নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

দৈবচয়ন

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০২


এক সময়,
তোমাকে দেখার পর মনে হতো,
তুমি বুঝি সেই জনকপুরবাসিনী।
যাকে বসিয়েছিলো শ্রীরামচন্দ্র হৃদয় ও মন্দিরে..... ।

আজকাল,
তোমারে সঙ্গে নিউমার্কেটে দেখা হয় মাঝে মাঝে,
তুমি কি এখন তাজমহল রোডে থাকো?
তোমার ব্যাংকের চাকরি কেমন চলছে?

হিজাব পড়ে ইদানিং তোমার হিজাব বিউটির সাজ আমার বেশ লাগে!
আমার বন্ধুরা বলে, হিজাব নাকি পাপের ঢাল হিসাবে ব্যবহৃত হচ্ছে!
তুমি আবার কিছু মনে করোনা।
ওসব কথার কথা !!
হাত ধরবে?

মাঝে মাঝে লক্ষণরেখা ভেদ করতে আমারো খুব ইচ্ছে করে,
তুমি কি রাবণকে ভয় পাও....
না পাওয়াই ভালো, সতীত্ব এখন ব্যাকডেটেড।
কে আর তোমার অগ্নিপরীক্ষা নেবে?
যত খুশি মোমবাতিতে আগুন ধরাও সমস্যা নেই.......

নিজ চোখেই দেখছি,
মনের মতো না হলে ডিভোর্স এখন মামুলী,
সবাই অধিকার আদায়ে ব্যস্ত নিজের মতো করে!
বেদবতী হয়ে কোন লাভ ই নাই,
জীবন এখন উপভোগের কি বলো?

শুনলাম,
আপাতত তুমি নাকি বাসুদেব কৃষ্ণের সঙ্গে ‘লিভ টুগেদারে’-এ আছো?
তুমি কি সিঙ্গল মাদার হতে চাও?
ভাবনা মন্দ নয়,
আমার বীর্যগুলো নির্ঝঞ্ঝাট রাস্তা খুঁজে নিতো তাহলে!!
হাত ধরলে ধরতে পারো।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৭

সাজ্জাদ শুভ বলেছেন: প্রিয়তমা, কৃষ্ণের প্রতি তোমার মায়া বুঝি ঐশ্বরিক,
নইলে তো আর শ্রীকৃষ্ণকীর্তন রচিত হয় না।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫১

ইসিয়াক বলেছেন: হা হা হা মন্তব্যে ভালো লাগা ।
শুভরাত্রি

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪১

ভ্রমরের ডানা বলেছেন: প্রেম চিরস্থায়ী! কামনা ক্ষনিকে!

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৭

ইসিয়াক বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন: প্রেম চিরস্থায়ী! কামনা ক্ষনিকের!
চিরন্তন সত্য। কিন্তু বর্তমান জেনারেশন সে ব্যপারে বিশ্বাস রাখা তো দূরে থাক ,চূড়ান্ত উদাসীন।
আসলে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ভালোবাসার মানে অনুধাবনে ব্যর্থ।
ধন্যবাদ ভাইয়া।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৫

তারেক ফাহিম বলেছেন: আধুনিক ভালোবাসা :D

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৫

ইসিয়াক বলেছেন: হ্যাঁ ভাইয়া,একটু চেষ্টা আর কি?

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: কবিতাটা আরো ভালো হতে পারতো। দাড়ি কমা এবং প্রশ্নবোধক চিহ্ন কি আন্দাজে দেন?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৬

ইসিয়াক বলেছেন: হে হে হে.....

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৪

ফয়সাল রকি বলেছেন: কোন ব্যাংকে চাকরি করেন তিনি?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩২

ইসিয়াক বলেছেন: ফয়সাল রকি বলেছেন: কোন ব্যাংকে চাকরি করেন তিনি?
বলা তো যাবে তো ভাইয়া।হা হা হা.....।
শুভরাত্রি

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৪

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৫

ফয়সাল রকি বলেছেন: আমিও ব্যাংকার কি না... হা হা হা ।
গতকাল একটা গল্প দিয়েছিলাম, সময় করে পড়বেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪২

ইসিয়াক বলেছেন: ফিরতি মন্তব্যে অনেক ভালোলাগা ভাইয়া।
আমিও গল্পটা দেখেছি। পড়বো পড়বো করেও সময়ের অভাবে পড়া হয়নি। সত্যি বলছি....।
কাল পড়ে মন্তব্যে আসবো নিশ্চয়।
এখন খুব ঘুম পাচ্ছে।শুভরাত্রি।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইসিয়াক ভাই,

কবিতা ভালো হয়েছে। তবে ৪নং কমেন্টে ছোট ভাই রাজীব নুরের কমেন্টের পরিপেক্ষিতে দুটি কথা বলতে চাই।
আমরা গদ্য-পদ্য বলার সময় একটানা বলে যেতে পারি না। মাঝে মাঝে থামতে হয়। এই থামা বা বিরতিকে যতি বা ছেদ বলে।
অর্থকে পরিস্ফূট করার জন্য যে যতি তাকে অর্থযতি বা ভাবযতি বলে।
আর কবিতার একটি লাইন বা পংক্তির যতখানি একটি ঝোঁকে উচ্চারিত হয় সেই উচ্চারণের শেষে যে বিরতি ঘটে তাকে ছন্দযতি বলে।
এক নিঃশ্বাসের চরণ বা পংক্তির যতখানি অংশ উচ্চারিত হয় তাকে অর্ধচ্ছেদ বা অর্ধযতি বলে। আর মাঝামাঝি জায়গায় যেখানে ছেদ পরে তাকে মধ্যযতি আর চরণের শেষের বিরামকে পূর্ণযতি বলে।
পর্ব:-একটি চরণের মাঝে যেখানে অর্ধযতি পড়ে সেই অংশকে পর্ব বলে।পর্ব ভাগ নির্ভর করে যতির অবস্থানের উপর।
যেমন-
সাগর জলে/সিনান করি/সজল এলো/চুলে
বসিয়াছিলে/উপল উপ/কূলে
এখানে প্রথম চরণে 4টি পর্ব দ্বিতীয় চরণে তিনটি পর্ব। প্রত্যেক চরণের শেষে দুটি মাত্রা অপূর্ণ পর্ব।

সুতরাং আপনারা যারা কবিতা লেখেন তাঁরা যদি 'যতি বা ছেদ' ব্যবহারের ব্যাপারে সতর্ক হন তাহলে কবিতাগুলি উপভোগ্য ও ব্যাকরণ সম্মত হয়।

শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৩৯

ইসিয়াক বলেছেন: চমৎকার এবং গঠনমূলক মন্তব্যের জন্য প্রথমে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই দাদাকে।
মন্তব্যে মুগ্ধতা।
শুভকামনা রইলো।
সুপ্রভাত

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

নুরহোসেন নুর বলেছেন: চমৎকার কাব্য অসাধারণ শব্দযোগ!

০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

শিখা রহমান বলেছেন: ইসিয়াক আজকাল খুব মারদাঙ্গা মুডে আছেন মনে হচ্ছে? :)

কবিতা ভালো লেগেছে। সব বাঁধা পেরিয়ে "সে" আপনার আঙুল ধরেই পথ চলুক।
শুভকামনা কবি। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১

ইসিয়াক বলেছেন: আপনার কোন একটা মন্তব্যের জন্য ই বসেছিলাম।
আগে মুখচোরা ছিলাম আপনি ই তো সাহস জোগালেন.......।
কবিতার অনুপ্রেরণা কিন্তু আপনি।
মন্তব্যে অনেক ভালো লাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.