নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আগুন লাগা সন্ধ্যায়
তোমার আগুন ছোয়া স্পর্শ,
মনে হলো সপাঠে চুম্বন আঁকি
তোমার ঠোঁটে ও গালে।
যা চাই একেবারে নিজের করে চাই,
যা পাই তা একান্ত ই চাই,
লোক নিন্দা লাজ .
সেতো মধ্যযুগীয় ধ্যান ধারনা..।
আমার আমি
আর
তোমার তুমি
মিলে মিশে হয় যত পাগলামী,
দেখে জ্বলুক ,মরুক, সব অধুনা যৌবন লুপ্ত ...।
হাড় হাভাতের দল।
নতুন ব্লেড আর একখানি আপেল
এসো কুচি কুচি
ভালোবাসায় রক্তাক্ত হই।
তীব্র দহন,বুকের পীড়ন
অবশেষে সুখানুভূতি।
তোমার আমার মিলন,
মিলন স্রোতে ভাসি দুজন।
এখন যৌবন যার
ভালোবাসাই তার শ্রেষ্ঠ সময়,
এসো বদলে দেই সব,
পুরানো ধ্যান ধারণা ও শ্লোগান।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬
ইসিয়াক বলেছেন: শিখা আপুর কবিতা ভালোবাসার আগে আরেকবার ভেবে দেখো... পড়ে মনে হরো একটা কিছু লিখি । তাই এই প্রচেষ্টা ......
শুভকামনা রইলো প্রিয় দাদা।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬
বাকপ্রবাস বলেছেন: নতুন ব্লেড আর আপেল এর ব্যাপারটা দারুণ লেগেছে হা হা হা
০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮
ইসিয়াক বলেছেন: বাকপ্রবাস ভাইয়া মন্তব্যে ভালো লাগা।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো ।
ভালো থাকুন সব সময় ।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো সেলিম ভাই ।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
কৃতজ্ঞতা
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
আজ আমিও একটা কবিতা লিখেছি সাহস করে। আপনার মন্তব্যের অপেক্ষা আছি।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫
ইসিয়াক বলেছেন: সময় দেখে মিলিয়ে নিন পোষ্টের দুই মিনিটের মাথায় কমেন্ট করেছি.......।
কবিতায় ভালো লাগা ..
লিখতে থাকুন।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩
জুল ভার্ন বলেছেন: কবিতার ভাষা, কবিতার শব্দ কতটা শক্তিশালী হতেপারে তার প্রমাণ এই কবিতা! চমৎকার!
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মন্তব্যে ভালো লাগা।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪
বিজন রয় বলেছেন: সত্যি বলতে কি আমি যখন এই কবিতাটি পড়ছিলাম, তখন শিখা রহমানের ওই কবিতাটির কথা আমার মনে এসেছিল। আপনি সেটাই বললেন!!
বাহ!
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
ইসিয়াক বলেছেন: বিজনদা আমি যখন কবিতা পড়ি ,যদি কবিতাটি আমার মনে ধরে যায় তখন আমি সেই কবিতা ধরে কিছু একটা লেখার চেষ্টা করি ।
এটাই আমার বেশি বেশি লেখার আসল রহস্য।
আবারো মন্তব্যে আসার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইলো্
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
রূপম রিজওয়ান বলেছেন: দুর্দান্ত ভাইয়া!++
শুভ অপরাহ্ণ।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪
ইসিয়াক বলেছেন: আপনার বন্ধুরা কি আমার লেখা পড়ে ? তরুণ প্রজন্মের মতামত আমার খুব দরকার ছিলো।
আশা করি জানাবেন।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১২
রূপম রিজওয়ান বলেছেন: ব্লগে তো সমবয়সী কোন বন্ধু পাই নি এখনো!
তার উপর সাহিত্যের প্রতি অনুরাগ তো দিনদিন বোধহয় কমে যাচ্ছে। তবে ফেসবুকের পরিবর্তে যদি এরকম ব্লগিং সাইটে অবসরের অল্প কিছু সময় ব্যয় করাতে উদ্বুদ্ধ করা যায়(আসক্ত না হয়ে),তবে দারুণ ব্যাপার হবে!
শুভেচ্ছা!
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর ভাবনা ।
বয়স হিসাবে আপনার চিন্তা ভাবনার গভীরতা অনেক বেশী ।
ভার্চুয়াল বন্ধুর কথা নয় । সহপাঠী বন্ধু বান্ধবের কথা বলেছিলাম ।
যা হোক শুভকামনা রইলো ।
আরেকটি কথা কবিতা লিখতে চাইলে আপনাকে প্রচুর কবিতা পড়তে হবে । সব ধরনের কবিতা আর কি।আর সবচেয়ে বড় কথা যে কাজটা আমি করবো সেটাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসলে সফলতা আসন্ন। প্রথমে ছোট ছোট কিছু লিখে মনের ভাব প্রকাশ করুণ্। ......ব্লগে না হোক ফেসবুকে পোষ্ট দিন । মতামত পেয়ে যাবেন কিছুটা।আর সমালোচনাকে ইতিবাচক হিসাবে দেখতে হবে।
ধন্যবাদ
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২১
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
০৬ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৩৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৩
শিখা রহমান বলেছেন: ইসিয়াক কবিতাটার শিরোনাম দারুণ!!
কবিতাটা পড়েও খুব ভালো লাগলো। আর মন্তব্য পড়ে অভিভুত হলাম।
আমার কবিতা পড়ে আপনি এমন সুন্দর শব্দমালা সাজিয়েছেন ভেবেই কেমন মন ভালো হয়ে যায়।
শুভকামনা ও শুভরাত্রি প্রিয় কবি।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৯
ইসিয়াক বলেছেন: প্রিয় কবি আপনার ৪২টা কবিতা পড়ে আজ দুপ্র বিকাল পার করেছি ।
বলুনতো কোথায় পড়লাম?
ধাঁধা.....।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২০
বিজন রয় বলেছেন: ও কবি, কবিতায় এক আবেগ!!