|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
এক টুকরো রুটি পেলে মেয়েটির ক্ষুধা মিটতো!
পাতে দুই হাত কিছু খেতে পায়না,
ব্যস্ত শহরে সবাই ব্যস্ত ......। 
ছোট মানব শিশুতো তাই বোধহয়
কেউ তাকে পাত্তা দেয় না!!
কেউ কথা বলা ময়না পোষে, 
কেউ বাহারি নামের রকমারী মাছ
তাদের খাবার ও দামি দামি....।
তারা বড় বেশী পশুপ্রেমী .......
জীবে দয়া করিছে তারা ,
সেবিছে তারা ঈশ্বর!!
হা হাত্মোমি,
চরম  ভণ্ডামির একশেষ.... 
কারো কারো তো আবার দামি দামি শয্যাসঙ্গী কুকুর অথবা বেড়াল
অথচ গলির ধারের অভুক্ত শিশুটি...। 
ডাষ্টবিনের খাবার খুটে খায়
দেখা যায় উচ্ছিষ্ট খাবারগুলো কোন 
সৌভাগ্যবান বিদেশী কুকুর
অথবা বেড়ালের ফেলে দেওয়া এঁটো।
হায় মানুষ!
চেয়েও দেখনা মিথ্যা অহমিকায়.....
এক টুকরো রুটি পেলে মেয়েটির ক্ষুধা মিটতো!
 ২৬ টি
    	২৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:৩০
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:৩০
ইসিয়াক বলেছেন: শুভসকাল মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই,
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
২|  ২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:৩৯
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:৩৯
নুরহোসেন নুর বলেছেন: শুভ সকাল,
কবিতায় বাস্তবতা প্রকাশ পেয়েছে।
ধন্যবাদ।
  ২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:৪১
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:৪১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ  
নুরহোসেন নুর ভাই।
শুভসকাল
৩|  ২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:২০
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: কিন্তু আপনি কয়জনকে একটুকরো রুটি দিবেন?
এদের সংখ্যা তো অনেক।
  ২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৫১
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৫১
ইসিয়াক বলেছেন: সংখ্যা এখানে গুরুত্বপূর্ণ নয়। ইচ্ছাটাই আসল।
পারলে একজনের জন্য করবো। 
সদিচ্ছা টুকু ই যথেষ্ট নয় কি?
আসুন শুরু করি ...।
৪|  ২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৭
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৭
ফাহাদ হামযা বলেছেন: আপনার কবিতার বাস্তবতা নিয়ে আজকে আমার দিন শুরু..!
  ২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৫৩
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৫৩
ইসিয়াক বলেছেন: ফাহাদ হামযা ভাইয়া,
আপনাকে আমার ব্লগে  স্বাগতম।
মন্তব্যে প্রীত হলাম।
শুভকামনা রইলো।
৫|  ২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৪৭
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ক্ষুধা দিয়ে সকাল শুরু করলাম। 
কবিতায় ++
  ২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৫৩
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৫৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া,
কৃতজ্ঞতা রইলো।
৬|  ২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:১৪
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
অপচয়কারী শয়তানের ভাই।
বিশেষ করে যারা খাবার অপচয় করে
তাদের ক্ষমা নাই।
  ২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:২৭
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:২৭
ইসিয়াক বলেছেন: মানুষ একটু সচেতন হলে পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠতো নুরু ভাই। 
মন্তব্যে কৃতজ্ঞতা।
৭|  ২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:১৬
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:১৬
নজসু বলেছেন: 
আমাদের চিন্তাবোধ পাল্টাতে হবে প্রিয় কবি।
  ২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:২৯
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:২৯
ইসিয়াক বলেছেন: ঠিকই বলেছেন নজসু ভাই 
আমাদের চিন্তাবোধ পাল্টাতে হবে 
মন্তব্যে ও কবিতা পাঠে কৃতজ্ঞতা।
৮|  ২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:৫৮
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:৫৮
সাইন বোর্ড বলেছেন: বেশ মানবিক ভাবনা, ভাল লাগল ।
  ২৭ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৪৪
২৭ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৪৪
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
৯|  ২৭ শে নভেম্বর, ২০১৯  দুপুর ২:২৯
২৭ শে নভেম্বর, ২০১৯  দুপুর ২:২৯
নার্গিস জামান বলেছেন: সুন্দর 
  ২৭ শে নভেম্বর, ২০১৯  দুপুর ২:৪৭
২৭ শে নভেম্বর, ২০১৯  দুপুর ২:৪৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু।
কৃতজ্ঞতা রইলো
১০|  ২৭ শে নভেম্বর, ২০১৯  রাত ১১:১৮
২৭ শে নভেম্বর, ২০১৯  রাত ১১:১৮
রূপম রিজওয়ান বলেছেন: বাহ! মানবতাবাদের সুর। আপনি তো পুরো দাপিয়ে বেড়াচ্ছেন! বরাবরের মতই মুগ্ধতা++
  ২৭ শে নভেম্বর, ২০১৯  রাত ১১:৫১
২৭ শে নভেম্বর, ২০১৯  রাত ১১:৫১
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
১১|  ২৮ শে নভেম্বর, ২০১৯  রাত ১২:৫২
২৮ শে নভেম্বর, ২০১৯  রাত ১২:৫২
কিরমানী লিটন বলেছেন: মন ছুঁয়ে গেলো - খুব ভালোলাগা.....
  ২৮ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:০৪
২৮ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:০৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো ভাইয়া।
শুভসকাল
১২|  ২৮ শে নভেম্বর, ২০১৯  রাত ৮:২৬
২৮ শে নভেম্বর, ২০১৯  রাত ৮:২৬
আরোগ্য বলেছেন: 
  ২৮ শে নভেম্বর, ২০১৯  রাত ৮:২৮
২৮ শে নভেম্বর, ২০১৯  রাত ৮:২৮
ইসিয়াক বলেছেন: এদের নাম কি?
১৩|  ২৮ শে নভেম্বর, ২০১৯  রাত ৮:৩৪
২৮ শে নভেম্বর, ২০১৯  রাত ৮:৩৪
আরোগ্য বলেছেন: পিকু ও মিকু যথাক্রমে।
  ২৮ শে নভেম্বর, ২০১৯  রাত ৮:৪০
২৮ শে নভেম্বর, ২০১৯  রাত ৮:৪০
ইসিয়াক বলেছেন: সুন্দর নাম। 
গত পরশু আমার বাড়িতে একটা ছোট্ট রিড়াল ছানা এসেছে...থেকে গেছে ।
দেখে মায়া হচ্ছিলো শীতে কষ্ট পাচ্ছিলো।নাম রেখেছি লুসি। ও খুব দুষ্টু।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:২৪
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৭:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যারা খাবার অপচয় করে তারা মানবতার শত্রু ।
তাদের উচিত অপচয় বন্ধ করা।