নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শীতার্ত

২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭


শীতপ্রহরে হিম কুয়াশা নিয়ে,
কাব্য হতে পারে।
কাব্য কথায় শীতার্তের
দুঃখ ঘোচে নারে?

কত মানুষ সম্বলহীন,
নাইকো ভবিষ্যত।
বলতে গেলেই নানান যুক্তি,
নানান মতামত ।

যে মানুষগুলো পথের পাশে
থরথরিয়ে কাপে!
কে জানে শাস্তি পায় কেন ,
কার কর্মের অভিশাপে?

সবার ই তো আছে একরকম
মাথার উপর ছাদ।
কারো কারো আরো বেশী ই আছে,
এক কথায় রাজপ্রাসাদ।

ভন্ডামি আর চাটুকারে,
ভরে গেছে দেশ!
সবকিছুতে ই ফাজলামি,
লজ্জার নাই রেশ।

একটি জামা একটি কম্বল,
এতেই কি সমাধান!
ফেসবুকে পোষ্ট, টুইটারে পোষ্ট
দারুণ গুনগান!

এসব ছাড়ো ঝেড়ে কাশো,
মুখোশ খুলে রাখো ।
শীত নাটকের ফটোসেশন
আর দেখতে চাই নাকো।

চলো সবাই এগিয়ে যাই,
দুঃখী মানুষের অভাবে।
শীতার্তের পাশে দাড়াই
সরল মনোভাবে।



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে।

২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো বন্ধু।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯

আলমগীর সরকার লিটন বলেছেন: এশীতে এভাবে এগিয়ে আসতে হবে---------

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো ভাইয়া ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

রূপম রিজওয়ান বলেছেন: সুন্দর বিষয়,চমৎকার কথামালা।
কিছুক্ষণ আগেই কমলাপুর দিয়ে আসলাম। ওখানকার বস্তির চিত্র।
আর এই 'ফটোসেশন'এর কালচারটা এত......! হিপোক্রেসি!

২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

ইসিয়াক বলেছেন: ছোট ভাইয়া অনেক অনেক ধন্যবাদ রইলো্।
সেই সাথে শুভেচ্ছা ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.