নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ইচ্ছে ছিলো মন ভেজাবো,
তোমার হাতটি ধরে ।
ভাবনাগুলো দিক হারালো,
অমানিশার ঘোরে।
ফূল ফুটেছে ঝিলের জলে,
জলাকার চিকচিক।
স্বপ্নগুলো মেলবে পাখা,
ফিরলে তুমি ঠিক ঠিক ।
সেই আশাতে ই গুনগুনিয়ে,
গাইছি দেখো গান।
রাত নিশিতে ছন্দ সুরের,
মিলিত ঐক্যতান।
কি চাই তোমার মানসীপ্রিয়া,
কিসে তুমি খুশি ?
কি পেলে তুমি হাসবে বলো
মন ভোলানো হাসি?
বলেছিলে ফিরবে তুমি,
আসবে তুমি কাছে।
ভাবনাগুলো আঁকছে ছবি,
অলীক উল্লাসে।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৮
ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই,
কাব্যিক মন্তব্যে ও কবিতায় ভালো লাগা ছুঁয়ে গেলো্।
আপনার অনুকবিতাটি খুবই সুন্দর হয়েছে।
উপহারে আপ্লুত।
শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো্ ।
শুভরাত্রি ।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৭
জুল ভার্ন বলেছেন: সুন্দর!
১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫০
ইসিয়াক বলেছেন: শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো শ্রদ্ধেয়।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: আপনার ঐখানে শী্ত কেমন?
২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৯
ইসিয়াক বলেছেন: প্রচন্ড শীত। ঘরের মধ্যেই আছি।আপাতত বাইরে যাবো না। তবে দিনে তিনবার বাইরে যেতে হচ্ছে ।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২১
রূপম রিজওয়ান বলেছেন: সুন্দর হয়েছে।
সুপ্রভাত,ভাইয়া।
২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৪
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ছোট ভাইয়া ।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! এতো দেখছি ছন্দের বিলিকাটা। ভাবনারা এমনই ছন্দময় ভাবে চলতে থাকুক....
শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।
২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৯
ইসিয়াক বলেছেন: শুভকামনা ও কৃতজ্ঞতা জানবেন দাদা
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
ইচ্ছে ছিলো ঠান্ডা জল খাবো তোমার দেয়া হাতে -
ইচ্ছে ছিলো গল্প হবে বিলের পাড়ে তোমার সাথে সাথে,
ইচ্ছে ছিলো সুর্য দেখবো তোমার পানে চেয়ে -
ইচ্ছে ছিলো একটি মাত্র মিষ্টি খাবো ভাগাভাগি করে।
ইচ্ছে ছিলো ইচ্ছে ছিলো
তুমি আমার - আমি তোমার, এ সত্যটাও জানি।।
প্রিয় ইসিয়াক,
আপনার জন্য ছয় লাইন অনুকবিতা উপহার। আপনার কবিতার টনেই লিখে দিলাম।