নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আমার ছেলেবেলায় আল্লাহর কাছে চাওয়া ও প্রেমিকাদের জন্য দোয়া প্রার্থনার গল্প

২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২০


ঢাকার মোহাম্মদপুরে (বাসস্ট্যান্ড) কাটাসুর থেকে শিয়া মসজিদের দিকে একটা রাস্তা চলে গেছে বাঁশবাড়ী হয়ে। এই রাস্তাতে যাওয়ার পথে পড়ে সাত গম্বুজ মসজিদ। আমরা বন্ধুরা মিলে প্রত্যেক শুক্রবার গোসল সেরে পরিষ্কার অথবা নতুন পোষাক পরে আতর মেখে সাত গম্বুজ মসজিদে জুম্মার নামাজ পড়তে যেতাম।

আমরা থাকতাম শের শাহ শুরী রোডে।যদিও আমাদের বাড়ির আশেপাশে মসজিদের অভাব ছিলো না কোন।তবু ও অপেক্ষাকৃত দুরের এই মসজিদে যাওয়ার মজাই ছিলো আলাদা। অন্যান্য নামাজ খুব একটা পড়া হতো না ।কিন্তু জুম্মার নামাজ মিস হতো না। বলাবাহুল্য পথে যেতে যেতে বাদরামি,ত্যদরামি সবই হতো ঝাক্কাস ষ্টাইলে।
সে সব অন্য গল্প যা আরেক দিন হবে।
যাহোক সব নামাজ শেষে মোনাজাত ও দোয়ার একটা ব্যপার থাকে।
সেই সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতাম, সেই চাওয়াগুলো বেশ মজার। সেই সব কিছু মজার চাওয়া পাওয়ার কথা আজ আমি শোনাবো আপনাদের ।

যথানিয়মে নামাজ শেষ হতো।তারপর মোনাজাত এবং দোয়া।নামাজের সময় খুব সিরিয়াস না হলেও দোয়ার সময় ও খুব সিরিয়াস।
এই সময় আল্লাহর কাছে প্রথমে চাইতাম হে আল্লাহ তুমি আমারে বেহেস্তে নিও।কারণ ছোটবেলা থেকেই এত পরিমান বেহেস্তের কথা শুনেছি যে সেখানে না যেতে পারাটাই যেন মানুষের জীবনের ব্যর্থতা ।আর সব ভালো মন্দ কাজের মধ্যে বেহেস্তের হিসাব টা মাথায় থাকতো সব সময়।
যা হোক আল্লাহর কাছে চাওয়ার মাঝে কিছু চাওয়া ছিলো যেমনঃ-
১। বেহেস্তে যেন আমার একটা লাইব্রেরি থাকে যেখানে আমার সব প্রিয় প্রিয় বই থাকে। সব বই! পৃথিবীতে যত রকম বই আছে সব, আর আমি মারা যাবার পর যেসব বইগুলো বের হবে সেই সবও থাকে। আমি বেহেস্তে বসে বই পড়ে সময় কাটাতে চাই।
২্। সব ভালো ভালো গান যেন আমি শুনতে পাই, বেহেস্তে যেন সব ধরনের গান আমার সংগ্রহে থাকে।আমি মরে যাবার পর যেসব ভালো গান তৈরি হবে সেগুলোও আমি বেহেস্তে বসে আমি শুনতে চাই।
৩।সব রকম মজার মজার খাওয়া দাওয়া যেন না চাইতেই পেয়ে যাই।খাবারে অবশ্য আমার অরুচি নাই।সব খাবারই আমার চলে।
৪।বেহেস্থে আমার প্রিয় নাটক ও সিনেমাগুলো যেন সব আমার সংগ্রহে থাকে এবং সেগুলো যখন খুশী যেন দেখতে পাই।

একটা বয়স পর্যন্ত এগুলোই মোটামুটি চাওয়ার ছিলো নিয়মিতভাবে তারপর যখন কৈশর পেরুলাম তখন এই চাওয়ার সাথে আরো যোগ হলো সুন্দরী কোন মেয়ে ....।পছন্দ হয়েছে এমন মেয়ে। কথা বলল না বা পাত্তা পেলাম না এরকম মেয়ের জন্য দোয়া,যাতে সে আমার হয় । দোয়ার পরেও যেকোন কারণে হোক হাত ফসকে অন্যের হয়ে গেছে সেই মেয়ের জন্য তখন মনে খুব কষ্ট হতো । কেঁদে কেটে বুক ভাসিয়ে , বালিশ ভিজিয়ে একাকার অবস্থা। তখন পৃথিবীর অন্য সব মেয়েদের ডাইনী, রাক্ষসী আর ছলনাময়ী মনে হতো্।
তারপর একদিন কলেজের কোন মেয়ে একটু আমার দিকে তাকিয়েছে তো অমনি মন গলে পানি । আবার নতুন চিন্তা ভাবনা নতুন স্বপ্ন । নতুন করে বুকের মধ্যে ডিপডিপানি। সেই সাথে আল্লাহর কাছে দোয়া। আমি বুঝতে পারতাম সবাই আমায় নিয়ে খুব জোর হাসি মজা করতো । অবশ্য এটা নতুন না আমি বরাবরই একটু পাগলাটে টাইপের । যাহোক এই সব মেয়েরা আমার সপ্নে বরাবরই থাকতো ফুলপরি হয়ে ।
মায়ালু ভাব নিয়ে তাদের নিয়ে ভাবতে আমার খুব ভালো লাগতো। এখনো যে মেয়েদের নিয়ে ভাবতে ভালো লাগে না তা না । ভালো লাগে বরং একটু বেশিই লাগে।
যাহোক যা বলছিলাম সেই সময় আল্লাহর কাছে এই সব প্রেমিকাদের নিয়ে বলতাম আল্লাহ তুমি অমুক অমুক অমুকরে আমার সাথে বেহেস্তে দিও ....। মজার না?
আমার কিন্তু এই চাওয়াগুরোএখনো আছে......মেয়েরা মাইন্ড খাইয়েন না। আল্লার কাছে মনের ইচ্ছাগুলি কি কি তা বললাম আর কি।
শেষ কথা
সুধী পাঠক, আপনাদের ভালো লাগলে আরো লিখবো , আর না লাগলে এখানেই সমাপ্তি।
শুভসন্ধ্যা ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: আমি তো জেনিভা ক্যাম্পে নিয়মিত খেতে যেতাম সুরভিকে নিয়ে। লুচি, কাবাব, চাপ। আহা ----
নামাজ কি এখন পড়েন না?
বেহেশতে আমি বই চাই, খাবার চাই, নারী চাই, সামু চাই।

পোষ্ট ভালো লেগেছে। লিখুন।

২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭

ইসিয়াক বলেছেন: জেনিভা ক্যাম্পে তো আমরা আড্ডা দিতাম । মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে পড়ার সুবাদে টিফিন টাইম সেখানে ই কাটাতাম।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: প্রথম হলাম নাকি!!!!

২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

ইসিয়াক বলেছেন: বেহেস্তে আমার চাওয়াগুলো কিন্তু বদলায়নি বন্ধু।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জেনিভা ক্যাম্পে তো আমরা আড্ডা দিতাম । মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে পড়ার সুবাদে টিফিন টাইম সেখানে ই কাটাতাম।

আবার চলে আসেন মোহাম্মদপুর। আড্ডা হবে।

২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

ইসিয়াক বলেছেন: এখন ও খুবই ইচ্ছা করে সেই সব দিনগুরোতে ফিরে যেতে। ঢাকায় গেলে একলা একলা ই ঘুরে বেড়াই । ঢাকায় আসলে নিশ্চয় আড্ডা হবে সাথে আপনার সাথে কোক বার্গার ও থা্কবে।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বেহেস্তে আমার চাওয়াগুলো কিন্তু বদলায়নি বন্ধু।

মিলে গেছে আপনার সাথে। হে হে

২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

ইসিয়াক বলেছেন: তাহলে বেহেস্তে পাশাপাশি থাকা যাবে কি বলেন?
মাঝে মাঝে বই আর মিউজিকগুলো বদলাবদলি করা যাবে।
ও হ্যাঁ বেহেস্তে আমারও সামু চাই ই চাই ।
সামু ছাড়া বাঁচতে পারবো না।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

শের শায়রী বলেছেন: এখনো কি মোহাম্মদপুর থাকেন? থাকলে আওয়াজ দিয়েন, আমি প্রায়ই যাই ওখানে আমার ছোট বেলার কয়েকটা বন্ধু থাকে। বিহারী ক্যাম্পে চাপ লুচি সহকারে না হয় আড্ডা দেব একদিন :)

২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

ইসিয়াক বলেছেন: এখন আর মোহাম্মদপুরে থাকি না ভাইয়া। যশোহরে থাকি।ঢাকায় এলে একদিন দেখা হবে নিশ্চয়।
আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভসন্ধ্যা।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৭২ টা হুর পরী তো পাবেন ই।

আর যা চাইবেন সবই দেওয়া হবে সাথে সাথে । সেখানে কোনো কিছুরই অভাব থাকবে না। আপনার চাইতে দেরি হতে পারে হাজির হতে দেরী লাগবে না ইনশাআল্লাহবেন।

২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

ইসিয়াক বলেছেন: হুর পরি দরকার নাই ভাইয়া ।
এ জীবনে যেসব মানবী আমার মনের অলি গরি ঘুরে গেছে তাদের হলেই চলবে । তাদের এখনো মিস করি।
তাদের কথা কবিতা লেখার সময় খুবই মনে পড়ে । আমার বেশ কাজে লাগে আর কি।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: মজা পেলাম তো। ;)

২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

ইসিয়াক বলেছেন: সাইয়িদ রফিকুল হক ভাই আপনি কি জানেন আপনার নাম আর আমার নামে মিল আছে?
আমার নাম মোঃরফিকুল ইসলাম[অপূর্ব]।

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




ডোনাল্ড ট্রাম্প খুশি হয়েছেন আপনার পোষ্ট পড়ে। আরো লেখা চাই এটি কি আবার বলতে হবে - - - - -

২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই আপনার মন্তব্য পেয়ে আমি ও খুব খুশি হয়েছি।
ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়।
শুভসন্ধ্যা।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: তবে তো আমরা বন্ধু হয়ে গেলাম। B-)

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১২

ইসিয়াক বলেছেন: আসুন হাতে হাত মিলাই

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

জগতারন বলেছেন:
পোষ্টটি আমার ভালো লাগিয়াছে ও লাইক দিয়াছি।
আরও লিখুন অবশ্যই পড়িবো।

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০১

ইসিয়াক বলেছেন: অনেক শান্তি পেলাম প্রিয় স্বপন ভাইয়ের মন্তব্য পেয়ে।
শুভকামনা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো এবং সেই ষাথে দোয়া রইলো আমার সামুতে বিচরণের পথ প্রদর্শক ভাইয়ার প্রতি।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২০

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! এমন প্রার্থনা। আপনি তো দেখছি ছোট বেলায় বেশ দুষ্টু' ছিলেন। ভালো লেগেছে আপনার শৈশবের স্মৃতিচারণ। ফিরে দেখা 1,2 আকারে পর্ব গুলো চলতে থাকুক।

নিরন্তর শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।।

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৫

ইসিয়াক বলেছেন: আগেও একটা পোষ্ট দিয়েছি । মাস দুয়েক আগে পড়েছেন কিনা জানি না। হা হা হা শুভকামনা।
লাইকে কমেন্টে অনুপ্রাণিত হলাম।
শুভরাত্রি।

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:২২

এমজেডএফ বলেছেন: ব্যতিক্রমধর্মী আত্মকাহিনী চমৎকার হয়েছে! লজ্জা বা আড়ষ্টতা ত্যাগ করে আমাদের সাথে শেয়ার করার জন্য অভিনন্দন।
আল্লাহর কাছে চাইবেন না তো কার কাছে চাইবেন :)! তিনি হচ্ছেন অসীম ক্ষমতার মালিক। মানুষ সবকিছু পেতে ও করতে নিজের ক্ষমতা দিয়ে চেষ্টা করে। যখন নিজের ক্ষমতায় সম্ভব হয় না তখন আল্লাহর কাছে হাত পাতে। মানসিক সান্তনা :( । আমাদের নিজের থেকে দুর্বল কেউ যদি কোন দোষ করে আমরা তখন কষে একটা থাপ্পড় দেই X((। আর আমাদের থেকে সবল কেউ যখন অন্যায়ভাবে আমাদেরকে কষে একটা থাপ্পড় দেয় তখন আমরা আল্লার কাছে নালিশ করি :((

২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।
আপনার ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো্।
আন্তরিক মন্তব্যে ভালো লাগা ।
শুভকামনা রইলো।
সুপ্রভাত।

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৯

ম্যাড ফর সামু বলেছেন: ছোটবেলায় এরকম কত্ত দোয়া করেছি আল্লাহর কাছে যেন আমার প্রেমিকা/ভালো লাগার মানুষটি আমার দিকে একটু মুখ তুলে
তাকায়

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৫

ইসিয়াক বলেছেন: ম্যাড ফর সামু আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবা্দ ও কৃতজ্ঞতা রইলো।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কলি কালের দুষ্টু ;)
দুনিয়ার মানবীর জন্যই এত্ত দোয়া! আহা যদি একনজর দেখতেন তিনাদের
পুরা দুনিয়াই ছাইড়া দেবার দুআ করতেন ;) হাহাহা

আহা! নিষ্পাপ, সরল মনের সেই দিনগুলি
রইলো না রইলো কারো সোনার খাঁচায় . . . .

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৭

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ও পোষ্ট পাঠে কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো।

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫

ফয়সাল রকি বলেছেন: ইদানিং মুনাজাতে কী কী চান?
যাই হোক, চালিয়ে যান, লেখা ভাল হয়েছে।

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮

ইসিয়াক বলেছেন: হা হা হা বলা যাবে না সমস্যা আছে!
মন্তব্যে ভালো লাগা ভাইয়া।

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সব পাবেন। যা চাচ্ছেন না তাও পাবেন। কারণ বেহেশত এমন এক জায়গা যেখানে পাওয়া যাবে না এমন কোন জিনিষ নেই।

আল্লাহ আমাদের মনের চাওয়াগুলো পূরণ করুন।

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

ইসিয়াক বলেছেন: তাই যেন হয় মাইদুল ভাই :)
শুভকামনা রইলো।

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১

ঘুটুরি বলেছেন: আমিও মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

ইসিয়াক বলেছেন: ঘুটুরি আপনাকে আমার ব্লগে স্বাগতম।
জেনে ভালো লাগলো যে আপনিও মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
আমি এই স্কুলে ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পড়েছি।
শুভকামনা রইলো ভাইয়া।

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

নুরহোসেন নুর বলেছেন: চমৎকার স্মৃতিচারণ!

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.