নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

চির দুখিনী মা

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৭


জয় বাংলার হলো,
বলো বাংলার জয়।
বাধ ভাঙা আনন্দে,
জনতা স্লোগান দেয়।

সবার ই কেউ না কেউ ফিরলো
মায়ের ফিরলো না যে কেউ!
বিজয়ের আনন্দে বুকের মাঝে ,
কষ্ট ব্যথার ঢেউ ।

যুদ্ধে গেছে তার প্রাণপ্রিয় ছেলে,
মেয়ে এখন বীরাঙ্গনা।
প্রতি পল যেন তাঁর জীবনে,
হাহাকার ভরা বেদনা।

স্বামী ছিলো বুদ্ধিজীবী,
তুলে নিয়ে গেলো আল বদরে ।
লাশটুকু ও পাইনি দেখতে,
প্রাণ কাঁদে হাহাকারে।

যুদ্ধ শেষে আশা ছিলো,
ফিরবে খোকা কোলে।
ডাকবে আবার আগের মতো,
মা, মাগো বলে ।

সবার ই তো সবাই ফিরলো,
মায়ের ফিরলো না যে কেউ!
কি করে কাটাবো বাকী জীবন,
কষ্ট ব্যথার ঢেউ!!

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: মা যেন আর দুঃখী না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭

ইসিয়াক বলেছেন: লক্ষ্য কি আমরা রাখতে পেরেছি বন্ধু?

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই----------

১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮

ইসিয়াক বলেছেন: সকল মায়েরা ভালো থাকুক

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: আহারে আহারে চিরো দুঃখি জনম দুঃখি মা

১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০

ইসিয়াক বলেছেন: মাকে আমার পড়ে না মনে
- রবীন্দ্রনাথ ঠাকুর


মাকে আমার পড়ে না মনে।
শুধু কখন খেলতে গিয়ে
হঠাৎ অকারণে
একটা কী সুর গুনগুনিয়ে
কানে আমার বাজে,
মায়ের কথা মিলায় যেন
আমার খেলার মাঝে।
মা বুঝি গান গাইত, আমার
দোলনা ঠেলে ঠেলে;
মা গিয়েছে, যেতে যেতে
গানটি গেছে ফেলে।
মাকে আমার পড়ে না মনে।
শুধু যখন আশ্বিনেতে
ভোরে শিউলিবনে
শিশির-ভেজা হাওয়া বেয়ে
ফুলের গন্ধ আসে,
তখন কেন মায়ের কথা
আমার মনে ভাসে?
কবে বুঝি আনত মা সেই
ফুলের সাজি বয়ে,
পুজোর গন্ধ আসে যে তাই
মায়ের গন্ধ হয়ে।
মাকে আমার পড়ে না মনে।
শুধু যখন বসি গিয়ে
শোবার ঘরের কোণে;
জানলা থেকে তাকাই দূরে
নীল আকাশের দিকে
মনে হয়, মা আমার পানে
চাইছে অনিমিখে।
কোলের 'পরে ধরে কবে
দেখত আমায় চেয়ে,
সেই চাউনি রেখে গেছে
সারা আকাশ ছেয়ে।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

শুভ্রনীল শুভ্রা বলেছেন: শহীদ আজাদের মায়ের গল্প মনে পড়ে গেলো। শ্রদ্ধেয় আনিসুল হকের লেখায় প্রথম জেনেছিলাম উনার সম্পর্কে। আজকে একটা ভিডিও চিত্র দেখলাম শহীদ আজাদ এবং তাঁর মায়ের সেইসব কষ্টের গল্প নিয়ে। আপনার কবিতার থিমের সাথে বেশ মিলে গেছে ভিডিও চিত্রটির।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

ইসিয়াক বলেছেন: আমি অবশ্য শহীদ আজাদের মায়ের গল্প পড়িনি ।এখন জানলাম ,অবশ্যই পড়বো ।
মন্তব্যে ভালো লাগা ছুঁয়ে গেল.....দুপুরে মনে হলো মা’কে নিয়ে একটা কবিতা লিখি তাই এই প্রচেষ্টা।
অনেক ধন্যবাদ শুভ্রনীল শুভ্রা আপনাকে।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

পদাতিক চৌধুরি বলেছেন: হাজার বছরেরও এ হাহাকার অক্ষয় থাকবে।
কাব্যে ভালোলাগা।
শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

ইসিয়াক বলেছেন: প্রিয়দাদা, কি দিয়ে শোধ করবো আপনার যত ঋণ ?আমি জানি না ,তবে এটা জানি আপনাকে কখনো ভোলা হবে না । আপনার মন্তব্য ,সহযোগীতা আমার সারাজীবনের অনুপ্রেরণা। কৃতজ্ঞতা দাদা যেন এভাবেই কেটে যায় বাকীটা সময়।
শুভকামনা রইলো্ ।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

রূপম রিজওয়ান বলেছেন: সত্যিই ওনাদের হাহাকারের কোন জবাব আমাদের কাছে নেই! একরাশ মুগ্ধতা++
আছেন কেমন কবি ভাইয়া?

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৬

ইসিয়াক বলেছেন: আমি ভালো আছি ভাইয়া । আপনার আজকের পোষ্টটি অনবদ্য । আমি যদিও এই সম্পর্কে জানতাম তবু আজ আরো বিস্তারিত জানলাম। আমার আগের পোষ্ট এর কবিতাটি কি পড়েছেন ? আশা করি পড়ে মতামত দেবেন।
ধন্যবাদ

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৩

নার্গিস জামান বলেছেন: ভীষণ সুন্দর :)

১৫ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৩৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো আপু।
শুভসকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.