নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

উদক সমীপে

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪২


মেখলা রূপসী ,
এমন প্রণয়ীকে বেছে নাও তুমি,
যে তীব্র আকর্ষিত হবে তোমার অতল উধদির প্রতি।
বেয়ে বেয়ে বয়ে যাবে সীমাহীন অসীমের দিকে।
ভালোবাসায় থাকবে র্নিমল চাওয়া পাওয়া ।
আহা! প্রেম ভারে হবে তার মস্তক অবনতি।
শুধু তোমার প্রতি
যে তোমাকে ভালোবাসবে স্রেফ তোমার জন্য
তোমাকে পাওয়া না পাওয়া সেখানে মুখ্য বিষয় নয় ,
তোমার রেশমী রেশমী ‍তুলো সাদা নীরদ কিংবা ঘন বর্ষা কালো চঞ্চু ।
যাকে আকর্ষিত করবে কিন্তু অপমানিত নয়,
এমন প্রণয়ীকে চাও তুমি।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪

ডঃ এম এ আলী বলেছেন:



উদকের কতই না ভাব কতই না প্রকাশ
বলা আর না বলা কথামালা, দেখা গেল
উদক হতেই আসে উদাসী প্রেম,
অনায়াসেই জন্ম দেয় এক হতাশা,
পাওয়া না পাওয়ার উদাসীন মন
নিয়ে যায় তাকে গভীর বিষণ্নতায়,
দু:খ পেলেও হয়না নিমজ্জিত আঁধারে
তবে পরিনত হয় নির্মল নির্মোহ প্রেমিকে।
এমনি কিছু কাব্য কথা ঝড়ে পরেছে
উদক কবিতাটির পরতে পরতে,
গত কালের সেই কবিতাটির উপরে -
শুনানীর স্বার্থক পরিনতি অবশেষে
পেয়েছে স্বাসত প্রেমের গতি অনিমেষে।

ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য ।

শুভেচ্ছা রইল

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

ইসিয়াক বলেছেন: প্রিয় শ্রদ্ধেয় ,অনেক অনেক শুভকামনা জানবেন হৃদয়ের অন্তস্থল থেকে ।
আর প্রিয় মাহমুদ ভাই , লতিফ ভাই সবার প্রতি আমার শ্রদ্ধা ও অগাধ ভালোবাসা রইলো ।
ধন্যবাদ

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

বলেছেন: মেঘলা নাকি মেখলা???
পাওয়া নাকি পাওযা??

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫

ইসিয়াক বলেছেন: মেখলা - মেঘ জমা , মেঘ করা
পাওয়া হবে

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

বলেছেন: শুদ্ধ ভালোবাসার চাওয়া পাওয়ায় ঋদ্ধ হোক প্রণয়ের মৌমাছি।।।



ভালো থাকুন।। শুভকামনা রইল।।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬

ইসিয়াক বলেছেন:

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: রেশমি লিখেছেন আবার রেশমী লিখেছেন?? সঠিক কোনটা?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৪

ইসিয়াক বলেছেন: তোমার রেশমী রেশমী ‍তুলো সাদা নীরদ কিংবা ঘন বর্ষা কালো চঞ্চু ।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: স্যার দেরিতে কমেন্ট করার জন্য দুঃখিত।
বয়ে যাবে সসীম থেকে অসীমের দিকে,
ভালোবাসায় থাকবে নির্মল( নির্মলে টাইপো আছে) আকুতি।
আহা! প্রেম ভারে হবে তার মস্তক অবনত।‌

বেশ ভালো লাগলো কবিতাটি।
শুভকামনা প্রিয় ইশিয়াক ভাইকে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৩১

ইসিয়াক বলেছেন: অনেক শুভকামনা রইল প্রিয় দাদা
সুপ্রভাত

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৫১

কবি হাফেজ আহমেদ বলেছেন: একটি ভালো লেখা পড়লাম। কবিতায় +++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৩৪

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাফেজ ভাই

শুভকামনা রইলো ।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ভালোলাগা ++
মেখলা - কোমরে পরবার গহনা , জানতাম।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: আমাকে ভাল কিছু মুভির নাম দেন। যে মুভি গুলো ইউটিউবে পাওয়া যাবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১১

ইসিয়াক বলেছেন: আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.