নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মনস্তাপ

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩৫


কি গান শুনবে বলো প্রাণাধিক প্রিয়?
তুমি কি চেয়ে দেখো মোর মুখপানে?
দেখো না।
খিড়কী খুলে বসে আছি ,
রয়েছি বাতায়নে পথ চেয়ে, তোমারই পথ পানে।
একমনে সুর সাধি, যদি তুমি শোন!
তোমার ই আশায় আমি যেন দিবানিশি,
শিশিরস্নাত ঝরা শিউলির বেদনাহত দৃষ্টি রেখে
গেয়ে যাই মনস্তাপ ।
অবরুদ্ধ মন নিয়ে তুমি কার উপর প্রতিশোধ নাও ?
এরই মাঝে....।
চলে যায় ফাগুন একাকী অভিমানে।
দেখে যায় আমার সর্বনাশ।
প্রেমের বির্নিমানে শুধু আশা বেঁধে রাখি,
তোমার ই পথ পানে চেয়ে চেয়ে।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০২

হাবিব বলেছেন: প্রেমের বির্নিমানে শুধু আশা বেঁধে রাখি.......... লাইনটাকি এরকমই হবে?

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৮

ইসিয়াক বলেছেন: হ্যাঁ হাবিব ভাই প্রেমের বির্নিমানে শুধু আশা বেঁধে রাখি লাইনটা আমি এভাবেই লিখেছি।
অনেক ধন্যবাদ

২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৩

কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর! ভালো লিখেছেন। আধুনিক কবিতায় 'মোর' শব্দটি ব্যবহার হয় কম। শুভ কামনা কবি ইসিয়াক।

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৬

ডঃ এম এ আলী বলেছেন:
আর কত দিন থাকব ওমুখ পানে চেয়ে
জীবন স্রোত ভাটার পানে চলছে ধেয়ে ।

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩২

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত শ্রদ্ধেয়।
শুভকামনা জানবেন।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৪

আসোয়াদ লোদি বলেছেন: মনে হল গীতল ধ্বনি- ব্যঞ্জনা আছে।

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৬

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
শুভসকাল

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: কারো পথের দিকে চেয়ে থাকলে হবে না। তাহলে পেছনে পড়ে থাকবেন। সামনের দিকে এগিয়ে যেতে হবে।

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪

ইসিয়াক বলেছেন: বুঝলাম।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক অনেক শুভেচ্ছা নিবেন---------

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:




কবিতা আর ছবিতা দুটোই ভালো হয়েছে।

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় মাহমুদ ভাই ।
শুভকামনা রইলো।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবিতা বুঝতে পারি না।

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬

ইসিয়াক বলেছেন: আকাশের ঠিকানায় চলে আসুন বুঝিয়ে দেবো।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা বেশ ভালো লেগেছে। তবে হৃদয়ে মনস্তাপ থাকলে যা হয়....
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

ইসিয়াক বলেছেন: কবির মনে কোন মনস্তাপ নেই ।
কবির রচিত চরিত্রের মনে মনস্তাপ আছে হয়তো।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: ও তাই বুঝি!কবির মনে কোন মনস্তাপ নেই। তবে হিমশৈল কিন্তু এগারো ভাগের এক ভাগ বেরিয়ে থাকে.... হাহাহা

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫

ইসিয়াক বলেছেন: হা হা হা .......
বহু দূরে চলে গেছো মানসী প্রিয়া,
চলে গেছো দুরে ,কেড়ে নিয়েছে হিয়া।
পথপানে চেয়ে রই আমি নিশিদিন,
তোমারই প্রেমে বরাবার হতে চাই লীন।।

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা বন্ধু।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.