নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অবাক স্বাধীনতা

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯


লণ্ঠন জ্বালাও জয়তুন ,
বন্ধ করো তোমার স্পর্শকাতর কাতুকুতু সোহাগ।
তোমার স্পর্শ এখন আমার আর ভালো লাগে না........
স্বাধীনতার বোঝা আমায় ঘাড়ে বাড়তে বাড়তে এতটাই ভারী হয়ে গেছে যে,
তার অবিমিশ্র দমনে আমি ক্লান্ত .....।
তথাকথিত স্বাধীনতার আক্রমনে
প্রতি পলে তীব্র বেগে কুরে কুরে খায় আমার শরীর বিমর্ষ নিনাদে।
আমি মুক্তি চাই এমন স্বাধীনতার হাত হতে।
আমি মুক্তি চাই এমন চাটুকারদের কবল থেকে।
কোথায় গেলে পাবো দু’দণ্ড শান্তি ?
তুমি কি বলতে পারো হে আকাশ?
আমি তোমাকেই বলছি!
আমাদের অবরুদ্ধ স্বাধীনতা আজ বড় বেশী প্রতিফলিত,
কৃষক, গরীব,দুঃখী মেহনতী জনতার জীবনযাত্রায়।
তারা প্রতিবাদ করার সামর্থটুকু হারিয়েছে অজানা শঙ্কায়।
অজানা কালো অন্ধকারের জুজু, ভয়,আতঙ্কের ত্রাস
সর্বত্র খেলা করে প্রতিনিয়ত।
তারা কষ্টে আছে ,তারা দুঃখে আছে।
তাদের দেখার কেউ কি নেই এই নিষ্ঠুর ধরাধামে?
কদাকার ,কুৎসিত, কদর্ষ ,লোভী সামান্যকিছু মানুষের
হাত হতে মুক্তির
পথ দেখাও হে আকাশ আমাদের,
তোমার অবমুক্ত আলোয় ।
জয়তুনের ষ্পর্শ এখন আর আমার ভালে লাগেনা.........
এমন দমবন্ধ করা সময়.....।
কবে আসবে সে আলোর দিন?
কবে ফিরবে উচ্ছলতার দিন?
কবে ভালোবাসা ফিরবে জয়তুনের স্পর্শে?

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময় প্রকাশ কবি দা

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো্ ।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!

০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

ইসিয়াক বলেছেন: কাব্যিক ছন্দে সুন্দর মন্তব্যে মুগ্ধতা নুরু ভাই।
শুভকামনা রইলো্

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: বাহ সুন্দর কবিতা।
প্রথম লাইনটার খুব সুন্দর।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪

ইসিয়াক বলেছেন: অনেক ভালো লাগা জেনো বন্ধু।
মন্তব্যে কৃতজ্ঞতা।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতায় ফাটে মলোটভ ককটেল ৷

১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮

ইসিয়াক বলেছেন: জ্বলন্ত বোতল বোমা!!!!
ধন্যবাদ ভাইয়া

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৫

ইসিয়াক বলেছেন: কবিতা আর লিখবো না ভাবছি । কেউ পড়ে না :(
১২ তারিখ ব্লগে ১ বছর হবে তারপর ফুটুস। টা টা বাই বাই .......।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: কবিতা আর লিখবো না ভাবছি । কেউ পড়ে না :(
১২ তারিখ ব্লগে ১ বছর হবে তারপর ফুটুস। টা টা বাই বাই .......।

---- এ কি ধরণের কথা ? আপনার লেখার কথা লিখবেন , পোস্ট করবেন। কেউ না পড়লে সেটা তাদের ব্যর্থতা! এই যে আমি অফিসে চুরি করে পড়ছি , মন্তব্য করছি !!

১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভেবে দেখুন !

১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

ইসিয়াক বলেছেন: কি ভাববো ?

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মাত্র ১ বছরে আপনার পরিসংখ্যান। আর আপনি কিনা ফুটুস হতে চাইছেন !

১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

ইসিয়াক বলেছেন: কেন জানি কিছু ই ভালো লাগছে না।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এমন হয় ভাই।দেখা যাচ্ছে অন্যখানের প্রভাব ব্লগে পড়ছে।
আশা করি ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন।

১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

ইসিয়াক বলেছেন: হয়তো হবে ? হলেই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.