|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
ফুল ফুটেছে নিঝুম বনে
জোছনা জাগা রাত্রি।
তুমি আমি এই প্রহরে 
একলা পাত্র পাত্রি । 
নদীর জলে ঢেউগুলো সব
আঁকছে আঁকি বুকি ।
এসো দুজন এই আহ্লাদে,
জোছনা নিয়ে মাখি ।
 
জল কিনারে কাশফুলেরা, 
খেলছে মজার  খেলা।
গুল্ম লতা জড়িয়ে তারে,
দুলছে দোদ্যুল দোলা। 
জোনাক পোকা দুষ্টু ভারি,
জ্বলছে আর নিভছে ।
দুর নীলিমার নীলগুলো সব
ঝাপসা ছবি আঁকছে। 
বাতাস এসে কানে কানে
আমায় যেন বলল ।
জুটি তোমার মানিয়েছে বেশ
নয়কো কারো তুল্য ।
 ৩০ টি
    	৩০ টি    	 +৬/-০
    	+৬/-০  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৮
১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৮
ইসিয়াক বলেছেন: সেই জন্য ই তো মহা ব্যস্ত সময় কাটালাম আজ ক’দিন ।তার  মধ্যে পরীক্ষা চলছে। আজ শেষ হবে।
আচ্ছা একটা প্রশ্ন মানুষের পোষাকটা ই প্রধান মুখ্য বিষয়?
২|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৫
১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার একটা ছড়া পড়লাম
অনেক শুভেচ্ছা রইল--------------
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৯
১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৯
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
৩|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৯
১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৯
নীল আকাশ বলেছেন: সুন্দর লেগেছে। 
ধন্যবাদ।
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০০
১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া।
শুভসকাল
৪|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৪৪
১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাতাস এসে কানে কানে আমায় যেন বলল । 
জুটি তোমার মানিয়েছে বেশ নয়কো কারো তুল্য 
....................................................................
বাহ্ , বেশ বেশ বেশ !
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৪০
১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৪০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
৫|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:১০
১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:১০
আসোয়াদ লোদি বলেছেন: অক্ষরবৃত্ত ছন্দের ঝকঝকে ছড়া। তবে "অস্পষ্ট ছবি আঁকছে" লাইনটাতে ছন্দ একটু নিম্নগতি মনে হয়েছে।
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২১
১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২১
ইসিয়াক বলেছেন: আসোয়াদ লোদি  ভাইয়া  গঠন মূলক মন্তব্যে জন্য অনেক ধন্যবাদ ।
 ভাইয়া আমি আসলে কবিতার ‘ক’ বুঝি না । হাবিজাবি যাই লিখি সব গুলো ই, মনে যা আসে তাই । 
আপনারা পড়েন এতেই আমি ধন্য ।
মন্তব্যে কৃতজ্ঞতা রইলো্।
৬|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:১৯
১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:১৯
সোনালী ডানার চিল বলেছেন: 
লিরিক্যাল;
সকাল সকাল আপনার অভিভাব বেশ লাগলো-
শুভকামনা কবি!
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২২
১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২২
ইসিয়াক বলেছেন: প্রিয় কবি আপনার মন্তব্যে আপ্লুত হলাম ।
কৃতজ্ঞতা জানবেন।
৭|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৫৫
১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৫৫
রূপম রিজওয়ান বলেছেন: দারুণ কবি ভাই।
শুভেচ্ছা।
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২৩
১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২৩
ইসিয়াক বলেছেন: শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো প্রিয় ছোট ভাইয়া।
৮|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫১
১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫১
এমজেডএফ বলেছেন: ভোরের পাখি, 
কবিতা সুন্দর হয়েছে! বিশেষ করে ছন্দের মিল থাকাতে হেলেদুলে পড়েছি   ।
।
কবিতাটি পড়ার সময় দু'জায়গায় আমার ছন্দের তাল কেটে যাচ্ছে! তাই একটু পরিবর্তন করে পড়লাম।
"অস্পষ্ট ছবি আঁকছে"  → "ঝাপসা ছবি আঁকছে"
"জুটি তোমার মানিয়েছে বেশ"  → "ভালোবাসার জুটি তোমার"
অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৬
১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৬
ইসিয়াক বলেছেন: আন্তরিক মন্তব্যে আমি অভিভূত। 
আসলে সত্যি কথা বলতে ভাইয়া আমি কবিতা বুঝি না । মনে যা আসে তাই লিখি । আপনারা পড়েন ।
আমি আপ্লুত হই। কৃতজ্ঞতা জানাই ব্লগের সবার প্রতি।
শুধু আমার জন্য দোয়া করবেন। এইটুকু কামনা।
শুভকামনা ও  কৃতজ্ঞতা রইলো। 
"অস্পষ্ট ছবি আঁকছে" → "ঝাপসা ছবি আঁকছে" পরিবর্তন করে দিচ্ছি। 
ধন্যবাদ
৯|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১৭
১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১৯
১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আপু
১০|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪০
১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪০
জাহিদ অনিক বলেছেন: 
বেশ স্পন্টেনিয়াস মিঃ ইসিয়াক।
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১২
১৭ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১২
ইসিয়াক বলেছেন: অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন জাহিদ অনিক ভাইয়া ।
শুভকামনা রইলো।
১১|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৫
১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৫
শিখা রহমান বলেছেন: আবেগী ছন্দ কবিতা। 
ভালোলাগা ও শুভকামনা রইলো প্রিয় কবি।
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৪
১৭ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৪
ইসিয়াক বলেছেন: আপু আপনার মন্তব্য মানে আমার কাছে অনেক কিছু।
অনেক অনেক মুগ্ধতা  জড়ানো সজীবতা। 
শুভকামনা রইলো প্রিয় কবি।
১২|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৪৮
১৭ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৪৮
রুমী ইয়াসমীন বলেছেন: বাহ্! দারুণ ছন্দময় মিষ্টি এক কবিতা। পড়ে অনেক মুগ্ধ হয়েছি। 
শুভকামনা জানাই কবির প্রতি।
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০৩
১৭ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০৩
ইসিয়াক বলেছেন: আপু আপনার মন্তব্য ভালো লাগলো।
শুভকামনা রইলো।
ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়।
১৩|  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:১৮
১৮ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: অবশ্যই পোষাক ভালো পড়তে হবে।  
কথায় আছে আগে দর্শনধারী পরে গুনবিচারি।
  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৫
১৮ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৫
ইসিয়াক বলেছেন: আমি তো সাধারণ থাকতে চাই। 
অসাধারণ হতে চাই না।
আর আমার গুন ও নাই ,কোন যোগ্যতা ও নাই।
তাহলে আমার কি হবে?
১৪|  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৩৬
১৮ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার জুটি । এমন না হলেই নয় ।
সুন্দর +
  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৪৭
১৮ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৪৭
ইসিয়াক বলেছেন: সেলিম ভাই আপনার ভালো লেগেছে জেনে আমি সত্যি খুবেই আনন্দিত।
অনেক অনেক শুভকামনা ও কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
১৫|  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:০০
১৮ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ছন্দে ছন্দে কবিতা পড়ি আনন্দে।
  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৫০
১৮ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৫০
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো মাইদুল ভাই।
ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো আপনার প্রতি।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৩
১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
বন্ধু কেমন আছেন?
কাল স্কুলে ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান হয়েছে?
কবিতা সুন্দর হয়েছে।