নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
এখনো রক্তের দাগ লেগে আছে আমার অত্যাচারিত সারা শরীরে।
এখনো চামড়া পোড়া কটু গন্ধের ক্ষতে মাছিরা বসে মাঝে মাঝে।
এখনো চামড়ার বেল্টের বিভৎস কারুকাজ খচিত দাগ
আমার তীব্র কষ্টের দিনগুলোর কথা মনে করিয়ে দেয় বার বার।
এখনো চাপ চাপ ব্যথা আমার হাড়ে মাংসে ,অস্হি মজ্জায়,প্রতিটি গিরায় গিরায়।
ওরা আমায়! ওরা আমায়!!
জানো তো, আমি ওদের ভাই ডেকেছিলাম।
তারপরে বাবাও ডেকেছি!
দাদুও ডেকেছি হয়তো তীব্র অশালীন ব্যথার ঘোরে!!
মনে নেই।
মনে নেই!মনে নেই!!মনে নেই!!!
আমি অনেক কিছুই চাইনি। চাইনি মনে রাখতে।
চাইনি ! চাইনি!! চাইনি!!!
আমি এসব কিছুই চাইনি।
এতটা পাশবিক ,বিভৎস কি করে হয় মানুষ।
ওরা কি কোন মায়ের সন্তান নয়?
আমার অসহায় মুখের দিকে তাকিয়ে কি মনে পড়েনি?
নিজের মা বা বোনের কথা।
অথবা মেয়ের কথা?
ছি!ওয়াক থুহ!!
নরপিশাচের দল।
ওরা নাকি আমার ধর্মের ভাই!!
ধর্ম ? হায় ধর্ম!!
ধর্মে আমার আর বিশ্বাস নাই।
ধর্মের ভিত্তিতে বিভক্ত হলো দেশ।
লক্ষ কোটি মানুষ হলো নিস্ব ,অসহায় ভিক্ষুক ।
ভিটামাটি হারা।
ধর্মের নামে চলে হত্যা খুন পাশবিক অত্যাচার।
এত পাপ তুমি কি করে সইলে বিধাতা!
এত পাপ তুমি কি করে সও?
দেশ তো স্বাধীন হলো ।
তুমি কি আমায় বলতে পারো ? আমি এখন কোথায় যাবো?
কার কাছে যাবো?
১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৮
ইসিয়াক বলেছেন: সেই সব দিনের কথা শুনলে বা পড়লে এখনো দুচোখের পাতা ভিজে ওঠে।
বইয়ের পাতার চাইতে তখনকার বাস্তবতা তো আরো কঠিন ছিলো হাবিব ভাই। লিখে বা বলে প্রকাশ করা যাবে না ।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: দারুন কবিতা।
১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই
১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬
ইসিয়াক বলেছেন: বিজয়ের শুভেচ্ছা রইলো লিটন ভাই।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধর্ম ত্যাগ করে কেউ যুদ্ধ করেনি।একশ্রেণীর লোক ধর্মকে পুঁজি করেই এই যুদ্ধে জয়ী হতে চেয়েছিলো , তাদের ধারণা ছিল ভুল।মাথামোটা পাকিস্তানিরাও জানতো না যে , একজন সাচ্চা মুসলমান বা ধার্মিক দেশের পক্ষেই থাকবে।
দানব দলনী হয়ে উন্মাদিনী
আর কি দানব থাকিবে বঙ্গে ।।
সাজ রে সন্তান হিন্দু-মুসলমান
থাকে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ ।।
আপনার কবিতা অসাধারণ লাগলো। +++
বিজয় দিবসের শুভেচ্ছা নিন। ব্লগ ডেতে আপনার সাথে দেখা করার খুব শখ ছিল।
১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২১
ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর ও আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
সামনে কোন এক ব্লগডেতে যদি বেঁচে থাকি তবে নিশ্চয় দেখা হবে ।
আমি এখনো নিজেকে সেভাবে গুছিয়ে নিতে পারিনি। অনেক ঝডের পর কেবলি আলোর রেখা দেখতে পাচ্ছি।
সেই আলোর পথ ধরে দেখা হবে নিশ্চয়।
শুভকামনা জানবেন।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭
নার্গিস জামান বলেছেন: ভীষণ সুন্দর
১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০০
ফয়সাল রকি বলেছেন: নৃশংসতার যে বর্ণনা বিভিন্ন জায়গায় পেয়েছি বা পড়েছি তা কল্পনাও করতে পারিনা। আজ পর্যন্ত এ বিষয় নিয়ে আমি একটা লেখাও লিখতে পারি নি। হয়তো সাহস পাই নি।
লেখায়+++
১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা ফয়সাল রকি ।বিজয়ের শুভেচ্ছা রইলো
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি অদ্ভুত এই দেশ ও মানুষ-বিরাঙ্গনাদের আজও আমারা সম্মানের চোখে দেখিতে পানিনা।
লজ্জা! লজ্জা! লজ্জা!
১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩
ইসিয়াক বলেছেন: বিজয়ের শুভেচ্ছা রইলো মোঃ মাইদুল সরকার ভাইয়া
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতায় +
ভাল থাকবেন।
১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪
ইসিয়াক বলেছেন: বিজয়ের শুভেচ্ছা রইলো ভাইয়া
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৮
তারেক ফাহিম বলেছেন: বই পড়ে প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা অনুভব এখন আর করে না।
১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। বিজয়ের শুভেচ্ছা রইলো।
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০
আলমগীর কাইজার বলেছেন: হৃদয়স্পর্শী কবিতা।
১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
ইসিয়াক বলেছেন: বিজয়ের শুভেচ্ছা রইলো ভাইয়া।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতা !!
১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১২
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও বিজয়ের শুভেচ্ছা রইলো গিয়াস উদ্দিন লিটন ভাইয়া।
১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৫
রায়হানুল এফ রাজ বলেছেন: অগণিত শ্রদ্ধা তাদের প্রতি।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৬
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ,
বিজয়ের শুভেচ্ছা রইলো
১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩০
শিখা রহমান বলেছেন: বিনম্র শ্রদ্ধা বীরাঙ্গনাদের। কবিতায় যুদ্ধকালীন নির্মমতা ও পাশবিকতা উঠে এসেছে।
দুর্দান্ত এই কবিতাটার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিজয় দিবসের শুভেচ্ছা প্রিয় কবি।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৩
ইসিয়াক বলেছেন: প্রিয় কবি ,
কবিতাটি ব্লগে দেওয়ার পর আমি বার বার ই আপনার মন্তব্য আশা করছিলাম।
অবশেষে আপনার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগছে।
স্কুলে এখন প্রচন্ড ব্যস্ততা বাচ্চাদের বার্ষিক পরীক্ষা চলছে । তার উপরে বিজয় দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি। মন খুলে ব্লগিং করতে পারছি না ।
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো আপু।
১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৪৪
অন্তরন্তর বলেছেন: শ্রদ্ধাঞ্জলি সকল বীরাঙ্গনাদের। খুব কষ্টের কথা কবিতায় সুন্দর করে প্রকাশ করেছেন। শুভ কামনা।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৬
ইসিয়াক বলেছেন: শ্রদ্ধাঞ্জলি সকল বীরাঙ্গনাদের।
অনেক ধন্যবাদ ভাইয়া ,
বিজয়ের শুভেচ্ছা রইলো
১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৪
নীল আকাশ বলেছেন: নিঃস্ব হবে।
প্রতিটা পাকিস্থানি সৈন্য ছিল একটা জানোয়ারের বাচ্চা। এদের ভারতের কাছে না দিয়ে লাইন করে দাড়া করিয়ে ব্রাস ফায়ার করে মেরে ফেলা দরকার ছিল তখন। তাতেও যদি কিছুটা শোধবোধ হতো।
বীরাঙ্গনাদের কষ্ট এবং তাদের অযাযিত সন্তানদের দুঃখের কথা আজ আর কেউ মনে রাখে না। এদের দায়ভার সমাজও নিতে চায় নি। সময় পেলে বীরাঙ্গনা এবং যুদ্ধশিশুদের নিয়ে আমার লেখা "স্বাধীনতা আমার অহংকার" লেখাটা পড়ে আসুন। কতটা অবহেলা এদের করা হয়েছে যেনে আসুন।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
ইসিয়াক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা রইলো ভাইয়া।
১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭
আসোয়াদ লোদি বলেছেন: বীরাঙ্গনা আর্তনাদের মর্মস্পর্শী লেখা।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪
ইসিয়াক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা রইলো ভাইয়া।
১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতায় সময়কে ধারণ করলে তা জীবন্ত হয়ে উঠে,
কবিতায় ইতিহাসের স্পর্শ কবিতা এবং কবিকে মহৎ করে-
কবিতায় ভালোলাগা রাখলাম!!
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৫
ইসিয়াক বলেছেন: মন্তব্যে মুগ্ধতা প্রিয় কবি।
কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকুন,সুস্থ থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩২
হাবিব বলেছেন: নিশংসতার দারুণ বর্ণনা উঠে এসেছে কবিতায়