  দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।
  ০৮ ই আগস্ট, ২০১৯  বিকাল ৪:৪৭
০৮ ই আগস্ট, ২০১৯  বিকাল ৪:৪৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৯|  ০৮ ই আগস্ট, ২০১৯  বিকাল ৩:১৫
০৮ ই আগস্ট, ২০১৯  বিকাল ৩:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর কাব্যছবি এঁকেছেন। শিশুরা পড়লে বেশ মজা পাবে। +
  ০৮ ই আগস্ট, ২০১৯  বিকাল ৪:৪৮
০৮ ই আগস্ট, ২০১৯  বিকাল ৪:৪৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনি মজা পাননি ?
১০|  ০৮ ই আগস্ট, ২০১৯  বিকাল ৪:২৯
০৮ ই আগস্ট, ২০১৯  বিকাল ৪:২৯
সায়ন্তন রফিক বলেছেন: ছড়াটি বেশ ভালো হয়েছে।
  ০৮ ই আগস্ট, ২০১৯  বিকাল ৪:৪৯
০৮ ই আগস্ট, ২০১৯  বিকাল ৪:৪৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
১১|  ০৮ ই আগস্ট, ২০১৯  বিকাল ৫:১১
০৮ ই আগস্ট, ২০১৯  বিকাল ৫:১১
অজ্ঞ বালক বলেছেন: ছড়া সুন্দর হইসে। ছন্দ কয়েক জায়গায় নইড়া গেসে। ব্যাপার না। আমি তো আর নোবেল কমিটির সদস্য না!
  ০৮ ই আগস্ট, ২০১৯  বিকাল ৫:৪৭
০৮ ই আগস্ট, ২০১৯  বিকাল ৫:৪৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।সুন্দর মতামতের জন্য
১২|  ০৮ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৩
০৮ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনি মজা পাননি ?- আমি মজা পেয়েছি, + ও দিয়েছি। 
শিশুরা পড়লে একটু বেশি মজা পাবে।
  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৮:১৬
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৮:১৬
ইসিয়াক বলেছেন: আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।
১৩|  ০৯ ই আগস্ট, ২০১৯  রাত ২:৪৫
০৯ ই আগস্ট, ২০১৯  রাত ২:৪৫
কাওসার চৌধুরী বলেছেন: 
চমৎকার একটি ছড়া কবিতা। +++
  ০৯ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:০২
০৯ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:০২
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:১৫
০৮ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।