নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
মধুরিমা,
নীল আকাশে মাঝে আমি তোমায় খুঁজি ,
খোলা দিগন্তের শেষে আমি চোখ মেলি......
যে পথে তুমি চলে গেছো একদিন
বিষন্ন মন নিয়ে আমার ই ভুলে !!
একই পৃথিবী একই আকাশ
খোলা প্রান্তর পথ নদী ঘাট
তবু তোমার কাছে পৌঁছাবার কোন উপায় জানা নাই ।
ঠিকানা না রেখে এক বুক হতাশায়
শুধু দীর্ঘশ্বাস হয়ে কোথায় হারিয়ে গেলে......প্রিয়তমা।
অবনত অপরাধবোধের দীর্ঘশ্বাস সর্বত্র
চকিতে হাঁটাপথে তোমাকেই খুঁজে ফেরা ,
এখনো এলে না এলে না ....
তবে কি আর কখনো দেখা হবে না?
০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪
ইসিয়াক বলেছেন: কেমন আছেন সহজ সরল সুন্দর বন্ধু?
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬
মুক্তা নীল বলেছেন:
এত আবেগময় ভালোবাসায় মধুরিমা ফিরবেই
ফিরতে হবেই ...। সুন্দর কবিতা++
০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০২
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালোলাগা আপু।
কৃতজ্ঞতা রইলো।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫
জুল ভার্ন বলেছেন: দীর্ঘশ্বাস মানেই সত্যিকারের ভালোবাসা কিম্বা সত্যিকারের কষ্ট!
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা শ্রদ্ধেয় ।
শুভকামনা রইলো।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবে কি আর কখনো দেখা হবে না? মধুরিমার সাথে দেখা হবে ব্লগডেতে !
০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬
ইসিয়াক বলেছেন: মধুরিমা !ব্লগডেতে !! দেখা?
ভালো বলেছেন লিটন ভাই ।
মন্তব্যে ভালো লাগা।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কেমন আছেন সহজ সরল সুন্দর বন্ধু?
আমি ভালো আছি। অথবা আমি ভালো নেই।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২২
ইসিয়াক বলেছেন: রহস্য মানব ।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩০
শের শায়রী বলেছেন: মধুরিমাদের খোজাতেই আনন্দ,
পেয়ে গেলে অনেক কিছু হারিয়ে যায়।।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১০
ইসিয়াক বলেছেন: না পাওয়াতে সুখ যে ভারি!
ঠিক বলেছেন ভাইয়া।
মন্তব্যে কৃতজ্ঞতা।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯
নীল আকাশ বলেছেন: আমারই হবে।
এই পৃথিবীতে প্রেমের অন্ততঃ দশ গুন বিরহের কবিতা লেখা হয়।
বিরহ কবিদের জন্য আসলে ক্যাটালিস্ট!
০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫
ইসিয়াক বলেছেন: যথার্থ বলেছেন ভাইয়া।
মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা রইলো।
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪২
শাহিদা খানম তানিয়া বলেছেন: জলদি অপেক্ষার অবসান করে সে ফিরে আসবে
কবিতা খানি ভাল লেগেছে
০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৪
ইসিয়াক বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা
ভালো লেগেছে জেনে ভাল লাগলো।
শুভকামনা রইলো।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪২
নার্গিস জামান বলেছেন: সুন্দর
০৭ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৪
ইসিয়াক বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা
ভালো লেগেছে জেনে ভাল লাগলো।
শুভকামনা রইলো।
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫০
মনিরা সুলতানা বলেছেন: হবে হবে হবেই দেখা ...
এভাবে কবিতায় ডাকলে না এসে পারে !
০৭ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৮
ইসিয়াক বলেছেন: আপু আপনার মন্তব্য আমার জন্য সবসময় বাড়তি অনুপ্রেরণা জোগায়।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ।
শুভকামনা রইলো।
শুভসকাল।
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রহস্য মানব
আমি একটা খোলা বইয়ের মতোণ।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬
ইসিয়াক বলেছেন: আমার প্রিয় বই , পড়ার চেষ্টা করছি।
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: এই আকুতি ব্যর্থ হবার নয়...
পৌঁছে যাবেই যাবে একদিন চাঁদ চম্পার দেশে।
নিরন্তর শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭
ইসিয়াক বলেছেন:
হা হা হা .....।
কোথায় আছো প্রিয়া তুমি এসো এই অন্তরে
তরীখানি ভেড়াও তোমার হৃদয় ও বন্দরে।।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।