নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে

১২ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৭


ইংরেজীতে গোল্লা , বাংলাতে সাত
পরীক্ষায় ফেল করে " বিশে " কুপোকাত !!

ভাই বলে হেসে দুঃখ তোর কিসে ?
বাংলায় সাত তবু পেলি অবশেষে!

পরীক্ষা সে বড়ই জটিল ,অক্ষরগুলো কুটিল ,
বই দেখলে মনে হয় ময়লা হাড়িপাতিল ।।

বোন বলে বিশে , "দুঃখ তোর কিসে ?"
"পড়াশোনা চালিয়ে যা এক নিঃশ্বাসে

ফলাফল নিয়ে ফিরবি একদিন ঠিক হেসে হেসে" ।
জানে ,ফল তার হবেনা ভালো বছর চল্লিশে ।।

কেমনে বলবে বিশে ,মন তার অন্যদিকে
অংকগুলো বড্ড গোলমেলে ,ইংরেজী লাগে ফিকে ।।

মা রেগে বলে ওরে ! মুখ দেখাস কি করে ??!
তোর মত ছেলের বাঁচার চাইতে ,যাওয়াই ভালো মরে ।।

মুড়ো ঝাঁটা নিয়ে ,গোবর মাখিয়ে
সপাসপ দিলো বাড়ি ,ঘুরিয়ে ঘুরিয়ে ।।

আর ,
বাবার হাতের লাঠি যেনো ঢাকের কাঠি
পড়লো সেকি জোরে ! বাপরে মড়াৎ করে ।।

কি করবে বিশে , মন লাগে না পাঠে ??
তার মতো কেউ মাথা মোটা নেইকো এ তল্লাটে ।!

একদিন ভাবলো বিশে ,রইবে নাকো এ পোড়া দেশে
ঠিক হয়ে যাবে কবি ,না হয় আঁকবে ছবি ।।

যেই ভাবা সেই কাজ ,চল্লো সে আজ
মনের মতো লিখবে কবিতা, আঁকবে কারুকাজ ।।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া। সমালোচনা করার মতোণ কিছুই খুঁজে পেলাম না।

একটা ১৮+ কবিতা না দেওয়ার কথা??

১৩ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৫৭

ইসিয়াক বলেছেন: ভয় লাগছে

২| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: হুম, যার যেটায় মন আর কি । মন যদি কবিতা আর ছবি আকায় পরে থাকে পড়ায় তা কিভাবে বসবে :#)

যাক ছেলেবেলা গিয়েছে চলে আর পড়াশোনার ঝামেলা নেই :D

ছড়া ভালো লেগেছে ।

১৩ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৫৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৫৮

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,




ঈদের শুভেচ্ছা রইলো।

সন্দেহ নেই আপনার ছড়া লেখার হাত অনেকটা ভালো। ছড়া লেখার সাথে সাথে কবিতা বা মুক্তগদ্য লিখতে পারেন কারন ভাবে সংলগ্নতা আছে, দেখার দৃষ্টি আছে আপনার। এই ছড়ার শেষ লাইনেও তা বলেছেন।

১৩ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
আপনাকেও ঈদের শুভেচ্ছা রইলো।

৪| ১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৫৩

মাহের ইসলাম বলেছেন: কবিতা তো পেলাম, ছবি কোথায় ?
ছবি আঁকবেন কবে?

১৩ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৫৯

ইসিয়াক বলেছেন: ছবি তো আঁকি । graphics এ ।

৫| ১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১:১৬

বলেছেন: চমৎকার।।

১৩ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ।
আরো ভালো লাগছে যে ঈদের দিনে আমার ব্লগে জ্ঞানী গুনীজনদের পদচারণায়।

শুভসকাল

৬| ১৩ ই আগস্ট, ২০১৯ রাত ৩:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ ছড়া।
১০ নং চরণটা পড়ার সময় মনে হয়েছে, শুরুতে 'বিশের' নাম অর্থাৎ 'বিশে' উল্লেখ থাকলে আরো সুখপাঠ্য হইতো।

১৩ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০২

ইসিয়াক বলেছেন: ঈদ কেমন কাটলো ? জানাবেন কিন্তু ।
শুভসকাল

১৩ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৪১

ইসিয়াক বলেছেন: জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ ছড়া।
১০ নং চরণটা পড়ার সময় মনে হয়েছে, শুরুতে 'বিশের' নাম অর্থাৎ 'বিশে' উল্লেখ থাকলে আরো সুখপাঠ্য হইতো।


কর্তার ইচ্ছাই কর্ম। বদলে দিয়েছি। প্রতেক লেখা পোষ্ট করার পর খুব ভয় লাগে । পরীক্ষার রেজাল্ট আউটের মতো। আপনাদের মন্ত্যবের পর ভরসা পাই।আজীবন আপনাদের পাশে চাই , ব্যাস এই টুকুই চাওয়া

৭| ১৩ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভয় লাগছে

কোনো ভয় নাই।
চোখ বন্ধ করে পোষ্ট দেন।

১৩ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৬

ইসিয়াক বলেছেন: ঠিক আছে এডিটিং চলছে ... সব দোষ কিন্তু আপনার। এই বলে দিলুম।
প্রথম পাতা থেকে তো পোষ্ট সরেই না !!!!!!!!!!!!!!

১৩ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

ইসিয়াক বলেছেন: রাজীব ভাই ,
বৃষ্টিতে কোথায় গেলেন ? আপনর ১৮ + রেডী । যদি ব্যান খাই তো সব দোষ আপনার ।তখন আপনার একদিন কি আমার একদিন। হা হা হা....

৮| ১৩ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আপনার?

১৩ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৭

ইসিয়াক বলেছেন: আমার ঈদ ............।ভালো !

৯| ১৩ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

মাহমুদুর রহমান জাওয়াদ বলেছেন: খুব সুন্দর।

১৩ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

১০| ১৩ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রচেষ্টা ভালো, লিখতে থাকুন।

শুভকামনা জানবেন।

১৩ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৫

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা ,
আমাকে নিয়ে আমার একটা পর্যবেক্ষণ হলো আমার কোনকিছুতে স্হিতি অবস্থা থাকে না। বাউন্ডেলে টাইপের । এই ভালো তো এই মন্দ । আপনার পরামর্শ ও সহযোগীতা আমার কাছে আর্শীরবাদ স্বরূপ । সাথে থাকবেন আশা করি ।
শুভসন্ধ্যা

১১| ১৩ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৩

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

১৩ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভসন্ধ্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.