নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

"বাবা "

০১ লা অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩৬


"বাবা " তো এক মহাসমুদ্রের নাম ।
জন্মাতেই তাতে আমি নাম লেখালাম।
বাবা , আজো আমি কাঁদি শুধু তোমার জন্য ।
তোমার ভালোবাসা ছাড়া জীবন পুরোটাই অপূর্ণ ।
তুমি আমায় বুকে নিয়ে কাটিয়েছো কত সোহাগ মাখা রাত।
তোমার কোলে - পিঠে কেটেছে আমার হাজারটা সোনালী প্রভাত।
তোমার ভালোবাসার চাদরে ঢাকা আমার সেই সে সুখের দিনগুলি।
দিনের শুরু হতো আমার ,নিয়ে তোমার পদধুলি ।
অনেক পরিশ্রম করে তুমি ফিরতে বাড়ি যখন..।
আলো ঝলমল করতো তোমার ক্লান্ত মুখটি তখন ।
আবার ,তোমার সাথে হাঁটতাম আমি অনেকটা পথ যখন ..
ক্লান্ত হরে ঘুমিয়ে নিতাম তোমার কোলে জানিনা কখন।
কষ্ট যখন হতো আমার এই ছোট্ট হৃদয়ে।
কি যে উতলা হতে তুমি আমায় নিয়ে ...

চলতে চলতে অনেকটাপথ অনেকটা দিন ঘুরে ।
জানিনা কবে কখন তোমার ছেলে চলে এলো দুরে।
এখন আমার নিজের ঘর এখন আমি বাবা ।
তোমাদের ছেড়ে এলাম চলে ,তাছাড়া করতাম ই বা কিবা।
সংসার নামে জেলখানায় আমি হলাম বন্দী
গৃহ বিবাদ ঠেকাতে করলাম অসম সন্ধি ।
ইচ্ছা আমার ছিলো খুব তোমার সাথে থাকি ।
পরিস্থিতি বদলে গেলো ছিড়লো সম্পর্কের রাখি।।
তোমার বৃদ্ধ নিঃশ্বাস এখন অসহায় শ্বাস ছাড়ে ।
সংসারের টানাপোড়েনে হৃদয় পাথর চাঁপা পড়ে।
বাবা তুমি ক্ষমা করো আমায় ,একদিন আমিও আসবো নিশ্চয় ফিরে।
তোমার আমার সাজানো সংসারে ,সুখ দুঃখের ছোট্ট নীড়ে।।
অনুপ্রেরণায় ও কৃতজ্ঞতায়ঃ প্রিয় ভ্রাতা রহমান লতিফ।

মন্তব্য ১৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪৯

বলেছেন: বাবা -- এক মোহ মায়া, এক কায়ার নাম
বাবা - আদর সোহাগের শত সহস্র রুপকথা।।।
বাবা - ছোট্ট বাবুই পাখির বাসা।

এটা ভালো লাগলো বাট শেষ এক লাইনে তিনবার তোমার প্রাঞ্জলতাগুণ হ্রাস পেয়েছে।।।


ভালো থাকুন।।। শুভেচ্ছা।।

০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪৯

ইসিয়াক বলেছেন: প্রিয় লতিফ ভাই
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
শেষ লাইনটা ঠিক করে দিলাম

০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৯

ইসিয়াক বলেছেন: প্রিয় ভ্রাতা রহমান লতিফ ভাই তার লেখা বাবা কবিতার মন্তব্যের প্রতি মন্তব্যে
বলেছিলেন : বাবাকে নিয়ে তবে একটা কবিতা লিখে ফেলুন।।।



তার অনুরোধে এই প্রচেষ্টা ।

২| ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৯

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: খুব ভাল লাগল, খুব সকালে বাবাকে নিয়ে এত ভাল একটা লেখা পড়ে।

০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৯:২১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় আপনাকে।

৩| ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: একজন অসহায় প্রাণীর নাম বাবা। সবার কষ্ট সে বুঝে কিন্তু তাঁর কষ্ট কেউ বুঝতে চায়না। বাবা দিনরাত শ্রমের মাধ্যমে তাঁর সমস্ত কান্নাহীন ভালোবাসা উজার করে দিয়ে যায় কিন্তু বিনিময়ে বদনাম ছাড়া তেমন কিছুই পায়না। মহান রব সবার বাবাকে শান্তিতে রাখুন। আমিন।

০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৯:২২

ইসিয়াক বলেছেন: হাফেজ ভাই কেমন আছেন ?
সুপ্রভাত ।

৪| ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হয়তো তুমি মেঠো পথে
একাই হাঁটতে পারো
হোঁচট খেলে বলবে তুমি-
বাবা হাতটা ধরো!


বাবার জন্য ভালোবাসা। কবিতায় ++

০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৮

ইসিয়াক বলেছেন: সেই মেঠো পথ ধরে চলে যাবো আমরা অনেকটা দুর
ভালোবাসা আরো গভীর হবে সম্পর্ক হবে সুমধুর ।।

সৌরভ আসেন চা পান করি ।

শুভকামনা রইলো

৫| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৪

বিজন রয় বলেছেন: আজ নাকি কন্যা দিবস! তাই কি এই কবিতা?

সব কন্যার বাবাদের শুভকামনা এই কবিতার মধ্য দিয়ে।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:১২

ইসিয়াক বলেছেন: না না বিজনদা কন্যা দিবস ভেবে লেখা নয় ।
প্রিয় কবি লতিফ ভায়ের "বাবা" কবিতায় মন্তব্যের পরে লতিফ ভাই আমায় বললেনঃ বাবাকে নিয়ে তবে একটা কবিতা লিখে ফেলুন। তাই এই অপচেষ্টা ।
শুভকামনা দাদা ।ভালো থাকবেন।
ধন্যবাদ

৬| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ সবার বাবাকে ভালো রাখুন

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।

৭| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

তারেক_মাহমুদ বলেছেন: পৃথিবীর সব বাবারা ভাল থাকুন ।

০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা রইলো ।

৮| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইসিয়াক ভাই

দিনের বেলা আর আমার ব্লগিং করা সম্ভব হয়ে উঠছেনা।
বাবা মানে এক আকাশ ভরসা।পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য স্থান। কাব্যে ভালোলাগা।
শুভকামনা জানবেন।

০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

ইসিয়াক বলেছেন: ব্যস্ত থাকা ভালো প্রিয় দাদা।ব্যস্ত থাকুন। জীবন সুখে ভরে উঠুক ।
আপনারা আছেন বলেই ভরসা পাই।
শুভকামনা রইলো ।
শুভসন্ধ্যা।

৯| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: আমার আব্বার বয়স ৫৯।
সে এখন খুব অসুস্থ। প্রচুর ডায়বেটিকস। পায়ের একটা আঙ্গুল কেটে ফেলতে হয়েছে।
আব্বা আমাদের সাথে থাকে না। দুই একদিনের মধ্যেই আব্বা কে দেখতে যাবো।

০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৫

ইসিয়াক বলেছেন: অবশ্যই যাবেন । আর আমার সালাম জানাবেন।
অনেক ধন্যবাদ বন্ধু ।
আপনার আব্বা সুস্থ থাকুন ভালো থাকুন । এই কামনা করি ।
শুভরাত্রি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.