নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
হেরে গেছি
কোন এক মিথ্যা অনুভূতির কাছে,
তবে.............
বদলে নিয়েছি আজ নিজেকে।
দিনগুলো সরে গেছে অনেক দুরে ...।
চেয়ে ছিলাম একদিন তোমায় অনেক আপন করে , যৌবনের দুরন্ত আবেগে ।
যত আশা ছিলো পুরো মন জুড়ে ,
যত হাসি ছিলো মায়াবি অধরে
সব ঝরে গেল এক সকালে অভিমানে ।
সেদিন মনের কথাগুলো তুমি তো বুঝতেই চাওনি
তোমার চোখে চোখ রেখে ভালোবাসা খুঁজতে দাওনি।
মাঝে মাঝে মনে হয়,
চিৎকার করে পুরো পৃথিবীকে জানিয়ে দেই,
তোমাকে ভালো বাসতে গিয়ে
আমি এতটুকুও ব্যর্থ হইনি..!
তুমি নিজেই ব্যর্থ হয়েছো আমার ভালোবাসাটুকু বুঝতে...
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: নজরুলের মতো জ্বালাময়ী কবিতা লিখুন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৯
ইসিয়াক বলেছেন: আমি তুচ্ছ মানুষ । আমার জ্ঞান ও অতি তুচ্ছ।সেই সীমিত জ্ঞান দিয়ে কি আর লিখবো । মাঝে মাঝে মনে হয় আর কিছুই লিখবো না । কিছুইতো হচ্ছে না।
ভালো লাগেনা। জীবনটাকে কোন কাজেই লাগানো গেলো না
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: আমি তো কবিতা লিখতে জানি না।
তাই আমি চাই আপনার কবিতায় যেন ধার থাকে, তেজ থাকে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১১
ইসিয়াক বলেছেন: আমার কাছে এই চাওয়ার মূল্য কি আমি দিতে পারবো ? মনে হয় না।
আপনাদের ভালোবাসার যোগ্য আমি নই রাজীব ভাই ।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: বল বীর -
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বল বীর -
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর -
আমি চির উন্নত শির!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১২
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ , শুভরাত্রি ।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৭
অর্ক বলেছেন: ভালো লাগলো লেখাটি। হার্দিক শুভেচ্ছা রইলো কবিবর। আরও কবিতা আসুক।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:০০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ যাদের ভালোবাসে, তাদের সহমর্মিতা পায় না। তাদের সহমর্মিতা তারা পায়, যারা আদতে তাদের ভালোবাসে না।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৭
ইসিয়াক বলেছেন: ঠিক বলেছেন ভাই । কাছের মানুষগুলোর ভালোবাসা কেমন যেন অধরাই রয়ে যায় ।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫২
শাহিন-৯৯ বলেছেন:
এই বিশ্বে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে প্রেমে সফল হওয়া।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৭
ইসিয়াক বলেছেন: হা হা হা ------------সঠিক উপলব্ধি । আমার ও তাই মত
ধন্যবাদ
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২১
Naseer Ahmed বলেছেন: আমি যে ভালোবাসায় ব্যর্থ হইনি
আমি তো শুধু ভালোই বাসিনি, আমি যে তুমিটাকে আমার হৃদয়ে ঠাই দিয়েছি
খুব সুন্দর প্রকাশ কবি
০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
আরোগ্য বলেছেন: বাহবা বেশ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভ সন্ধ্যা
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লেগেছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।
কেমন আছেন ?
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি তুচ্ছ মানুষ । আমার জ্ঞান ও অতি তুচ্ছ।সেই সীমিত জ্ঞান দিয়ে কি আর লিখবো । মাঝে মাঝে মনে হয় আর কিছুই লিখবো না । কিছুইতো হচ্ছে না।
ভালো লাগেনা। জীবনটাকে কোন কাজেই লাগানো গেলো না
এটা হলো ফাকির কথা।
আইনস্টাইনের মস্তিস্কের ওজন যতটুকু, আপনারও ততটূকু।
কাজেই মস্তিস্ক ভোঁতা করে রাখবেন না। শান, দেন, ধার দেন।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২০
ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি তুচ্ছ মানুষ । আমার জ্ঞান ও অতি তুচ্ছ।সেই সীমিত জ্ঞান দিয়ে কি আর লিখবো । মাঝে মাঝে মনে হয় আর কিছুই লিখবো না । কিছুইতো হচ্ছে না।
ভালো লাগেনা। জীবনটাকে কোন কাজেই লাগানো গেলো না
এটা হলো ফাকির কথা।
আইনস্টাইনের মস্তিস্কের ওজন যতটুকু, আপনারও ততটূকু।
কাজেই মস্তিস্ক ভোঁতা করে রাখবেন না। শান, দেন, ধার দেন।
বালি /কাঠ সব রেডি ধার দেওয়া শুরু করব নিশ্চয়। আমি খুব কুড়েঁ আর ফাঁকিবাজ টাইপের । হো হো হো
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।