নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আবোল তাবোল

১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১২


সামু ব্লগে আমার এক বছর পূর্ণ হলো আজ। ব্লগের প্রত্যেকের প্রতি রইলো আমার অশেষ কৃতজ্ঞতা ।
কৃতজ্ঞতা সামহ্যোয়ার ইন ব্লগ কতৃপক্ষ ।সেই সাথে সবার প্রতি রইলো শুভকামনা। সবার একান্ত সহযোগীতায় আমি অভিভুত । আবারো কৃতজ্ঞতা সবাইকে।ধন্যবাদ

খুব করে হিম পড়েছে
পানি বেশ ঠাণ্ডা!
সেই পানিতে মা ’মাগুর’
পাড়লো শ’খানেক আণ্ডা।

আণ্ডা দেখে বোয়াল রাজা
হো হো করে হাসে।
ডিমগুলো খাবার লোভে,
খুশখুশিয়ে কাশে।

ভাব দেখে ব্যাঙের ছানা
বুঝলো কি হচ্ছে।
সেই কারণে তৎক্ষণাৎ সে
নালিশ নিয়ে যাচ্ছে।

মা ’মাগুর’ ঘটনা শুনে
রেগে মেগে ই সারা।
দেখাবে সে হাইকোর্ট,
হোক সে যে বা যারা।

মাছেরা সব শুনতে এলো,
কিসের এতো গোলমাল।
মা ’মাগুর কেঁদে জানালো,
খবরাখবরের ফিল হাল।

সবাই মিলে সিদ্ধান্ত হলো
আর সইবে না অন্যায়।
দলে দলে মাছেরা সব
বাধলো যে জোট তাই।

এত বছরের দুর্নীতি,
আর যত অনিয়ম।
সব দোষের ই সাজা হবে
অপরাধ ভেদে বেশী বা কম।

চলো সবাই বোয়াল রাজের
গদি দেই উল্টিয়ে।
সশস্ত্র সংগ্রামে যত অনিয়ম
যাবে একদিন ঠিক পাল্টিয়ে।

সাহস করে ব্যবস্থা নিলে
করলে সঠিক প্রতিরোধ।
অত্যাচারী পরাজিত হবেই
বুঝতে হবে রে নির্বোধ ।

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কিন্তু, নির্বোধরা ভালোকেই অত্যাচারী ভাবলে তো বিপদ!!!

ছড়া ভালো লেগেছে। ;)

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা রইলো।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভয় দেখিয়ে নির্বোধেরে
রেখেছে করে কাবু
বোয়াল রাজার বুদ্ধি ভাল
পার করেছে যুগো!

মা মাগুরের ঘরেতে
ঐক্য গেছে টুটে
তাইতো একা সর্বহারা
বর্গি নেয় সব লুটে! ;)

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৪

ইসিয়াক বলেছেন: কাব্যিক মন্তব্যে ভালো লাগা শ্রদ্ধেয় ।
শুভকামনা রইলো।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছড়া কবিতা সুন্দর হয়েছে।
কিছু বানান ভুল আছে আর কিছু পরিবর্তন প্রয়োজন। ঠিক করে নিন।
গুড জব।

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় মাহমুদ ভাই ।
শুভকামনা রইলো।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৬

শের শায়রী বলেছেন: অভিনন্দন ভ্রাতা এক বছর পূর্ন হওয়ায়। এভাবে যেন সারাটি জীবন কবিতা লিখে যেতে পারেন যাতে ব্লগ সমৃদ্ধ হয় এবং পাঠকের মনে স্থায়ী দাগ ফেলে যেতে পারেন এই কামনায়......

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২১

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো শের শায়রী ভাইয়া।
শুভকামনা জানবেন।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: এক বছর অনেক লম্বা সময়। ৩৬৫ দিন।
শুভেচ্ছা।

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩০

নীল আকাশ বলেছেন: কবিতা বাদ দিয়ে ছড়া লেখা শুরু করলেন নাকি?
সামুতে প্রথম বছরের অভিনন্দন রইল!

১৩ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
মন্তব্যে ভালো লাগা ও কৃতজ্ঞতা রইলো।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৪২

মুক্তা নীল বলেছেন:
অভিনন্দন রইলো বর্ষপূর্তির জন্য । শুভ কামনা ।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
কৃতজ্ঞতা রইলো।
শুভসকাল।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

এস সুলতানা বলেছেন:
এক বছর মানে ৩৬৫ দিন, অনেক লম্বা সময়।
শুভেচ্ছা ও শুভ কামনা

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
শুভকামনা রইলো।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২২

পদাতিক চৌধুরি বলেছেন: দেখতে দেখতে চড়াই উৎরাই পেরিয়ে একবছর অতিক্রান্ত করার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে। জীবনের বাকি বসন্ত গুলোও ব্লগের সুখানুভূতিতে ভরে উঠুক কানায় কানায়।
ছড়াখানাও জব্বর হয়েছে।


শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো দাদা ।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯

জাহিদ অনিক বলেছেন: বাহ। বর্ষপূর্তির শুভেচ্ছা মিঃ ইসিয়াক।
ভালো থাকুন, আর কবিতায় থাকুন। :)

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো জাহিদ অনিক ভাইয়া।
শুভকামনা জানবেন

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

রুমী ইয়াসমীন বলেছেন: অনেক অভিনন্দন জানাই ভাইয়া ব্লগে একবর্ষ পূরণে উপলক্ষে।
আর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো বর্তমান এবং ভবিষ্যতে ব্লগের অনাগত দিনগুলোর জন্যে...
ভালো থাকবেন সবসময়.....

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

ইসিয়াক বলেছেন: মন্তব্যে মুগ্ধতা ও ভালো লাগা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.