নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণকলি-নতুন পথের হাতছানি- ২য় পর্ব

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৭


[link|https://www.somewhereinblog.net/blog/Rafiqvai/30284445#nogo|কৃষ্ণকলি-[সহজ সরল এক গ্রাম্য বালিকা]]
{ দ্বিতীয় পর্ব}
যৌথ পরিবারে সাধারণত কর্তা কেন্দ্রিক হয়ে থাকে।তাই পরিবারের ছোট বড় সকল কিছুর সিদ্ধান্তই এক কর্তার নির্দেশে আসে তাই এখানে ওই একজন ছাড়া বাকীদের মতামত এর গুরুত্ব কম থাকে।আমাদের পরিবারে কর্তা আমার দাদাজান । তিনি অবশ্য আমায় খুব ভালো বাসে দাদাজান যদি না থাকতো তবে আমরা মা ও মেয়ে এ বাড়িতে থাকতে পারতাম কিনা সন্দেহ আছে ।

দাদাজানের ভয়ে আমাদের কেউ তেমন কিছু না বললেও এটুকু বোঝা যায় দাদাজানের অবর্তমানে আমাদের মা মেয়ে এখানে থাকা হবে না।সেজন্য মা যে চিন্তা করেন তা আমি বুঝি।ইদানিং তিনি আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছেন ।আমার বয়স এখন পনেরো গ্রামে আমার বয়সী অনেক মেয়ের বিবাহ সম্পন্ন হয়ে গেছে। ছোট বেলা থেকে আমার খুব শখ আমি অনেক ক্লাস পর্যন্ত পড়বো। কলেজ যাবো।

আজ সকাল সকাল লাবু ঘটক দাদাজানের সাথে দরদালানে আলোচনা করছেন।লাবু ঘটকের দর্শনে আমার মনটা একটু ভারি হয়ে এলো।আমি ঠিক বুঝে গেছি সে কি জন্য এসেছে ।তাকে আমার মতলববাজ বলে মনে হয়।

শত কাজের ভিড়ে মা এসে বলল, কলি ভালো করে সাবান মেখে গোসলটা সেরে ফেল।আর মুখে একটু ক্রিম মাখিস।তোর বয়সী মেয়েরা দেখিস না কত সেজেগুজে থাকে। আর তোকে দেখলে তো ভুত ও পালাবে।গোসলের আগে মুখটা একটু ভালো করে ঘষে নিবি,
বুঝেছিস।
এতো সকাল সকাল কেউ গোসল করে?
তুমি বড্ড মুখেমুখে উত্তর করা শিখেছো, এরকম চালিয়ো পরের বাড়িতে ! সোজা ঘাড় ধরে বের করে দেবে।
কে যাচ্ছে তোমার পরের বাড়ি?
না তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? হুশ আছে তোমার দাদাজান চোখ বুজলে আর পায়ের তলায় মাঠি থাকবে?টিকতে পারবে এ বাড়ি?সময় থাকতে পথ দেখ।পরে আফসোসের কুল থাকবেনা।
আমি লেখাপড়া শিখতে চাই মা।
সে যদি তোমার শ্বশুরবাড়ির লোক চায় তো হবে।আমার অতো সাধ্যি নেই আর সাহস ও নেই । অনেক জ্বালায় জ্বলছি আর জ্বালিয়ো না।
এর মধ্যে আবার শ্বশুর বাড়ির কি হলো্?
যাও সকাল সকাল গোসল সেরে এই কাপড় বের করে রেখেছি ।তৈরি হয়ে নাও বৈঠকখানায় লোক এসেছে যুথি তোমার সাথে যাবে তুমি দেখা করে আসো।আর হ্যাঁ খবরদার চ্যাটাং চ্যাট্ং করে কথার উত্তর দেবেনা । যা জিজ্ঞেস করে নম্র ভদ্র হয়ে গলা নামিয়ে কথা উত্তর দিবে।তোমার মেজাজ তো আমি চিনি।
তুমি সব সময় জেদ ধরোমা।আমার অচেনা অজানা লোকের সামনে রঙ মেখে সং সেজে যেতে ইচ্ছা করে না।
যা করি তোমার ভালোর জন্য করি।তোর দাদাজান চোখ বুজলে।তোমার চাচারা দাফন কাফন সেরে এসেই সবাই মিলে আমাদের দুজনকে লাথি মেরে তাড়াবে। কথাটা মনে রেখো।আমি এর বেশী কিছু বলতে চাই না।

আমি এইটুকু বয়সে খেয়াল করে দেখেছি মেয়ে হয়ে পৃথিবীতে জন্মানোটাই পাপ। তার যেন কোন নিজ্বস্বতা বলে কিছু থাকতে নেই।তার কোন স্বাধীনতা নেই সব কাজে পদে পদে বাধা । এ করা যাবেনা ,ও করা যাবেনা ,ওখানে যেও না, ওর সঙ্গে মিশোনা । শুধু না না আর না।
মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে ।কখনো কখনো নিজেকে মনে হয় খাঁচায় পোষা পাখি।কয়েকদিন হলো রেবা আপু এসেছে। আমার রড় চাচার বড় মেয়ে ।ও ঢাকায় থাকে। আমায় খুব ভালোবাসে প্রতিবার ঢাকা থেকে এলেই আমার জন্য নানা রকম বই নিয়ে আসে ।ও এলে আমার অন্য রকম আনন্দ হয়।
রেবা আপু হৈ হৈ করে ঘরে ঢুকলো,আরে কলি তোর নাকি বিয়ে?
হঠাৎ করে এমন কথা শুনে লজ্জায় আমার মুখটা লাল হয়ে গেলো।আমি অস্ফুষ্ট স্বরে বললাম, কি যে বলো না আপু।
নে নে তাড়াতাড়ি গুছিয়ে নে দাদাজান ডাকছে।
আমি রেবা আপুর হাত জড়িয়ে ধরলাম আপু আমি এখন বিয়ে করতে চাই না।
ওমা তা কেন?
আমার ভয় করে?তাছাড়া আমি পড়াশোনা করতে চাই্।
রেবা আপু খানিক কি যেন ভাবলেন তারপর বললেন আরে দেখতে এসেছে ।তো কি হয়েছে ? বিয়ে কি এতোই সহজ?তুই তৈরি হয়ে নে অনেকদিন মনের মতো সাজুগুজু করিনা । এই সুযোগে আজ আবার সাজবো।......আর তোকে ও সাজাবো পেত্নীর মতো করে .হিহিহি।

চলবে..।


#মানুষের ভাগ্য লিখন বিধাতার হাতে,
কখন কি হয় কেউ পারেনা জানতে।

সত্যি ই কি তাই? কে জানে।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১২

হাবিব বলেছেন: কবিতা গল্প সকল স্থানে আপনার সমান বিচরন........

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার । এটা কিন্তু কৃষ্ণকলির দ্বিতীয় পার্ট। কেন জানি লিঙ্ক কাজকরছেনা।
https://www.somewhereinblog.net/blog/Rafiqvai/30284481

২| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: মেয়ে হয়ে জন্ম নেওয়া টা পাপ নারে ভাই।
তবে দরিদ্র দেশে একটা মেয়েকে খুব কষ্ট করে বড় হতে হয়।
মেয়ে নিয়ে নবীজির হাদীসটা পড়েন নি??

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৯

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: মেয়ে হয়ে জন্ম নেওয়া টা পাপ নারে ভাই।
তবে দরিদ্র দেশে একটা মেয়েকে খুব কষ্ট করে বড় হতে হয়।
মেয়ে নিয়ে নবীজির হাদীসটা পড়েন নি??

আরে বন্ধু এটা তো আমি বলছি না।
গল্পের চরিত্র তার জীবন থেকে অভিজ্ঞতা বর্ণনা করছে।
বিঃদ্রঃএখানে হাদিসের প্রসঙ্গ কেন এলো বুঝতে পারছিনা।

৩| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৭

রূপম রিজওয়ান বলেছেন: খাসা।চলতে থাকুক।++

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
সঙ্গে থাকুন।
শুভকামনা রইলো।

৪| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৯

নুরহোসেন নুর বলেছেন: চলতে থাকুক কৃষ্ণকলি উপাখ্যান!

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
সঙ্গে থাকুন।
শুভকামনা রইলো।
শুভরাত্রি

৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৪১

মা.হাসান বলেছেন: "কৃষ্ণকলি-সহজ সরল এক গ্রাম্য বালিকা -১ম পর্ব"

এর পর
দিয়েন, লিঙক কাজ করা উচিত। #nogo অতিরিক্ত এসেছে, পর্বের নামেও ব্রাকেট অতিরিক্ত এসেছে।
দুঃখ ব্যালেন্স করার জন্যই কি রেবা আপুর আমদানী? দেখা যাক উনি কতদূর পারেন।
অনেক ভালোলাগা রফিক ভাই।

২৩ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:২৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ,মা.হাসান ভাই
ভাবছি আর কবিতা লিখবো না ।
জীবনের নিরাপত্তা বলে কথা =p~ কি কন ? :D

৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৪৩

মা.হাসান বলেছেন: [link|https://www.somewhereinblog.net/blog/Rafiqvai/30284445|কৃষ্ণকলি-সহজ সরল এক গ্রাম্য বালিকা -১ম পর্ব

২৩ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৪৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৪৪

মা.হাসান বলেছেন: এর পর ব্রাকেট শেষ হবে ( এই ব্রাকেট "]";)

প্রথম বারে ঠিক মতো দিতে পারি নি, দুঃখিত।

২৩ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৮| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১০

মোহামমদ কামরুজজামান বলেছেন: অভাব অনেক ইচছাই পূরনের অনতরায় । তা সে ছেলে বা মেয়ে যেই হোক না কেন।

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৯

ইসিয়াক বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম ভাইয়া।
আপনি ঠিক বলেছেন ।মন্তব্যে প্রীত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.