নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫১


অনেকটা একলা একাকী জীবন কাটিয়েছি
বছরের পর বছর।
কিছুই বিচ্যুত হয়নি আমার দেহতট থেকে
আজ পর্যন্ত,
কিন্তু তোমার দেখার পর থেকে ই
নিজেকে হারাতে ইচ্ছা হয় খুব করে!
ইচ্ছে হয় তোমাকে ভেঙেচুরে ভালোবাসি,
আদর মাখি তোমার ওই হাতের,
আমার পুরুষ্ঠ ঠোঁট ও গালে আর বলি ..
ভালোবাসি ভালোবাসি শুধু ভালোবাসি তোমায়।
মনে হয় তোমাতে আমার সবটুকু বিনষ্ট করে দেই।

© মোঃ রফিকুল ইসলাম।৯ ডিসেম্বর ২০১৯

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৯

নীল আকাশ বলেছেন: দেহতটে, কেবলই হবে।
আমি হলে নাম দিতামঃ ভালোবাসার হাহাকার।
মনে হয় তোমাকে ভালোবেসে সবকিছু তছনছ করে দেই।
কবিতার ব্যপ্তি দুর্দান্ত হয়েছে।

১০ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:২৮

ইসিয়াক বলেছেন: বানান সংশোধন করা হলো।
অনেক ধন্যবাদ ভাইয়া ,মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৮

আকতার আর হোসাইন বলেছেন: প্রথমে ভালো লাগেনি, শেষে এসে খানিক লাগলো ভালো.... এগিয়ে যান

১০ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:২৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: বর্তমানে অকবিরা কবিতার সর্বনাশ করছে। ফেসবুকের ভোট যদি আপনি আপনার লেখার মানদণ্ড বলে মানেন তাহলে কোনোদিনই আপনি লেখক বা কবি নন।

ফেসবুক মূলত বাজারের চায়ের দোকানেরই প্রতিচ্ছবি, এখানে কোনো গাম্ভীর্য বা সিদ্ধান্ত আশা করা বোকামী।

১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯

হাবিব বলেছেন:
তবুও ভালোবেসে যাব অনন্ত পথের কিনারে
দুহাত তুলে প্রার্থনা রত মসজিদেরই মিনারে

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতা আমার ভাল লেগেছে
তাইতে মনে শান্তি।

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো্ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.