নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন

১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০০


মুক্তির তীব্র নিনাদে
প্রখর প্রফুল্ল চিৎকার,
উল্লসিত বিজয় ঘোষণায়
দারুন অমস এক লড়াইয়ে,ত্যাগে
বিজয়ীর বেশে।
বহুমাত্রিক শোকগাঁথার অবলম্বনে
জয়ের বাধ ভাঙা জোয়ার নিয়ে যেন স্বাধীনতা এলো অবশেষে।
কাঙ্খিত স্বাধীনতা।

এরপর বাস্তবতায়
বিজয়ের এত বছর পর আশা এবং আক্ষেপ দুটোই বর্তমান।
কি পেয়েছি ,কি পাইনি,
কি চেয়েছি ,কি চাইনি,
সাথে ব্যক্তিগত হিসাব !
যুদ্ধ কি কেউ হিসাব করে করেছিলো?
সেতো ছিলো সময়ের দাবি,
স্বাধিকারের লড়াই।
মুক্তির সংগ্রাম।
নিজস্ব দায়িত্ববোধ....
অনেক তো হলো তর্ক।

এর মাঝে স্রোতের অনুকূলে ঢুকে গেল,
বিজাতীয় পাকিদের রক্ত,
রাজাকার আলবদরের ভক্ত,
হিংস্র হায়েনাদের প্রেতাত্মা!
করলো অতি সুক্ষমাত্রার প্রয়োগ
জাতির রন্ধ্রে রন্ধ্রে
ঘৃণার বিষ বাষ্প
তৈরি হলো আরেক দ্বিজাতি তত্ত্ব
আমাদের শিরায় শিরায় অতি সংগোপনে।

কেউ কেউ হয়ে গেলো
নিজের অজান্তে পাকি হানাদারের
রাজাকারদের ভক্ত, ধর্মের ভিত্তিতে।
আদর্শের অবকাঠামোগত বিনির্মাণে
৭১ এর ভাবনা, বোধ, চেতনা কি করে দিক ভ্রান্ত হলো?

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: রাজাকারদের রক্ত দূষিত। এরা কখনো ভালো হবে না।
এদের নির্মূল করেই রাষ্ট্রকে বিপদমুক্ত করতে হবে।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৪

ইসিয়াক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা রইলো ভাইয়া ।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতায় গভীর মর্মবেদনা ফুটে উঠেছে।++

শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬

ইসিয়াক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা রইলো প্রিয় দাদা।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: জানাচ্ছি বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭

ইসিয়াক বলেছেন: আপনাকে ও বিজয় দিবসের শুভেচ্ছা জানাই বন্ধু।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

রূপম রিজওয়ান বলেছেন: "তৈরি হলো আরেক দ্বিজাতি তত্ত্ব,
আমাদের শিরায় শিরায় অতি সংগোপনে"

দারুণ কবি ভাইয়া! বিজয় দিবসের শুভেচ্ছা।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬

ইসিয়াক বলেছেন: আপনার প্রতি ও রইলো বিজয় দিবসের শুভেচ্ছা।
মন্তব্যে কৃতজ্ঞতা ।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

নুরহোসেন নুর বলেছেন: হৃদয়স্পর্শী কথামালা ফুটিয়ে তুলেছেন কবিতায়,
ধন্যবাদ।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

ইসিয়াক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা রইলো ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.