নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ঝরা শিউলি

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৭


আমি যেদিন হবো ঝরা শিউলি ,
খুঁজোনা আমার তোমরা খুঁজোনা ।
পথে যেতে যেতে হঠাৎ দেখা ,
পথের শেষই আমার ঠিকানা ।

আমি হারাবো যবে অনন্তের পথে,
যেথা তারা সকল ফুটে রয় ।
বুনোফুল আমি ,আমার গন্ধ
আসলেই এমনি হয় ।

এ পৃথিবীর পরে এসেছিনু আমি ,
কিছু দিনের তরে হায়।
শুধু হয়ে রব তোমাদের স্মৃতি
হয়তো রয়ে যাবো ভাবনায় ।

তোমাদের নির্লোভ ভালোবাসা ,
আমায় করেছে আপ্লুত ।
সেটুকু ই আমার মাথার মণি ,
শত শ্রদ্ধায় অবনত।

অদেখা জগতের অচেনা সাথীদের
স্বার্থ হেথায় অদৃশ্য ।
ভালোবাসা তাই এত মোহময় রূপে ,
হয়ে ওঠে প্রকাশ্য ।

উৎসর্গ প্রিয় ভ্রাতা ব্লগার রহমান লতিফ কে ।
তার কবিতা “ শিরোনামহীন” পড়ে মন্তব্য করতে গিয়ে এই কবিতাটি লিখে ফেললাম।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৮

অব্যক্ত কাব্য বলেছেন: বাহ্ চমৎকার
আমার লেখাটিও পড়ে নিতে পারেন দেবী ও অনুভূতি

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভসকাল

২| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: এসেছিনু লিখলেন??
রবীন্দ্রনাথ??

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:২০

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: এসেছিনু লিখলেন??
হো হো হো..... । বদলাবো ......। না থাক।
কেন জানি লিখতে ভালো লাগলো। আসলে আমার কেবলি মনে হয় আমার লেখা গুলো আমার নয়।
কে যেন আমাকে দিয়ে লিখিয়ে নেয় !!!!!!!

৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ !

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭

ইসিয়াক বলেছেন: শুভসকাল ,
কেমন আছেন ?

৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: শুভসকাল ,
কেমন আছেন ?


একেবারে ভালো না।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩

ইসিয়াক বলেছেন: বেশি বেশি কবিতা পড়ুন, বই পড়ুন ,গান শুনুন .......মন ঠিক ভালো হয়ে যাবে।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: শিউলি ঝরে যায় কিন্তু বিলিয়ে যায় অকাতরে তার সৌরভ। কাব্যে ভালোলাগা।
উৎসর্গে শ্রদ্ধা।
শুভকামনা ও ভালোবাসা দুজনকেই।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইলো প্রিয় দাদা ।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

অজানা তীর্থ বলেছেন: সুন্দর রূপক ধর্মী কবিতা।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:





ব্লগার রহমান লতিফ ভাই ও ব্লগার ইসিয়াক ভাইকে শুভেচ্ছা

০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৬

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই ,
আপনার প্রতিও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইলো ।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:২২

নীল আকাশ বলেছেন: লতিফ ভাই খুব দারুণ একজন মানুষ। প্রিয় মানুষকে নিয়ে লেখা দেয়াই যায়।
ধন্যবাদ।

০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ভালো লাগা আপনার আগমনে প্রিয় নীল আকাশ ভাই ,
আপনিও আমার একজন প্রিয় ভাই । শুভকামনা রইলো ।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:



দু'জনই প্রিয় লেখক। চমৎকার কবিতায় উৎসর্গ। +++

০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ভাইয়া ।
শুভসন্ধ্যা

১০| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর । আমারও ইচ্ছে হয় প্রতিদিন হাবিজাবি লেখা পোস্ট দেই
কিন্তু কেনো যে দেয়া হয়ে উঠে না

০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

ইসিয়াক বলেছেন: আপু আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

বলেছেন: দারুণ কবিতা।।।।
আমার একটি প্রিয় কবিতায় আপনারা এমন সুন্দর কবিতা পড়তে পেরে পুলকিত হলাম।।


আপনার অসাধারণ কবিতাটা আমাকে উৎসর্গ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।।।


ভালো থাকুন।।।

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৭

ইসিয়াক বলেছেন:

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৭

আমার গল্প বলেছেন: অসাধারণ ছিল।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ ভোর ৫:৫৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা রইলো।
সুপ্রভাত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.