নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

তুমি কি জানো?

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১


কতটা ভালোবেসেছি তোমায়, তুমি কি
রেখেছো সে খবর ?
দিয়েছো কি কোনো সান্তনার ছোঁয়া
বা একটা চুমু।

তুমি শুধু নিজেকে নিয়েই ভাবলে,
বেঈমান একটা!!
তোমার স্মৃতি বুকের বাঁপাশে ধরে
রাতবিরেতে..
আমি কেবলি পাশবালিশে অবলম্বন খুঁজি।
তুমি কি জানো?

হাতের মুঠোয় মরীচিকাগুলো ধরা মনে হয় সহজ ।
যেমনটি তুমি বিপরীতমুখী, দুর্লভ ,অধরা।
তোমায় ক্রসফায়ার দেওয়া উচিত!
বেঈমান একটা।
তুমি কি জানো?

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

জুল ভার্ন বলেছেন: ক্ষোভের কবিতা পড়ে কবির চেহারা কল্পনা করছি! হাঃ হাঃ
কবিতা ভালো লেগেছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

ইসিয়াক বলেছেন: হা হা হা.......
মন্তব্যে ভালো লাগা ।
ধন্যবাদ শ্রদ্ধেয় ।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৭

শাহিদা খানম তানিয়া বলেছেন: কি জানি জানে কি না?
ভাল লাগলো :)

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২১

ইসিয়াক বলেছেন: আপু আপনাকে আমার ব্লগে স্বাগতম।
ভালো লেগেছে জেনে ভাল লাগলো।
শুভকামনা রইলো।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৭

শাহিদা খানম তানিয়া বলেছেন: কি জানি জানে কি না?
ভাল লাগলো :)

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২২

ইসিয়াক বলেছেন: আপু আপনাকে আমার ব্লগে স্বাগতম।
ভালো লেগেছে জেনে ভাল লাগলো।
শুভকামনা রইলো।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: পাঁচ টা বানান এডিট করে ঠিক করে নিন।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৪

ইসিয়াক বলেছেন: পিসিতে ভুত লাগছে কিসব উল্টাপাল্টা কাজ কাম হচ্ছে ।
অন্য জায়গা থেকে লিখে এখানে পেষ্ট করছি ।
মহা ঝামেলা।
আর এই বাংলালিঙ্ক ব্যটারে বাদ দিতে হবে ।ভিপিএন ছাড়া ঢোকা যায় না । তাও আবার নেট স্লো। অসহ্য ।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমি এসেছিলাম। কিন্তু কবি কেন যাতনাময়? কেনই বা মধুরিমা ব্রাত্য? জানতে ইচ্ছে করে।
আর 4 নম্বর কমেন্টে ছোট ভাই rajibnoor-এর সঙ্গে একমত। পিসিকে নিয়ন্ত্রণে না আনলে আপনার কপালে দুঃকু আচে,কয়ে দিলুম হু!

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০১

ইসিয়াক বলেছেন: মধুরিমা পর্বের আরেকটি কবিতা মধুরিমা ও আমিঃ যখন বসন্ত ছিলো। ফেবুতে পোষ্ট দিয়েছি।
সকালে ব্লগে দেবো।
মনে হচ্ছে এই পিসিরে আছাড় মারি। মনের মতো করে কমেন্ট করতে পারছিনা।লিখে পারছি না।
জ্বালাতন হয়ে যাচ্ছি .....।
বানান সকালে স্কুলে গিয়ে ঠিক করবো । এই পিসিতে হবে না।
মন্তব্যে ভালো লাগা ।হুহ!

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৬

নুরহোসেন নুর বলেছেন: ক্রসফায়ার!
আপনার সেইজন ভয়ে পটল তুলে বসে থাকবে কইয়ে দিলাম।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১০

ইসিয়াক বলেছেন: মরুগে যাক !
জাহান্নামে যাক । বেঈমানদের পটল তোলা ই ভালো।
ধন্যবাদ

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩১

শিখা রহমান বলেছেন: বাপস!! হলো কি কবির? :) শেষ পর্যন্ত ক্রসফায়ার!!
ক্ষোভেও যে শেষপর্যন্ত সেই ভালোবাসাই থাকে।

শুভকামনা ও শুভরাত্রি প্রিয় কবি।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৯

ইসিয়াক বলেছেন: যা চাই তা নিজের করে চাই ।
যা পাই তা নিজের করে পাই ।
আমি যদি প্রত্যাখ্যাত হই ।
তেমন প্রেমের দরকার ই যে নাই..... কি বলেন প্রিয় কবি।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৫

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

০৭ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪১

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভাল লাগলো।
শুভকামনা রইলো।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ভালো লাগলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.