নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
পাউরুটি
যে পাউরুটির নাগাল পায়নি পৃথিবীর কোন প্রাণি,
ক্রমশ তার গায়ে জমে ওঠা ছত্রাক ও বুদবুদ
সেই সাথে তার শরীরে সবুজের আচ্ছাদন যা দেখতে অসুন্দর।
সেও জানান দেয় এই ধরাধামে,
আমি আছি ,আমি আছি।
ইচ্ছা
আমার খুব ইচ্ছে করে শেষ শীতের সকালে তুমি আমি
আর ঝকঝকে গরম কফির পেয়ালা.......
নিস্তেজ চোখ , নির্বাক কণ্ঠ , নিস্তরঙ্গ মস্তিষ্ক আর নিঃশব্দ চারপাশ
তোমার হাতখানি ধরে আমি রোদপিঠ করে বসে আছি.......
দুষ্টু প্রজাপ্রতিগুলো সেই মুহুর্তে আমাদের চারপাশে কেবলি ঘুরছে ।
কে জানে অন্য কিছু দেখার আশায় হয়তো
অকারণ ছোটাছুটি বারে বার!
চলো না হয় অন্য কিছু করি.........
কবিতা না ছবিতা
হৃদয়ের আকাশে আঁকা যে পিক্সেল
সেগুলি কবিতা না ছবিতা
আজকাল ধরতে কষ্ট হয়।
কিছু বোধ আর অনুভূতি হারিয়ে গেছে.....।
তোমাকে ভালোবাসাবাসির মাঝে।
সব হারিয়ে যাক অসুবিধা নেই শুধু তুমি থাকো।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩
ইসিয়াক বলেছেন: কি যে বলনে দাদা!
খাওয়া দাওয়া ঠিকই করি। তবে কবিতারা সবসময় আমার পাশেপাশে ই থাকে......
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২
জুল ভার্ন বলেছেন: কী কঠিন উপলব্ধিগুলো মজার ছলে উপস্থাপন করেছেন! চমৎকার এবং লাইক।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।
কৃতজ্ঞতা রইলো।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪২
বিজন রয় বলেছেন: হা হা হা .........
এই জন্য তো আপনি আপদমস্তক কবি।
আপনি সময়গুলো কবিতার মাধ্যমে এনজয় করছেন।
এটা অব্যাহত থাকুক।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা প্রিয় কবি।
শুভকামনা রইলো
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পাউরুটির উপলব্ধিটা বেশি ভালো লেগেছে। ++
আপনার আসে পাশে কবিতার মৌমাছির মত বন বন করে।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪
ইসিয়াক বলেছেন: হা হা হা ।মৌমাছি লিখবো নাকি মৌমাছি নিয়ে?
মন্তব্যে ভালো লাগা।
কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬
নুরহোসেন নুর বলেছেন: আপনি ফাস্ট কবি প্রতিদিন চমৎকার চমৎকার কবিতা লিখেন!
কবিতায়++
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২১
ইসিয়াক বলেছেন: হা হা হা মন্তব্যে ভালো লাগা ও কৃতজ্ঞতা রইলো।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: পাউরুটি কি পা দিয়ে বানায়?
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬
ইসিয়াক বলেছেন: পাউরুটি উপকরণ
ময়দা / আটা ২কাপ,ইস্ট ১ চা চামচ এর সামান্য কম,তেল ২ টেবিল চামচ,দুধ ১/২ কাপ,উষ্ণ গরম জল ১/২ কাপ,ডিমের সাদা অংশ ১ টির,লবন ১/২ চা চামচ,চিনি ১ টেবিল চামচ। প্রনালি :- ইস্ট ১/২ কাপ উষ্ণ গরম জলে দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন ।ইস্ট ফুলে উঠলে বুঝবেন ইস্ট ভাল আছে।একটি পাত্রে শুকনো সব উপকরণ এক সাথে ভাল করে মিশিয়ে নিন ।দুধ উষ্ণ গরম করে নিন । বেশি গরম দুধ দেবেননা এতে আটা সিদ্ধ হয়ে যাবে ।এবার ইস্ট সবটুকু ময়দার মধ্যে দিয়ে দিন ।এবং অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে আটার মিশ্রণ তৈরি করুন ।দুধ সবটুকু প্রয়োজন হলে দিয়ে দিন ।পাউরুটির খামির বা ডো এর মতো ডো তৈরি করুন ।অনেক সময় নিয়ে ভাল করে সফট ডো তৈরি করে নিন ।মিশ্রণ অনেকটা নরম করে নিতে হবে ।ডো তৈরি হয়ে গেলে মোটা কাপড় অথবা পলিথিন দিয়ে গরম স্থানে ৩ ঘন্টা রেখে দিন ।ডো ফুলে দ্বিগুণ হলে আবার সামান্য তেল দিয়ে ভাল করে ছেনে নিন ।এবার ডো আপনার ইচ্ছা মতো ছোটবড় সাইজে অথবা ৮ টি ভাগে ভাগ করে নিন ।বেকিং ট্রেতে সামান্য বাটার অথবা ঘি ব্রাশ করে নিন ।আবার হাত দিয়ে গোল বল তৈরি করে ট্রেতে ফাঁকা ফাঁকা করে রাখুন ।এবার ট্রেটি মোটা কাপড় অথবা পলিথিন দিয়ে ঢেকারেখে দিন ২০ মিনিট থেকে ১/২ ঘন্টার জন্য ।বলগুলো ফুলে আবার দ্বিগুণ হলে উপরে ডিমের সাদা অংশ ব্রাশ করে দিন ।২০০ ডিগ্রি সেন্টিগ্রেতে ১০ মিনিট অথবা ১৮০ ডিগ্রীতে ৩০ মিনিট বেক করুন ।অথবা আপনি পিজা /কেক / পাউরুটি যে তাপমাত্রায় তৈরি করে থাকেন সেই তাপমাত্রায় বেক করুন।পাও বেক করা শেষে বের করে গরম অবস্থায় উপরে বাটার ব্রাশ করে দিন ।এই পাও রুটি ৫ দিন পর্যন্ত সংরক্ষন করে খেতে পারবেন । টিপস:- ইস্টের বোতল নতুন হলে পরিমাণে অল্প ইস্ট ব্যাবহার করতে হবে । ইস্ট ভাল রাখতে চাইলে ফ্রিজে রেখে ব্যাবহার করুন ।স্বাদ বাড়ানোর জন্য আপনি তেল না দিয়ে বাটার ও ১টি ডিমের কুসুম ব্যাবহার করতে পারেন ।ডিমের কুসুম দিতে চাইলে জল ৩ টেবিল চামচ কম দিতে হবে ।ইস্ট পুরানো হলে সাথে সামান্য বেকিংপাউডার মিশিয়ে নেবেন ।ইস্ট বেশি হলে বাজে গন্ধ আসে তাই ইস্ট পরিমান মতো দেয়াই ভাল
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬
হাবিব বলেছেন: পাউরুটি যখন দিলেন কলাটা দিতে পারতেন। বিকালের নাস্তা হয়ে যেত
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
ইসিয়াক বলেছেন: কলা?
তাও ঠিক ,কলা নিয়ে একটা কবিতা লেখা ভালো ছিলো .......
আজকে আর সালাম দেব না ....।ধরা খাওয়ার ভয় আছে
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১০
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু।
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৮
ওমেরা বলেছেন: আামাদের বাসায় মাঝে মাঝে পাউরুটিতে ছত্রাক পরে আমরা সেগুলো পাখিকে দেই ।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৬
ইসিয়াক বলেছেন: বাহ! জেনে ভালো লাগলো আপু।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সে থাকলেই হল।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১০
ইসিয়াক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১
শিখা রহমান বলেছেন: বাহ!! তিনটা কবিতাই দারুণ। অল্প কথায় অনেককিছু বলে গেছেন।
আপনার দ্বিতীয় কবিতাটা পড়ে এই মাঝরাতে কফি খেতে ইচ্ছা করছে।
ভালোলাগা আর মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা ও মু্গ্ধতা ।
শুভকামনা রইলো।
১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে পাউরুটি বাটার অথবা ডিম পোঁচ দিয়ে খেতে ভালোই লাগে।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
ইসিয়াক বলেছেন: আর কিছু লাগবে।
১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩
অপর্ণা মম্ময় বলেছেন: ্তিনটার মাঝে " পাউরুটি " টা মোটামুটি হজমযোগ্য লাগলো।
কোন পাউরুটির নাগাল মানুষ পায়নি বলেন তো শুনি ?
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮
বিজন রয় বলেছেন: আপনি কি সারাদিন কবিতা লেখেন?
খাবার খান কখন?
অবাক কান্ড!!!