নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শুনতে কি পাও?

০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৮


মেয়েদের মন এতো কঠিন কি করে হয়?
বারেবারে কেন এতো রঙ বদলাও?
সারাবেলা অযথাই কড়ানাড়ি তোমার দরজায়।

তোমার ছলাবলা চৌষট্টি কলা,
চোখ ভ্রু নাচিয়ে স্পষ্ট বাচনভঙ্গীতে,
আমি বরাবরই মদিরাসক্ত।

মাঝে মাঝে মনে হয়
কিঞ্চিত স্খলনে দু’ঠোঁট ভেজাই
তোমার ওই ত্রিকোন ত্রিভূজে।


তোমর আঁচলের মৃদু স্পর্শ
তোমার পুরুষ্ঠ ঠোঁটের আধখোলা দৃশ্য,
অথবা আমার নিঃসঙ্গ রাতের কামাতুর স্বপ্নে
তুমি আসো ফিরে ফিরে বারেবার...
আমার শরীর ভিজে যায় তীব্র কটু গন্ধে,
তোমার ই প্রেম কামনায়।

তুমি কি বধির,বোবা কালা .....
শুনতে কি পাও?
নাকি শুনেও শোনো না আমায়!

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




পোষ্টে লাইক তবে আপনার নামে বিচার ও শুনানি শুরু হবে দ্রুত বিচার আইনে। আমি আগেই বলেছি আপনি অবজারবেশন আছেন। ইসিয়াক আপনার জন্য কি অপেক্ষা করছে তা সময় বলে দিবে।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০১

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই ,

আমি কিন্তু চেষ্টা করছি? কি কি ভুল হলো কে জানে?
শুভকামনা রইলো।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: নিশ্চয়ই শুনতে পাই।বধির হব কোন দুঃখে। হৃদয়ের ডাক তা সে হাজার মাইলের ব্যবধান হলেও বাজে রিনরিন ধ্বনিতে।
কাব্যে ভাললাগা।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৫

ইসিয়াক বলেছেন: দাদা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো .....।
আপনাদের লাইকে ও মন্তব্যে অনুপ্রেরণা পাই ।
সঙ্গে থাকুন।
শুভকামনা রইলো।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৮

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
প্রেম পিরিতি আবার সাজানো গোছালো হলো কবে থেকে?
প্রেমের মজা তো ওখানেই।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪২

আসোয়াদ লোদি বলেছেন: প্রেম-বিরহ-আদিরস----

০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫০

ইসিয়াক বলেছেন: কবিতা কেমন লাগলো বললেন নাতো ?
যা হোক শুভকামনা রইলো।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৬

ফয়সাল রকি বলেছেন: কিঞ্চিত ১৮+

০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৯

ইসিয়াক বলেছেন: হা হা হা ......সেরকম ই মনে হচ্ছে?
শুভকামনা রইলো।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
প্রেম পিরিতি আবার সাজানো গোছালো হলো কবে থেকে?
প্রেমের মজা তো ওখানেই।

আমি বলতে চেয়েছি কবিতাটাই অগোছালো। এলোমেলো। সাজানো সুন্দর হয় নি।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬

ইসিয়াক বলেছেন: হুম!

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

অপর্ণা মম্ময় বলেছেন: কী কঠিন অভিযোগ শুরুর লাইন থেকে শেষ পর্যন্ত!
কবিতা পড়ে অনুভূতির মিটার আহত আর নিহত হয়ে গেছে।

১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো্ ।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা সেলিম ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.