নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মধুরিমা , তুমি কেমন আছো ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩১


নিদ্রালু চোখে হাজার স্বপ্ন ভিড় করে আজকাল ।
তোমার আমার স্বপ্ন ,জুটিবাধার স্বপ্ন , জুটি ভাঙার স্বপ্ন ........।
সেই সে প্রথম আবেগের বেলায় .।
আমি খাতার পৃষ্ঠা ভরে তোমার প্রেমময় মুখ এঁকেছি কত শত শত।
কারণে অকারণে..........।
তোমার সাথে আমার নাম লিখেছি অপূর্ব + মধুরিমা !
এঁকেছি কেটেছি এঁকেছি কেটেছি নিজের মনের মতো
আমি বোকার মত কৈশরে তোমার দেওয়া কষ্ট মেনে নিয়েছি।
কষ্টেরা অতীত!এখন তা দুঃখবিলাসে রূপ নিয়েছে।
তখন কত অস্থির ছিলাম ভাবতেই হাসি পায় ।
আমি তখন সারাটা দিন চেয়ে থাকতুম তোমার পথের পানে .......
যে পথ দিয়ে তুমি স্যারের কাছে পড়তে যেতে..বা খেলতে।
তোমার বাবা সে কি ভয়ঙ্কর রূপ ........?
আমার মনের একটা গোপন কুঠোরিতে তোমার দেওয়া পুরোনো উপহার গুলো এখনো আছে।
সেদিন গুলোতে কত স্বপ্ন ভালোবাসায় আকড়ে ছিলো এবং আছে।
তোমাতেই অভ্যস্ত ছিলাম পাগলের মতো!
খুব জানতে ইচ্ছা করে ,মধুরিমা তুমি কেমন আছো ?
আমি জানি তুমি দুর প্রবাসে একলা আছো।
আমি জেনেছি ।
স্বাচ্ছন্দ্যের লোভে গড়া সংসার তুমি ভেঙে ফেলেছো।
আমিও একলা আছি....।
ভেবো না তোমার বিরহে আমি সন্ন্যাস জীবনযাপন করেছি ।
আমিও ভালোবাসার স্বাদ গন্ধ সব নিয়েছি....।
তারপর সেই স্বপ্নও একদিন ফাটা বেলুনের মতো ভেঙে গেছে ।
তোমার আমার জীবনের , অতীতে আমার কষ্টে ভেজা মুখ !
তোমাতে অভ্যস্ততা........।
তোমার স্মৃতি পরিনত হয়েছে আজ আমার দীর্ঘশ্বাসে.....
তোমার পছন্দের আলো ঝলমল সুখের খোঁজে হারিয়ে যাওয়া।
সেই মুখের নষ্ট মায়া! সম্পূর্ণ একটা মানুষকে নষ্ট করে .......।
আমার বুকের মধ্যে সুতীব্র ক্ষত হয়ে রয়ে গেলে ।
আর আমি তোমার বিরহে এখনো একলা একা স্মৃতি গুলো রোমন্থন করি।
অন্য রকম সুখ পাওয়ার আশায় .........
মধুরিমা ,তুমি কেমন আছো ?


চলবে

মন্তব্য ৮৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি ভেবেছিলাম মধুমিতা সিনেমা হল, এখন দেখছি মধুরিমা! - ভালো মুশকিল হয়ে গেলো, মধুরিমার কোন খোজ খবর পেলে জানাবেন, তা না হলে হারানো বিজ্ঞপ্তি দিতে হবে দৈনিক পত্রিকায়!!! ফ্রিতে ব্লগ ফেসবুকেও হারানো বিজ্ঞপ্তি দেওয়া যেতে পারে। খোঁজ নিন দ্রুত।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৩

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই
খুব মুভি দেখতেন বোঝা যা্ছে । হা হা হা
মধুরিমা এখন আছে আমেরিকাতে ।তার বয়সের থেকে ২৫ বছরের বয়স্ক এক লোককে বিয়ে করেছিলো পারিবারিক চাপে ।
টেকেনি সংসার .........তারপর জানিনা...।
শুভরাত্রি

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


আপনার কবিতার এক লাইনে "হা হা হা", আমাকে ব্লগার পদাতিক চৌধুরীর কমেন্টের কথা মনে করায়ে দিলো; উনি সব যায়গায় হা হা হা লিখেন, কান্ড!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৭

ইসিয়াক বলেছেন: হা হা হা দিয়ে এখানে কষ্টের যাতনা বোঝানো হয়েছে ।
ধন্যবাদ শ্রদ্ধেয়

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: যাতনাময় মধুরিমার ভালো ছবি এঁকেছেন।
তবে বহু স্থানে টাইপো পেলাম।
যেমন:-
ভিড়/ভীড়, একটি স্থানে রূপ লিখলেও অন্যত্র রুপ হয়ে আছে, কৈশোর/ কৈশর, দূর/দুর(বিরক্তি),স্বাচ্ছন্দ্য/সাচ্ছন্দ্য,
জীবনযাপন/জীবণযাপন, সেইস্বপ্নও ( মাঝে স্পেস দিতে হবে)
এতগুলো টাইপো যখন সুন্দর কাব্য হলেও আজ আর লাইক দিলাম না হাহাহাহাহা।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৫

ইসিয়াক বলেছেন: তাড়া হুড়ো হয়ে গেছে ঠিক করছি
ধন্যবাদ দাদা ।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৬

বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: আমি ভেবেছিলাম মধুমিতা সিনেমা হল, এখন দেখছি মধুরিমা!-----আমার ও তাই মনে হয়েছিলো ---


এটা চিঠি নাকি কবিতা ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৮

ইসিয়াক বলেছেন: কি মনে হলো প্রিয় ভ্রাতা ?

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি ব্লগে এখনো বিপদে পড়েননি আজকে আপনার বিপদ আছে।
মধুরিমা কষ্টে আছে জানতে পারলে কি আপনি আনন্দিত হতেন?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৩

ইসিয়াক বলেছেন: মাহমুদ ভাই বলেছেন
মধুরিমা কষ্টে আছে জানতে পারলে কি আপনি আনন্দিত হতেন?
আমার উত্তরঃ হয়তো না । কে জানে ?
আপনি প্রশ্ন করুন আমি সব উত্তর দিয়ে দেবো

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: ল ভাই, আমার ছোট ভাই ইসিয়াক এখনো ব্লগের ব দেখেনি আজকে তাকে ব্লগ দেখাবো? পাইছি আইজ্জা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৫

ইসিয়াক বলেছেন: প্রশ্ন করুন । আমি বলবো । কি জানতে চান ?
আমি হালকা হতে চাই ।এটা খুব সিক্রেট প্রেম ছিলো।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৪

বলেছেন: হা হা হা -- কবিতার চেয়ে চি -ঠি-তে মানায় .....

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৬

ইসিয়াক বলেছেন: আচ্ছা ঠিক আছে হা হা হা বাদ

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: @ল ভাই, একটু থাকুন তো আজ ব্লগার ইসয়াকের নামে পিটিশন দাখিল হবে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৯

ইসিয়াক বলেছেন: আসামী হাজির । কিন্তু আমার ঘুম পাচ্ছে খুব ...........।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি ব্লগে হা হা হা করেছেন এটি হতাশা বার আফসোসের জন্য নয়, আপনি মনে আনন্দ পাচ্ছেন আপনি নিজে বলেছেন তার বিয়ে হয়েছিলো তার চেয়ে বয়ষে ২৫ বছরের বড় কারো সাথে, আপনি কি তখন তার চেয়ে যোগ্য ছিলেন, মাতাপিতা সন্তানের জন্য যোগ্য পাত্র দেখবেন এটাই কি স্বাভাবিক মনে করেন না?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৯

ইসিয়াক বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি ব্লগে হা হা হা করেছেন এটি হতাশা বার আফসোসের জন্য নয়, আপনি মনে আনন্দ পাচ্ছেন আপনি নিজে বলেছেন তার বিয়ে হয়েছিলো তার চেয়ে বয়ষে ২৫ বছরের বড় কারো সাথে, আপনি কি তখন তার চেয়ে যোগ্য ছিলেন, মাতাপিতা সন্তানের জন্য যোগ্য পাত্র দেখবেন এটাই কি স্বাভাবিক মনে করেন না?

না যোগ্য ছিলাম না । আমি তখন ছাত্র ছিলাম । কিন্তু সে তার ঘুষখোর পিতার অনেক টাকা পয়সা ও তার মায়ের অনেক গহনা নিয়ে আমার কাছে চলে এসেছিলো ।আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম। কারন আমি সাহসী ছিলাম না আর আমি জানতাম তার বাবা তার ক্ষমতা দিয়ে আমাদের খুজে/ধরে আনবে।

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২০

বলেছেন: গুরু পিটিশন দাখিল হবে ---- কার বরাবর ?

................উনি কোন জেনারেশনের সেটা জানেন তো ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৩

ইসিয়াক বলেছেন: ০১-০৭-১৯৭৭

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ল ভাই, জেনারেশনের গুষ্টি কিলাই, বিবাদী এখনি ঘুমের জন্য আপিল করতে চাচ্ছেন, আমি তো রিমান্ডে নিবো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩১

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই আমি উত্তর দিয়েছি ।

আমি পালাবো না । এই সুযোগে এবার একটু হাসি হা হা হা

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ১০ মিনিট ডিনার বিরতি আমি আসছি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৩

ইসিয়াক বলেছেন: ঠিক আছে

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার কাছে সঠিক তথ্য পাওয়া দুস্কর মনে করছি, কারণ ইতিমধ্য আপনি ভুল তথ্য দিয়েছেন আমি মনে করছি আপনার জন্ম তারিখ ০১-০৭-১৯৭৭ এটি আপনার সাটিফিকেট জন্ম তারিখ, আসল জন্ম তারিখ না।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৩

ইসিয়াক বলেছেন: সার্টিফিকেট
আসল ০১-০৭-১৯৭৩

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি বিচারিক অবস্থায় দাড়িয়ে হাসতে পাারেন না ব্লগার ইসিয়াক একজন নারীর দুঃসময় ভেবে আপনি আনন্দ পাওয়ার চেষ্টা করছেন। আপনার কেমন ভালোবাসা যে তার দুঃসময়ে আপনি - আপনি আনন্দ খোজ করেছন?
- তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে যেখানে আপনি ওয়াকিবহাল নন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৯

ইসিয়াক বলেছেন: তার মা বাবা আমাকে যথেষ্ট অপমান করেছিলো । অথচ সেখানে আমার তেমন কোন দোষ ছিলো না ।
তারপরেও সে বিদেশ থেকে এসে আমকে লোকমারফত অনেক কথা শোনাতো ।আমার কষ্ট লাগলেও আমি কিছু বলিনি ।তবে তার সংসার ভেঙে যাওয়াতে আমি একটু কষ্ট পেয়েছিলাম এই ভেবে যে সে একা বিদেশে আছে।

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি ভুল তথ্য দিচ্ছেন জনাব ইসিয়াক আপনার আসল জন্ম তালিখ ০১-০৭-১৯৭৭ না, এটি সার্টিফিকেটে দেওয়া যা বাংলাদেশের কোটি কোটি মানুষের সার্টিফিকেটে পাসপোর্টে দেওয়া আছে। সবার জন্ম শুধু মাসের ০১ তারিখে হয় আপনি এখানেই ভুল তথ্য দিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন!

মধুরিমা তার বাড়ী ঘর ত্যাগ করে আপনার কাছে এসেছে তাকে আপনি ফিরিয়ে দিয়েছেন একে সততা বলে না একে ভীরুতা বলে, আপনি হয়তো জানেন নাা মধুরিমার সাথে তারপর কি হয়েছে ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫১

ইসিয়াক বলেছেন: আমি সব তথ্য আগেই দিয়েছি আপনি পড়ে দেখুন।

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: যাকে আপনি ত্যাগ করেছেন সে অসহায় মানুষ, অসহায় মানুষ আঘাত করতে পারে না। সে আপনাকে কথা শুনিয়েছে বুঝলাম আপনি তো তার ইতিহাস পাবলিশড করে দিলেন পাবলিকলি??? !!! তাও ভুল ভাল - বানান ভুলে যার সাক্ষী ব্লগার পদাতিক চৌধুরী তিনি নিজে লিখেছেন টাইপো!!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৮

ইসিয়াক বলেছেন: আমি তার বর্তমান অবস্থা জেনে আপনাকে জানাবো

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: মধুরিমা তার বাড়ী ঘর ত্যাগ করে আপনার কাছে এসেছে তাকে আপনি ফিরিয়ে দিয়েছেন একে সততা বলে না একে ভীরুতা বলে, আপনি হয়তো জানেন নাা মধুরিমার সাথে তারপর কি হয়েছে ? তার বাড়িতে তার উপর যে অত্যাচার হয়েছে তার দুঃখের সঙ্গি তো আপনি ছিলেন না - হা / না একটি কথা জানতে চাচ্ছি হা / না

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৯

ইসিয়াক বলেছেন: না

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি তার মায়ের গহনা টাকা ফেরত দিতে পারতেন মানুষটা ফেরত দিলেন কেনো? ইসিয়াক সত্যি কথা বলবেন এটা জরুরী

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৪

ইসিয়াক বলেছেন: আমার বাবা ও ছিলো ভয়ঙ্কর রকমের বদরাগী লোক । এঘটনা জানাজানি হওয়ার পরে আমাকে বাসায় প্রচন্ড মার খেতে হয়েছিলো ।
আমার নিজেরই সেখানে অবস্থান নড়বড়ে ছিলো । আমি ছিলাম ক্লাস টেনের ছাত্র ।
আমি তার বাবার ক্ষমতার দম্ভ দেখেছি । আমি আতঙ্কিত ছিলাম। তাই তাকে ফিরিয়ে দিয়েছিলাম

১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: সেই মানুষটার জন্য আপনি কি আজ কষ্ট পান, নাকি তার কষ্টে আনন্দ পান? যে এক কাপড়ে তার মায়ের সোনা গহনা টাকা নিয়ে পালিয়ে এসেছিলেন কার ভরসায়? আপনার ভরসায় - হা / না বলেন

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২২

ইসিয়াক বলেছেন: হা

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগার ইসিয়াক আপনি হয়তো জানেন না, আপনার বাবা একজন ভালো মানুষ ছিলেন, একজন রাগী বাবা পাওয়া শত জনমের ভাগ্য ইসিয়াক শত জনমের ভাগ্য।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৬

ইসিয়াক বলেছেন: হতে পারে

২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার বাবার হাতের মার খেয়ে আপনি মরে গেছেন হাত পা ভেঙ্গে গেছে ? হা / না বলেন

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৪

ইসিয়াক বলেছেন: না

২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২১

বলেছেন: আদলত চলবে ...........

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৩

ইসিয়াক বলেছেন: চলুক

২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার কি মনে হয় না মধুরিমা আপনার চেয়েও বেশী মার খেয়েছে, লোক লজ্জা পেয়েছে আপনার চাইতে দশ বিশ গুন বেশী ? হা / না বলেন

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৫

ইসিয়াক বলেছেন: না

২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ল ভাই, আজকে ঠাকুরমাহমুদ না, এখানে অ্যাডভোকেট শামসুদ্দিন মাওলার ‘র বন্ধুর সামনে পড়েছে ইসিয়াক।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৭

ইসিয়াক বলেছেন: আমিতো আছি ।
আসামি হাজির

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: মধুরিমা আপনার চাইতে বেশী মার খেয়েছে, মধুরিমার বাবা মেরেছে, মধুরিমার মা মেরেছে তার সোনা গহনা নিয়ে পালাবার জন্য, সমাজের কাছে ছোট করার জন্য। মধুরিমা বিষ ডেটল খেয়ে মরার চিন্তাও করেছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩০

ইসিয়াক বলেছেন: সে মোটেও বিষ খাওয়ার মতো মেয়ে না । সে খুব সাহসী ছিলো । আমি ভীতু ছিলাম

২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: মধুরিমার সাথে সম্পর্ক আপনি আপনার মায়ের কাছে কেনো বললেন না, তিনি আপনার বাবার কাছে বলতে পারতেন। আপনি হয়তো মার খেতেন, মরে যেতেন না, কিন্তু মধুরিমার জীবনটা বিষাক্ত হতো না - কিছু একটা হতে পারতো পারিবারিক ভাবে সিদ্ধান্তে অনেক কিছু সম্ভব।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৫

ইসিয়াক বলেছেন: আমার তখন বেঁচে ছিলো না ।

২৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ইসিয়াক ইসিয়াক ইসিয়াক। আত্মহত্যা করতে সাহস লাগে ভীতুরা আত্মহত্যা করে না। মধুরিমা সাহসী ছিলো অর্থ সে মরার জন্য চেষ্টা করেছে কয়েকবার, একবার দুবার না। *** **

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৬

ইসিয়াক বলেছেন: আমার জানা নেই ।

২৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৫

বলেছেন: মধুরিমার সাথে সম্পর্ক আপনি আপনার মায়ের কাছে কেনো বললেন না, তিনি আপনার বাবার কাছে বলতে পারতেন। --- আপনি কি নিজেকে সুপুরুষ মনে করেন --? হা / না বলেন ........

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৭

ইসিয়াক বলেছেন: আমার তখন বেঁচে ছিলো না ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৯

ইসিয়াক বলেছেন: না

২৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: বাবাকে বলতে পারতেন, ছেলেরা ক্লাস টেন, ইন্টারে প্রেম ভালোবাসা করে এটা আপনার বাবা জানেন, বুড়া হয়ে প্রেম ভালোবাসা কেউ করে না। আপনার বাবা হয়তো আপনাকে চড় মেরে চেয়ার তেকে ফেলে দিতেন আবার মারতেন কিন্তু সমাধান করতেন।

আজকে আপনার ছেলে এমন করলে আপনি কি করবেন, সমাধান - সমাধানের পথ খোজ করবেন না নাকি সারা জীবনের জন্য কষ্ট তৈরি করে রাখবেন?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৯

ইসিয়াক বলেছেন: ভাবছি

৩০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগার ইসিয়াক সময় থেমে থাকে না, জীবন ও থেমে থাকে না। তবে মনের কষ্ট জীবন নামক উপন্যাসের পাতায় পাতায় লেখা থাকে। সময়ের সাথে জীবন পাল্টে গেছে। আপনাকেই দায়ী মনে করছি। এখানেই শেষ।

আপনার সংসার আছে, মধুরিমারও হয়তো সংসার আছে - তবে এখনো সুযোগ আছে, আপনি দায়ী তাই আপনার করণীয় আছে আর মধুরিমার করণীয় কি তা মধুরিমা আর সময় জানাবে। আপনার করণীয় আপনি মেনে নিতে রাজী আছেন?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৫৮

ইসিয়াক বলেছেন: শাস্তি তো ঘোষিত হলো না ।

৩১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৩

চাঙ্কু বলেছেন: মধুরিমা কেমুন আছে হেইডা মধুরিমারে ফেবুতে নক দিয়ে জিগাইলেইতো পারেন!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:০১

ইসিয়াক বলেছেন: চাঙ্কু বলেছেন: মধুরিমা কেমুন আছে হেইডা মধুরিমারে ফেবুতে নক দিয়ে জিগাইলেইতো পারেন!
মিঃ চাঙ্কু
আপনার সাথে আমি একমত ।
ধন্যবাদ ও শুভকামনা রইলো

৩২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগার ইসিয়াক ঘুমিয়ে পড়েছেন (হয়তো) তাই আজকের জন্য মুলতবি।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:০৩

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই
আমি আবার ফিরে এসেছি ।
আপনি কি তৈরি?

শুভকামনা রইলো
সুপ্রভাত

৩৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: আরিব্বাস!!! ঠাকুরমামুদ ভাই কল্লেন কি? সারারাত ধরে ইসিয়াক ভাইয়ের শুনানি পর্ব চালালেন? আপনার কড়া জবাব-সাউয়ালে ইসিয়াক ভাই ক্লান্ত ও ঘুমন্ত হয়ে সকালে আবার উঠে পড়লেন। বিচারকের আসনে লতিফ ভাইয়ের সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন চাঙ্কুভাই।
সকাল বেলায় শুনানি পর্ব আবার চলতে থাকুক। আমরা দর্শকের আসনে উপবিষ্ট হলাম।
সাধারণ দর্শক হিসেবে ইসিয়াক ভাইকে শুধু এটুকু বলতে চাই,
সুনীল গাঙ্গুলীর বরুনা কথা রাখেনি যদিও উনি পঁচিশ বছর প্রতীক্ষায় ছিলেন। তবে নীরা এসেছিল।
রুপা-সাজুর জীবনো ছিল গদ্যময়।
কবি জীবনানন্দেরও তো বনলতা সেন ছিলেন।
তাহলে বন্ধুবর কবি ইসিয়াকের জীবনে কেন মধুরিমা ব্রাত্য হয়ে থাকবেন? কেন তিনি কবির জীবনে গতি হারা নদী নয় প্রবাহিত স্রোত:স্বিনী হবেন না???

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৩৬

ইসিয়াক বলেছেন: সকাল সকাল ভালো লাগলো দাদা ।
সুপ্রভাত
দেখতে থাকুন

৩৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগার ইসিয়াক এটি কোর্ট না থানাও না। আপনাকে শাস্তি দেওয়ার তাই প্রশ্ন আসে না। তবে আপানর মনে যদি সামান্যতম শান্তি , না পাওয়ার বেদনা থেকে মুক্তি, সবশেষে সব ঠিক হয়েছে এমন কিছুও হয় তাহলেও ব্লগের সবাই আনন্দ আর আপনি শান্তি খোঁজে পাবেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই
আপনাকে অশেষ ধন্যবাদ ও আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইলো ।
আবার কথা হবে । এ পর্যন্ত বিরতি ।
আমি মধুরিমার খোঁজ নিয়ে আপনাকে জানাবো হয়তো অন্য দিন।
সেই পর্যন্ত বিদায় ।
এবং আপনার প্রতি অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আস সালামু আলাই কুম ।

৩৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



সওয়াল জবাব ভালইতো চলছিল ।
এমনটিওতো হওয়া চাই একটি লেখা কিংবা কবিতা পাঠে ।
লেখা কিংবা কবিতা পাঠের পর ভালো হয়েছে, সুন্দর হয়েছে
আর অসাধারণ হয়েছে এ জাতীয় লেখা দেখতে দেখতে
খানিকটা বিরক্তি ধরে ধরে গিয়েছিল।লেখা বা কবিতার
উপর পাঠকের সওয়াল জবাব কেমনতর হতে পারে
লেখক, পাঠক ও কবি কুল বিষয়টি বুঝুন এবার :)

যহোক, কবিতায় কিংবা চিঠি যাই হোক না কেন বলা
সাধারণ পাঠক হিসাবে বিষয় বস্তুতেই ফিরে যাই এ বেলা,
বলা হয় মাটির হাড়ি যেমন ভেঙ্গে গেলে না লাগিবে জোড়া
প্রেমের বেলাতেও তাই । সে জন্যইতো দেখা যায় হয়েছে লেখা
তারপর সেইস্বপ্নও একদিন ফাটা বেলুনের মত ভেঙ্গে গেছে তবে
সওয়াল জবাব পর্বে দেখা গেল মধুরিমার ঘরও ফাটা বেলুনের মত চুপসে গেছে !!
কার বুকে হা হা কার বেশি বাজে বুজিবে সে কিসে, ধংসিনে যারে সেই বিষে,
ঘর গড়ার চেয়ে ঘর ভাঙ্গা যে আরো করুন সে সব কথাই শুনানীতে উঠে আসে।
প্রেমের জগতে প্রেম ভাঙ্গার দায় তাকেই বেশী নিতে তা ভেঙ্গেছে যার দুষে!!
যাহোক, দিনের শুরুতে মুলতবি হয়ে যাওয়া শুনানীর কাজ চলতে থাকুক,
এক ঘুম দিয়ে উঠে এসে দেখব বিচারের রায় কি দাঁড়ায় অবশেষে।



২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় আপনাকে ।আপনার মূল্যবান মন্তব্যকে স্বাগত জানাই ।
শুভকামনা রইলো । ভালো থাকবেন।

৩৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৩১

ডঃ এম এ আলী বলেছেন: ভুলক্রমে লেখা হয়েছে বিচারের রায় তাই এ জায়গায় হবে শুনানীর অবস্থা ,
কারণ কবিতার প্রেমের জগতে ভুলভ্রান্তি বিচারের কোন প্রশ্ন উঠেনা এখানে ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো ।

৩৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করতে ভালো লাগে। কবিতা মানূষকে শান্তি দেয়। আনন্দ দেয়।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৩

ইসিয়াক বলেছেন: হা হা হা ........তাহলে জীবন চলুক জীবনের নিয়মে।
শুভকামনা রইলো।

৩৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: আপনার কিছু প্রিয় মুভির নাম টাম দেওয়ার কথা ছিল আজ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৮

ইসিয়াক বলেছেন: দেবো একটু অপেক্ষা করুন ।নতুন কবিতা লিখছি ।হয়ে এলো প্রায় ।
কি ধরনের মুভি?

৩৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগার ইসিয়াক কেমন আছেন?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই
আমি ভালো আছি । অনেক ভালো আছি , আপনাদের দোয়ায় ।
আপনার নতুন মন্তব্য পেয়ে আমার দারুণ ভালো লাগছে ।
আশা করি আপনিও ভালো আছেন।
শুভ কামনা রইলো
শুভসন্ধ্যা ।

৪০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার এই পোষ্টের প্রশ্নোত্তর তো শেষ হয়নি

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৪

ইসিয়াক বলেছেন: আজ থাক । সত্যি সত্যি আজ সকাল সকাল ঘুম পাচ্ছে। গ্রাফিক্সের কিছু কাজ করছি । বায়ার সরে যাবে ।কাল দুপুরে আলটিমেট টাইম । শুনানি আপাতত মুলতবির আর্জি রইলো । আগামী নতুন তারিখ ধার্য করা হোক।
মাননীয় আদালত সমীপে আকুল আবেদন রইলো।

৪১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: Granted

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪১

ইসিয়াক বলেছেন: Thanks a lot

৪২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:২৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আমার পড়তে ভালো লাগে বলেই পড়ে নিলাম। বরাবরের মতই ভালো লাগলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪৯

ইসিয়াক বলেছেন:
සුබ උදෑසනක්

৪৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৫৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: এটা কোন ভাষায় কি লিখেছেন? কিছুই বুঝলামনা প্রিয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪৭

ইসিয়াক বলেছেন: হা হা হা ............প্রিয়াকে লেখা তো একটু অগোছালো এবং দুর্বোধ্য ।
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.