|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
শীতপ্রহরে হিম কুয়াশা নিয়ে,
কাব্য  হতে পারে।
কাব্য কথায় শীতার্তের 
দুঃখ ঘোচে নারে?  
কত মানুষ সম্বলহীন,
নাইকো ভবিষ্যত। 
বলতে গেলেই নানান যুক্তি,   
নানান মতামত ।  
যে মানুষগুলো পথের পাশে
থরথরিয়ে কাপে!  
কে জানে শাস্তি পায় কেন ,
কার কর্মের অভিশাপে?
 
সবার ই তো আছে একরকম 
মাথার উপর ছাদ।
কারো কারো আরো বেশী ই আছে, 
এক কথায় রাজপ্রাসাদ।   
ভন্ডামি আর  চাটুকারে, 
ভরে গেছে দেশ!
সবকিছুতে ই ফাজলামি,
লজ্জার নাই রেশ।
একটি জামা একটি কম্বল, 
এতেই কি সমাধান! 
ফেসবুকে পোষ্ট, টুইটারে পোষ্ট
দারুণ গুনগান!
 
এসব ছাড়ো ঝেড়ে কাশো, 
মুখোশ খুলে রাখো ।
শীত নাটকের ফটোসেশন
আর দেখতে চাই নাকো। 
চলো সবাই এগিয়ে যাই, 
দুঃখী মানুষের অভাবে। 
শীতার্তের পাশে দাড়াই
সরল মনোভাবে। 
  
 
  
 ৬ টি
    	৬ টি    	 +২/-০
    	+২/-০  ২২ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৪০
২২ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৪০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো বন্ধু।
২|  ২২ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:০৯
২২ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:০৯
আলমগীর সরকার লিটন বলেছেন: এশীতে এভাবে এগিয়ে আসতে হবে---------
  ২২ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৩৩
২২ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৩৩
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো ভাইয়া ।
৩|  ২২ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৮
২২ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৮
রূপম রিজওয়ান বলেছেন: সুন্দর বিষয়,চমৎকার কথামালা। 
কিছুক্ষণ আগেই কমলাপুর দিয়ে আসলাম। ওখানকার বস্তির চিত্র। 
আর এই 'ফটোসেশন'এর কালচারটা এত......! হিপোক্রেসি!
  ২২ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৯
২২ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৯
ইসিয়াক বলেছেন: ছোট ভাইয়া অনেক অনেক ধন্যবাদ রইলো্। 
সেই সাথে শুভেচ্ছা ও শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৩৫
২২ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে।