নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
একবার তোমাকে শেষবারের মতো দুচোখে দেখে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ,
আর চাইবোনা কোন দিন কোন কিছু
ঠিক করেছি....................
চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে আবদ্ধ করবো নিজেকে ।।
কংক্রিটের জ্বর, ব্লক ,রড, সিমেন্ট ,
এখন শুধু একটি লোশনের মধ্যে ডুবে
ধূসর ধূলা মেখে আমার চারদিক আবৃত করবে ।।
আমি জানি ,
যে কালো পাখি,
যে আমার মাথায় মধ্যে বার বার আছড়ে পড়ত......তোমায় ভেবে ভেবে
সেটি বিক্ষিপ্ত হয়ে বিস্ফোরণ ঘটাবে আমার ভিতরে তোমার প্রস্থানের সাথে সাথে ।।
গ্রহণ করতে প্রস্তুত নয় তোমার সিদ্ধান্ত এ পৃথিবীর কোন জনপ্রাণী
চিৎকার করে দেয়ালের দেয়াল স্লোগান তুলবে আমি জানি
এবং ভয়ার্ত
কোলাহলের উড়ন্ত শব্দ
আমার জানালার ঠিক বাইরে
ক্ষণে ক্ষণে আকুতি জানাবে।।
চোখগুলিকে মুখোশ দেবো না আজ
রোদ আজ আর জ্বলবে না সুতীব্র ঝাঝালো তেজে
তোমার বিরহ ব্যাথায় আমার ভাবনাগুলো স্থির থেকে স্থিরতর হয়ে যাবে ।।
যে আমি প্রতিদিন আমার বিছানা তৈরিতে তোমার সাহায্য ছাড়া ঘুমাতে যেতে পারিনা
সেখানে কে্উ আসবেনা প্রসারিত চাদর নিয়ে ।।
কেউ জানে না
কতটা কষ্ট বুকে ধরে নিজেকে আবদ্ধ করবো আমি ।।
হয়তো হারিয়ে যাবো চিরকালের তরে ।।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ কবি আপনাকে।
শুভকামনা
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬
ইসিয়াক বলেছেন: আপু অনেক ধন্যবাদ ।
শুভকামনা রইলো
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬
ইসিয়াক বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: বিরহ যখন মধুর হয়, দেয় বেঁচে থাকার দিশা।
কবিতা ভালো হয়েছে।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪
ইসিয়াক বলেছেন: দাদা কেমন আছেন ?
ভালো থাকবেন এই কামনা করি।
ধন্যবাদ
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬
ল বলেছেন: চমৎকার নিবেদন।।।।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮
ইসিয়াক বলেছেন: লতিফ ভাই আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
ভালো থাকবেন ।
শুভকামনা।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজীর জন্য শুভ কামনা।
উনার মন্তব্য থেকে আমরা আমাদের ভুল গুলো বুঝতে পারি ।
সামু কতৃপক্ষকে বিনীত অনুরোধ চাঁদগাজীকে পোষ্ট ও মন্তব্য ব্যান করা থেকে অব্যাহতি দেওয়া হোক।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মুক্তিযোদ্ধা ব্লগার চাঁদগাজী কে ব্যান করার প্রতিবাদে পোস্ট দেয়া থেকে বিরত আছি।
এটাই আমার প্রতিবাদ। আমাদের হাত বাঁধা কেন ? আমাদের চোখ খুলে দাও!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৯
ইসিয়াক বলেছেন: মুক্তিযোদ্ধা ব্লগার চাঁদগাজী কে ব্যান করার প্রতিবাদে পোস্ট দেয়া থেকে বিরত আছি।
এটাই আমার প্রতিবাদ। আমাদের হাত বাঁধা কেন ? আমাদের চোখ খুলে দাও!
অনেক ধন্যবাদ সাজ্জাদ হোসেন ভাই।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০০
জাহিদ অনিক বলেছেন: প্রেম কেবল আক্ষেপ আর কবিতাই বাড়ায়!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৩
ইসিয়াক বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
শুভরাত্রি
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৯
আরোগ্য বলেছেন: ভালোলাগা রেখে গেলাম।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৩
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরোগ্য ভাইয়া।
শুভকামনা রইলো।
শুভরাত্রি ।
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৬
জগতারন বলেছেন:
অনতি বিলম্বে জ্বনাব চাঁদগাজী' কে মুক্ত করা হোক।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০০
ইসিয়াক বলেছেন: আমার এখন হঠাৎ করে খুব আনন্দ হচ্ছে। আমার খুব প্রিয় মানুষ আপনি। সবচেয়ে প্রিয়। কম্পিউটার shut down
করে ঘুমাতে যাচ্ছিলাম । ব্লগারের লিষ্টে নাম দেখে বসে রইলাম মন্তব্য পাবার আশায়।
ধন্যবাদ। শুভরাত্রি ।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৫
জগতারন বলেছেন:
প্রিয় কবি ভাই সাহেব;
আমি এখনও পুরোপুরি স্বাভাবিক না।
সবকিছু ভালো আশা করছি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
আশাকরি খুব শিঘ্রই আপনি সব দুখ কষ্ট বিপদ থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন ।
ভালো থাকবেন ।
শুভকামনা ।
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: জাহিদ অনিক বলেছেন: প্রেম কেবল আক্ষেপ আর কবিতাই বাড়ায়! (সত্য)
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫৩
ইসিয়াক বলেছেন: জুনায়েদ ভাই ।
আসসালামু আলাইকুম।
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ।
শুভসকাল ।
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০০
কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতায় +++
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৯
ইসিয়াক বলেছেন: আমার ব্লগে আপনাকে সু-স্বাগতম ।
অনেক অনেক শুভেচ্ছা হাফেজ আহমেদ ভাইয়া।
ধন্যবাদ
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬
নীল আকাশ বলেছেন: ভাই,
আমি সবার মতো না। আমি যদি লেখা পড়ি সেটা খুব ভালো করে পড়ি।
আপনার এই কবিতাটায় কয়েকটা শব্দ/শব্দ বিন্যাস আমার কাছে ঠিক ভাল লাগে নি।
১ম লাইনে একবার/শেষবার কম্বিনেশন ভাল হয় নি। অর্থের জন্যই এই দুইটা একসাথে হতে পারে না।
১২তম লাইনে জনপ্রানী শব্দটাতেও কবিতার ছন্দ কেটে গেছে। পারলে এই শব্দের সমার্থক কোন শব্দ দেখে নিবেন।
একদম শেষ দিকে বিছানা এবং চাঁদর নিয়ে ২টা লাইনে কবিতার ভাব কমে গেছে। উপরে আপনি অনেক গভীর বিরহের কথা বলে এসে শেষে এই ২টা শব্দ মানাচ্ছে না।
অফ টপিকঃ চাঁদগাজী প্রচন্ড বাজে ভাষায় ব্যক্তিগত ভাবে ম.হাসান ভাইকে আক্রমন করার জন্য ব্যান খেয়েছেন। এটা উনি নিয়মিতই খান। এটা নতুন কিছু না।
ধন্যবাদ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আকাশ নীল ভাই ।
আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।
কবিতায় সময় নিয়ে এডিট করবো । আপনার পরামর্শ আমার মনে থাকবে ।
শুভসন্ধ্যা
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +